Category: দেশজুড়ে

  • কেশবপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল

    কেশবপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল

    কেশবপুর প্রতিনিধিঃ ভোলা’য় পুলিশি গুলিবর্ষণে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহত ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম সহ অজস্র নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে কেশবপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
    ২আগস্ট কেশবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাছুম বিল্লা, মাসুদ রানা,অহিদুর রহমান অন্তু, মেহেদী হাসান, কৃষ্ণ চ্যাটার্জী,ইউনুস হোসেন সাদ্দাম, সদস্য-সবুজ আরমান,সোহাগ হোসেন

    পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাদুল হাসান সুজন,সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম সিদ্দিকী ভাইয়ের সুস্থতা কামনা করে এবং নিহত আঃ রহিম এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

  • ক্ষেতলালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    ক্ষেতলালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজির বিহীন অব্যবস্থাপনার
    বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি
    বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ও কলেজ
    ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২ আগষ্ট) বিকেলে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ
    মিছিল নিয়ে ক্ষেতলাল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয়
    কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,
    উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম.এ. দেওয়ান হাসান। উক্ত সমাবেশে প্রধান অতিথির
    বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা
    যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট। এছাড়াও বক্তব্য রাখেন, ক্ষেতলাল পৌর
    বিএনপির আহবায়ক প্রভাষক আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক,
    নাফিউল হাদী মিঠু,জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক তৈমুর
    রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্ত, উপজেলা
    ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশেদ, সরকারি এস এ কলেজ শাখা ছাত্রদলের
    সদস্য সচিব ইমরুল কায়েস আকাশ, বড়তারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক
    নুরুল ইসলাম সহ প্রমুখ। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির
    অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জনপ্রিয় এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

    জনপ্রিয় এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

    জাকিরুল ইসলাম জাকির (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর-৬ আসনের জনপ্রিয় সংসদ সদস্য শিবলী সাদিকের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে নবাবগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠন ও বিভিন্ন নামের অন্যান্য সংগঠন।

    মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধন জনসমুদ্রে রুপান্তরিত হয়।

    মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মো. সায়েম সবুজ বলেন, গত শনিবার (৩০ জুলাই) ছয়জন আদিবাসী তাদের জমি দখলের অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে জমির দাগ, খতিয়ান, মৌজা কিছুই উল্লেখ নেই। কারো জমি নিজ দখলে থাকলে তার কাছে সেই জমির দলিল, পর্চা, খাজনা খারিজ থাকবে। কিন্তু সংবাদ সম্মেলনে তার কোন দালিলিক তথ্য উপস্থাপন করা হয়নি। মিথ্যা সংবাদ সম্মেলনে স্বপ্নপূরীর নামে ৭৭ দশমিক ৬১ একর জমি জবর দখলের অভিযোগ করা হয়েছে। প্রকৃত পক্ষে এখন পর্যন্ত স্বপ্নপূরীর মোট জমির পরিমান ৫৬ একর।

    এছাড়াও সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেনের অত্যাচারে শত শত অদিবাসী জনগোষ্ঠি এলাকাছাড়া ও ভারতে চলে যাওয়ার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আদৌ আফতাবগঞ্জ এলাকা থেকে একজন আদিবাসী এলাকাছাড়া বা ভারতে যাননি।

    উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শামীম মিয়া জানায়, বিরামপুর উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমপি শিবলী সাদিকের সাংগঠনিক দক্ষতায় নৌকা প্রতীকে আদিবাসী জনগোষ্ঠির প্রতিনিধি চিত্তরঞ্জন পাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যা এ অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠির মধ্যে প্রথম। বর্তমানে এমপি শিবলী সাদিকের ব্যক্তিগত অর্থায়নে দিনাজপুর-৬ আসনের শত শত আদিবাসী শিক্ষার্থী লেখাপড়া করছে। এমপি শিবলী সাদিক এবং তার পরিবার আওয়ামী লীগ এবং আদিবাসী জনগোষ্ঠির আপনজন হওয়ায় তাদেরই একজন প্রতিনিধি বর্তমানে এমপি শিবলী সাদিকের ব্যক্তিগত সহকারি। এর ফলে প্রতিবারই আদিবাসী জনগোষ্ঠির ভোটেই এ পরিবারের সদস্যরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনে বার বার নির্বাচিত হয়ে এসেছেন।

    উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান মানিক বলেন, এমপি শিবলী সাদিকের সাংগঠনিক দক্ষতায় দীর্ঘ ১৭ বছর পর বিরামপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হয়েছেন। হাকিমপুরে পরপর দুইবার আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হয়েছেন। চারটি উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। বয়স ও সময়ের তুলনায় অনেক দ্রুত এমপি শিবলী সাদিকের সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এমপি শিবলী সাদিককে দল এবং জনগণের কাছে হেয় করতে এবং বিএনপি জামায়াতকে দিনাজপুর-৬ আসনে প্রতিষ্ঠিত করতে একটি মহল ষড়যন্ত্রে মেতেছে।

