April 30, 2024, 2:21 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চারঘাটে নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে পরিকল্পনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত  গাইবান্ধার সুন্দরগঞ্জে পথচারীদের মাঝে শরবত ও সুপেয় পানি বিতরণ গাইবান্ধা জেলা সমিতি,রংপুর এর সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ ও সনদ বিতরণ ময়মনসিংহের শম্ভুগঞ্জে গৃহবধূ হত্যার বিচার দাবীতে মানববন্ধন সুন্দরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হবিগঞ্জে পিটিয়ে হত্যার দায়ে ৭জনের মৃত্যুদন্ড ১০ জনের যাবজ্জীবন ও১ লাখ টাকা জনপ্রতি অর্থদন্ড মাদারীপুরে ভূমি কর্মকর্তা কবির ও দীনেশ এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সদস্য হলেন বিশিষ্ট সাংবাদিক আশরাফ সিজেল ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষ-রোপণ কর্মসূচি পালন
সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এম এ আলিম রিপন,সুজানগর ঃ আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১৫ এপ্রিল সোমবার পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র অনলাইনে জমা দিয়েছেন সর্বমোট ২ জন প্রার্থী। এরা হলেন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব এবং অপরজন হলেন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, বকুল হোসেন, এ,এস মোস্তফা আহমেদ ও কেএম টিপু সুলতানসহ সর্বমোট ৫ জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, শারমিন আক্তার শিপরা ও জুলিয়া খান জুঁই সহ সর্বমোট ৩ জন অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুল ওহাব অনলাইনে মনোনয়নপত্র জমাদানের পর সোমবার দুপুর ১টার দিকে পাবনা জেলা নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় আব্দুল ওহাবের সমর্থনে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার,সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই,উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গত রবিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন অনলাইনে মনোনয়নপত্র জমাদানের পর জেলা নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় শাহীনুজ্জামান শাহীনের সমর্থনে পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলার ১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আব্দুস সাত্তার, সুজানগর উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন। মনোনয়নপত্র দাখিল পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুল ওহাব জানান, বর্তমান সময়ে উপজেলাবাসী নানা কারণেই জিম্মি হয়ে পড়েছেন। এজন্য উপজেলার ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রানীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌিৈফকুল আলম পিযুষ ও আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সবুজসহ ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বীর মুক্তিযোদ্ধা,উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ আমার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী ৮ মে নির্বাচনে উপজেলার ভোটারদের ভোটে আমি বিপুল ভোটেই নির্বাচিত হতে পারবো বলে বিশ^াস করি। আর নির্বাচিত হলে অবহেলিত নেতাকর্মী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সুজানগর উপজেলাকে একটি আধুনিক মডেল ও যুগোপযোগী সুযোগ সুবিধা সমৃদ্ধ উপজেলা উপহার দিবো ইনশআল্লাহ। অপরদিকে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন জানান, বিগত নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত ৫ বছরে উপজেলায় চেয়ারম্যান হিসেবে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করেছি। এর মধ্যে প্রাথমিক শিক্ষায় গুণগত মান উন্নয়নে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করায় ২০২৩ সালে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ, প্রাথমিক শিক্ষায় গুণগত মান উন্নয়নে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ, উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করায় পৌর মেয়র রেজাউল করিম রেজা ,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা,উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ আমার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। আগামী নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হব ইনশআল্লাহ। নির্বাচিত হলে সুজানগর উপজেলাকে একটি মডেল ও স্মার্ট উপজেলা গড়ে তুলবো। উল্লেখ্য, একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা জেলার সুজানগর উপজেলা। এই উপজেলার আয়তন ৩৩৮.৬৫ বর্গ কিলোমিটার। সর্বশেষ ২০২২ সালের জনশুমারী অনুযায়ী এই উপজেলায় জনসংখ্যা রয়েছে ৩ লাখ ৫৫হাজার ৬৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ২৬১ জন এবং নারী রয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০২ জন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ১৬৭ জন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ০৫ জন পুরুষ এবং ১ লাখ ১৮ হাজার ১৬১ জন রয়েছে নারী ভোটার। সর্বশেষ ২০১৯ সালের ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD