Blog

  • গোপালগঞ্জ জেলা পুলিশের কি-ট প্যারেড অনুষ্ঠিত

    গোপালগঞ্জ জেলা পুলিশের কি-ট প্যারেড অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সে, জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

    কিট প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন।

    পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারে ইস্যুকৃত সামগ্রী যাচাই করেন।

    পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ জেলার পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রী সঠিকভাবে রক্ষণাবেক্ষণসহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

    এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • পারিবারিক কবর জি-য়ারতের মধ্য দিয়ে রাজশাহী-১ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করলেনঃশরীফ উদ্দিন

    পারিবারিক কবর জি-য়ারতের মধ্য দিয়ে রাজশাহী-১ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করলেনঃশরীফ উদ্দিন

    আলিফ হোসেন,তানোরঃ
    ২০২৬ সালে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।
    জানা গেছে,বৃহস্পতিবার (৬নভেম্বর) দিনের শুরুতে শরিফ উদ্দিন তাঁর পারিবারিক কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের শুভ সুচনা করেন। এ সময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।এসময় তানোর ও গোদাগাড়ী বিএনপি এবং সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অভিজ্ঞ মহল মনে করছেন, তার মতো একজন আদর্শিক, বিচক্ষণ, রাজনৈতিক দুরদর্শিতা সম্পন্ন, অভিজ্ঞ ও নিষ্ঠাবান নেতার নেতৃত্বে বিএনপির অবস্থান আরো বেগবান ও শক্তিশালী হবে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
    এদিকে একইদিন বিকেলে গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গোদাগাড়ী উপজেলা,পৌরসভা ও কাকনহাট পৌরসভা জাতীয়তাবাদী ওলামা দলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
    রাজশাহী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফেজ মাওলানা মাসুদ রানার সভাপতিত্বে ও জেলা ওলামা দলের সদস্য হাফেজ আহসান হাফিজের সঞ্চালনায় গোদাগাড়ী উপজেলা,পৌরসভা ও কাকনহাট পৌরসভা ওলামা দলের উদ্যোগে
    আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহবায়ক তাজ উদ্দিন খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব
    কাজী নুরুল আলম ও আবিদ হাসান মুন্নাপ্রমুখ। এদিন কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীরা অতীতের সকল ভেদাভেদ ও মতপার্থক্যে পরিহার করে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেন।

  • তানোরের কলমা ইউপির ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

    তানোরের কলমা ইউপির ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দীনের পক্ষে জনমত সৃস্টি এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টারের উদ্যোগে কলমা ইউপির ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, গত ৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড দিব্যস্থল আদিবাসীপাড়া গ্রামে বিএনপির উঠান বৈঠক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা শিক্ষক সমিতির আহবায়ক হযরত আলী মাস্টার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান,জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও এমদাদুল হক প্রমুখ। এ সময় নেতাকর্মীরা হযরত আলী মাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।
    এদিন উঠান বৈঠকে রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের বিজয় নিশ্চিত করতে বিএনপির সকল নেতা ও কর্মী-সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধ হবার আহবান জানান হযরত আলী মাস্টার।#

  • তানোরে ইউপি ভুমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

    তানোরে ইউপি ভুমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর সদর ইউনিয়ন (ইউপি) ভূমি অফিস পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তিনি ইউপি ভুমি অফিস পরিদর্শন করেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাইমা খান, সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক ও কানুনগো (অতিরিক্ত দায়িত্ব) সার্ভেয়ার আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন, তানোর সদর ইউনিয়ন (ইউপি) ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সজিবসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অফিস পরিদর্শন শেষে জবাবদিহিতামূলক সেবার জায়গা থেকে আন্তরিকতার সহিত সবাইকে কাজ করার পরামর্শ দিয়েছেন এবং জনগণ যাতে সহজভাবে সেবা পান সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এছাড়াও দিক নির্দেশনামূলক কথা বলে ডিজিটাল রেকর্ড হাল নাগাদের স্বার্থে সবাইকে ভূমি উন্নয়ন কর প্রদান এবং নামজারি করার পরামর্শ দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার চিত্রলেখা নাজনীন।#

  • সাবেক প্রেমিকাকে অ-পহরণ ও ধ-র্ষণ—বরিশালে দুইজন গ্রে-ফতার, প-লাতক টিকটকার মারিয়া

    সাবেক প্রেমিকাকে অ-পহরণ ও ধ-র্ষণ—বরিশালে দুইজন গ্রে-ফতার, প-লাতক টিকটকার মারিয়া

    বরিশাল প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা

    বরিশালের কাশিপুর ইউনিয়নের কলস গ্রামে সাবেক প্রেমিকাকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। ঘটনায় আরও একজন নারী অভিযুক্ত—সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের আলোচিত টিকটকার মারিয়া আক্তার, যিনি এখনো পলাতক।

    ভুক্তভোগী মরিয়ম আক্তার নিশী (২৬) থানায় অভিযোগ করেন, অনলাইনের মাধ্যমে লাকুটিয়া এলাকার ফারুকুল ইসলামের ছেলে অন্তু (৩০)-এর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে তিনি জানতে পারেন, অন্তু মাদকাসক্ত এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত—এ কারণে তিনি সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু অন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়।

    এরপর অন্তু তার পরিচিত টিকটকার মারিয়া আক্তার-এর মাধ্যমে নতুনভাবে যোগাযোগের চেষ্টা করে। মারিয়া নিশীর সঙ্গে বন্ধুত্ব করে ৪ নভেম্বর অনুষ্ঠান দেখানোর প্রলোভন দেখিয়ে তাকে উজিরপুর থেকে বের করে আনে। পথিমধ্যে অন্তু ও তার বন্ধু হৃদয় যোগ দেয় এবং তিনজন মিলে নিশীকে জোরপূর্বক বিমানবন্দর থানার কাশিপুর ইউনিয়নের কলস গ্রামে হৃদয়ের বাসায় নিয়ে যায়।

    সেখানে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং জোরপূর্বক মাদক সেবন করানো হয়। এরপর তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

    ৫ নভেম্বর দুপুরে সুযোগ পেয়ে নিশী পালিয়ে বিমানবন্দর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

    বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন,

    ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নং: ০৯/০৫ নভেম্বর ২৫)। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অন্তু ও হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। পলাতক টিকটকার মারিয়াকে ধরতে অভিযান চলছে।”

    ভিকটিমের আত্মীয় তুষার জানান,

    > “অন্তুর আগেও বিয়ে হয়েছিল এবং তার সন্তান রয়েছে। বিচ্ছেদের পর মাদকাসক্ত অন্তু নিশীর সঙ্গে সম্পর্ক করে এবং গোপন ভিডিও উদ্ধার করার লক্ষ্যেই এই পরিকল্পিত অপহরণ ও নির্যাতন করা হয়।”

    তবে হৃদয়ের মা জেসমিন বেগম দাবি করেছেন—তার ছেলে নির্দোষ এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

    পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেলে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আসামিদের ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।

    ওসি মামুন আরও বলেন,

    > “অভিযুক্তদের কাউকে প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ছাড়ানোর সুযোগ দেওয়া হবে না। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হবে।”

  • পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা, প্রার্থী ফখরুল আলমের সমর্থকদের বিক্ষো-ভে

    পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা, প্রার্থী ফখরুল আলমের সমর্থকদের বিক্ষো-ভে

    আনোয়ার হোসেন।।
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    পিরোজপুর-২ ভান্ডারিয়া,কাউখালি, নেছারাবাদ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলের ঐ আনুষ্ঠানিক সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অন্যদিকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে দেখা গেছে চাপাক্ষোভ। নেছারাবাদ উপজেলার দীর্ঘ ৪৫বছরের রাজনীতির মাঠে থাকা ত্যাগি নেতা ফকরুলের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন।

    ৬ নবেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার সময় দুপুরে ফখরুল আলমের সমর্থকরা বালিহারীর গুচ্ছগ্রাম, সুটিয়াকাঠি এবং মাহামুদকাঠি এলাকা থেকে শতাধিক নারী-পুরুষকে স্বরূপকাঠির ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে তার স্বরূপকাঠি থেকে এমপি প্রার্থী চান স্লোগান দিতে থাকের আবার কেউ কেউ তাঁরা বিএনপির প্রার্থী হিসেবে ফখরুল আলমকেই দেখতে চান বলে শ্লোগান দেন।

    এ বিষয়ে স্থানীয় একটি সূত্র জানায়, বালিহারী এলাকা থেকে সংগঠিত কিছু নারীকে টাকা-পয়সার বিনিময়ে মিছিলে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে— দল যাকে মনোনয়ন দেবে, সকলকে তার পক্ষেই কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলীয় সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ মূলত দলীয় শৃঙ্খলার পরিপন্থী না এটি ভবিষ্যতে সংগঠনের ভেতরে বিভাজন সৃষ্টি হতে পারে। তবে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দরা বলছে নেছারাবাদ উপজেলায় শীগ্রই কমিটি দেয়া হবে। কমিটি দেয়া হলে এই বিভাজন আর থাকবেনা।

    দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা মেনে সকলেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে মাঠে কাজ করবেন।

  • বহু প্রতিক্ষীত “দেলুপি” সিনেমা প্রদর্শন- কালের স্বাক্ষী হয়ে থাকবে -সংশ্লিষ্টদের অভিমত

    বহু প্রতিক্ষীত “দেলুপি” সিনেমা প্রদর্শন- কালের স্বাক্ষী হয়ে থাকবে -সংশ্লিষ্টদের অভিমত

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ) ।।

    খুলনার পাইকগাছায় প্রথম প্রদর্শনেই উৎসুক দর্শক-শ্রোতার মন জয় কর নিলেন বহুল প্রতিক্ষীত বাংলা চলচ্চিত্র “দেলুপি’।

    বুধবার সন্ধ্যায় উপজেলার দ্বীপবেষ্টিত দেলুটি’র দারুনমল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে শুভ মুক্তি পেল এ সিনেমাটি।

    সংশ্লিষ্টরা বলছেন, পূর্ণ দৈর্ঘ্য সিনেমাটি খুলনায় ৭ নভেম্বর ও ১৪ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে। পরে পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটাসহ বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে।

    ‘দেলুপি’ চলচ্চিত্রটি’ এসেছে মূলত দেলুটির নামে। ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকস প্রযোজিত ১ ঘন্টা ৩৭ মিনিটের সিনেমায় মূলত দক্ষিণ বাংলার গ্রামীন জীবনের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে নদী ভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস, জরাজীর্ণ রাস্তাঘাট, রাজনৈতিক টানাপোড়েন, প্রেম-সম্পর্ক, সামাজিক বাঁধা বিপত্তি ও শিল্প সংগ্রামের মতো নানা বাস্তবতা উপস্থাপিত হয়েছে। চলচ্চিত্রে গ্রামীন সাদামাঠা জীবন যাপন ও পরিবর্তন, মাটিতে বসবাস, নদীর ধারে চলাফেরা ও প্রকৃতি ইত্যাদি রয়েছে।

    সম্প্রতিকালের ভয়াবহ ঘুর্ণিঝড় ‘রিমেল’ ফনি’র মতো প্রাকৃতিক দুর্যোগে নদী ভাঙনে দেলুটির ২২ নম্বর পোল্ডারের একাধিক গ্রাম জলমগ্ন হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় জনজীবন দুর্বিসহ হয়ে পড়ে। এ অবস্থায় জনপদের মানুষ দাবি তোলেন ”আমরা ত্রান চাইনা, শুধু টেকসই ভেড়িবাঁধ চাই” সেই বাস্তব অভিজ্ঞতাকে কাল্পনিক ভাবে এ সিনেমার পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম ও সহকারী পরিচালক সায়মা নাসরিন দেলুপি’ চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন। যার মূল ভূমিকায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও মো, জাকির হোসেনসহ স্থানীয় যাত্রা শিল্পী ও মঞ্চ শিল্পীরা।

    পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম মানুষের সঙ্গে তাদের জীবনের অংশ হয়ে গল্পটি বলতে চেয়েছেন। তিনি আরোও বলেছেন, সিনেমাটি শুধু দ্বীপবেষ্টিত দেলুটি বা পাইকগাছার নয়, এটি দেশের সর্বস্তরের মানুষের জন্য জীবনের সঙ্গে মেলাবে।

    সিনেমার চিত্রনাট্য নির্বাহী প্রযোজক ও নির্দেশক অমিত রুদ্র বলছেন, মানুষ সিনেমার মাধ্যমে নিজেকে ধরে রাখতে পারে যা কালের স্বাক্ষী হয়ে থাকবে।

    স্থানীয়রা বলছেন, এ ছবিটি আমাদের জন্য নিজের গ্রামের গল্প হতে পারে। হয়তো আমার বা পাশের গ্রামের এটি স্থানীয় শিল্প হলেও এর অনুভূতি সার্বজনীন হতে পারে।

    (তধ্য সরবরাহ- দেলুপি টিম ও ছবি সংগ্রহ -বিধান মন্ডল।

    প্রেরক,

    ইমদাদুল হক

    পাইকগাছা,খুলনা।।

  • দোয়ারাবাজারে মাদ্রাসা নির্বাচন নিয়ে সংঘ-র্ষের বিষয়টি সালিশ বৈঠক ডাকা হলেও  প্রতিপক্ষ উপস্থিত না থাকায় স্থগিত

    দোয়ারাবাজারে মাদ্রাসা নির্বাচন নিয়ে সংঘ-র্ষের বিষয়টি সালিশ বৈঠক ডাকা হলেও প্রতিপক্ষ উপস্থিত না থাকায় স্থগিত

    হারুন অর রশিদ।।
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জামেয়া ইসলামিয়া হাফিজিয়া পঞ্চগ্রাম সোনাপুর মাদ্রাসা ও এতিমখানার কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি, সালিশ বৈঠক ডাকা হলেও প্রতিপক্ষ উপস্থিত না হওয়ায় সালিশ বৈঠকের তারিখ পুঃর্ন নির্ধারণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে ছাতক দোয়ারাবাজার উপজেলার বিশিষ্ট সালিশি ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ড এর মহাসচিব মাওলানা আব্দুল বসির এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ছাতক দোয়ারাবাজারের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শামীম আহমেদ, শায়েখ মাওলানা মুফতি আব্দুস সোবহান, হাফিজ মাওলানা সায়েদ আহমেদ,বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আকিক আহমেদ, মাওলানা জহির আহমেদ, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা আব্দুল হক, আব্দুল মানিক মাস্টার, অলিউর রহমান,মনু মিয়া প্রমুখ।
    এসময় উপস্থিত বিশিষ্টজনেরা সালিশ বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করে বলেন, মাদ্রাসার সকল কার্যক্রম যাতে বিগ্ন না ঘটে তাই দ্রুত বিষয়টি মিমাংসা করা প্রয়োজন।
    এছাড়াও কিছু কু-চক্রী মহল ভুয়া ফেইক ফেইসবুক আইডি খুলে মাদ্রাসার নামে কুরুচিপূর্ণ মন্তব্য করে মাদ্রাসা ও মাদরাসার মুহতামিম হুজুরের ভাবমূর্তি নষ্ট করে আসছে। তাদের বিরুদ্ধে ও আইনগত ব্যবস্থাগ্রহণের প্রকৃয়া নেওয়া হবে।

  • র‌্যাব-১২ এর  অ-ভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ ২ জন মাদ-ক ব্যবসায়ী গ্রে-ফতার

    র‌্যাব-১২ এর অ-ভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ ২ জন মাদ-ক ব্যবসায়ী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত ২২.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন ভেংড়ী সাকিনন্থ জনৈক সাইফুল ইসলাম এর ভাটার কয়লার দোকানের সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩৭ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, নগদ ৪,৭০০/- টাকা এবং ০১টি ট্রাক জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় মোঃ রবিউল ইসলাম (৫৫) (ট্রাক ড্রাইভার), পিতা-মৃত আব্দুল আজিজ, সাং-কাঁঠালবাড়ীয়া(শাহাজীপাড়া), ১নং ওয়ার্ড(রাজশাহী সিটি কর্পোরেশন), থানা-কাশিয়াডাঙ্গা (আরএমপি), জেলা-রাজশাহী, ২। মোঃ বাবুল শাহ্ (৬০) (ট্রাক হেল্পার), পিতা-মৃত সমিরুদ্দিন শাহ্, সাং-মাদারিপুর (পূর্বপাড়া), ৩নং ওয়ার্ড (গোদাগাড়ী পৌরসভা), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে তারা দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য হেরোইন ট্রাকে বহন করে নিজ হেফাজতে রেখে ঢাকাশহর ও বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • মিরকাদিম যুব ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উ-দযাপন

    মিরকাদিম যুব ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উ-দযাপন

    লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

    মুন্সীগঞ্জের মিরকাদিমের সামাজিক ও ক্রীড়া সংগঠন মিরকাদিম যুব ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৬ই নভেম্বর) রাত ৮ টায় উওর রামগোপালপুরে ক্লাবের নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা ও গুনিজন সম্মাননা প্রদানের মাধ্যমে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন পালন করা হয়। ” একতা, সেবা, উন্নয়ন” এ তিনটি স্লোগানে গত ৫ বছর যাবৎ এলাকার উন্নয়ন ও দরিদ্র ও অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

    মিরকাদীম যুব ক্লাবের সভাপতি আবদুল্লাহ সোহেল তার বক্তব্যে বলেন, আমরা দলমত নির্বিশেষে সব সময় সমাজের অসহায় লোকদের জন্য কাজ করে যেতে চাই।

    এসময় মিরকাদিম যুব ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল্লাহ সোহেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ দেওয়ান সৌরভ,চৌগাড়ারপাড় বন্ধন যুব কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক মো: হাসান মিন্টু,মিরকাদিম যুব ক্লাবের মো: আনিছুর রহমান, এডভোকেট সালাউদ্দিন টিটু, মো: রনি, মো: সোহেল, মো: বাবলু, মো: সোহেল আরমান ও মো: অনিক, রনি, অনিক, মো: খোকন, আনিস, রানা, সাজু, লিমন, মফিজল, নিজাম, আনোয়ার সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় সাহিত্যে অবদান রাখায় জনপ্রিয় লেখক মাহবুব আলম জয়কে গুনিজন সম্মাননা প্রদান করা হয়।