    এছাড়াও মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল বাসার সবুজ, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজ পুটিমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • গাউসিয়া কমিটি মোছাফফাহ শাখার উদ্যোগে আওলাদে রাসুল ( ﷺ )সালানা ওরস মোবারক উদযাপন

    গাউসিয়া কমিটি মোছাফফাহ শাখার উদ্যোগে আওলাদে রাসুল ( ﷺ )সালানা ওরস মোবারক উদযাপন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ গাউসিয়া কমিটি বৃহত্তর মোছাফফাহ শাখার উদ্যোগে আওলাদে রাসুল ( ﷺ ) হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়‍্যদ মুহাম্মদ তৈয়‍্যব শাহ (রাদ:)র এবং খাজা চৌহরভী (রাহ:) সালানা ওরস মোবারক উদযাপন উপলক্ষে খতমে গাউসিয়া শরীফ ও মিলাদ মাহফিল গাউসিয়া কমিটি বৃহত্তর মোছাফফাহ শাখার সভাপতি মোঃ জামাল এর সভাপতিত্বে জামাল অটো ওয়ার্কশফ (এম- ৭)তে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি U A E কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জানে আলম সাহেব বিশেষ অতিথি হাজী ইয়াকুব মোহাম্মদ সেলিম সিআইপি মোহাম্মদ মুছা মাওলানা মোবারক মোহাম্মদ বাবুল মোহাম্মদ পারভেজ মোহাম্মদ হাসান প্রধান বক্তা ওমরগণি সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও মুসাফফা শাখার মৌওলানা ইদ্রিস মৌওলানা আনসারী মৌওলানা জয়নাল মোহাম্মদ জসিম হাজী আবু তাহের মাওলানা দিদার মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ সেলিম মোহাম্মদ ইলিয়াস নাছির সিকদার মোহাম্মদ মহিউদ্দীন মোহাম্মদ তসলিম মহিউদ্দিন খোকন সহ সকল নেতৃবৃন্দ
    *ওরসে পাক উপলক্ষে গৃহীত কর্মসূচি ছিল নিম্নরুপ :-
    # শুক্রবার ভোর ৪.০০ টায় উঠ যবেহ,
    #বাদে আসর ৬.০০ টায় পবিত্র খতমে গাউসিয়া শরীফ, ও খতমে খাজেগান শরীফ
    #বাদে মাগরিব মিলাদ মাহফিল সালাতু সালাম, ফাতেহা ও দোয়া মোনাজাত ও তবরুক বিতরণ৷ করা হয়৷

  • ত্রিশালে তৃর্ণমুল পর্যায়ে নেতাকর্মীদের মতদ্বৈততা নিরসনে কাজ শুরু করেছে উপজেলা আ লীগ।।

    ত্রিশালে তৃর্ণমুল পর্যায়ে নেতাকর্মীদের মতদ্বৈততা নিরসনে কাজ শুরু করেছে উপজেলা আ লীগ।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ত্রিশালে তৃর্ণমুল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করে আগামী দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে আওয়ামী লীগ সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী সংগঠনে পরিণত করতে করতে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে তৃণমূল আওয়ামী লীগের মতদ্বৈততা নিরসনে কাজ শুরু করেছে নবগঠিত উপজেলা আওয়ামী লীগ।

    তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে নানামুখী মতবিরোধ, মতদ্বৈততার কারণে সৃষ্ট মান-অভিমান ভাঙাতে এ উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে সংগঠনটি।

    ওয়ার্ডভিত্তিক কর্মসূচি সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের নির্দেশে সোমবার (১লা আগষ্ট) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৪ নং কানিহারি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বলের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারন সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে রাজনৈতিক কর্মকান্ড ব্যাপারে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন । এ সময় উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    একই সময় কানিহারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
    প্রধান অতিথির বক্তব্যে সভাপতি আবুল কালাম ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দলের প্রত্যেক নেতা-কর্মীকে মূল্যায়ন করার প্রক্রিয়া শুরু করেছে।

    ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ কে শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মান-অভিমান নিরসন করে দলের সাংগঠনিক কার্যক্রম কে বৃদ্ধি করতে করণীয় নির্ধারণে উপজেলা আওয়ামী লীগ সবাইকে একটেবিলে বসাতে শুরু করেছে। দল করলে দলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দলের নির্দেশের প্রতি অনুগত থাকতে হবে। আমি দল করবো অথচ দলের সিদ্ধান্তকে মানবো না এমন কাজ সাংগঠনিক হতে পারে না। নিজেদের মধ্যে বিভেদ বিভ্রান্তির কারণে যারা দলীয় নির্দেশনা ভুলে ব্যক্তিগত পরিকল্পনায় দলীয় নির্দেশ অমান্য করছেন তাদের শেষবারের মতো নিবৃত্ত করতে আমাদের এ উদ্যোগ। এরপরও যারা নিজের সিদ্ধান্তে অটল থেকে দলের সিদ্ধান্ত অমান্য করবেন, আমরা আমি মনে করি চরম ভুল করবেন। এমনকি তাদের পৃষ্ঠপোষক বা সমর্থন জানিয়ে যারা কার্যক্রম পরিচালনা করবেন তাদের ব্যাপারে দল সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেবে।
    এসময় কানিহারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ত্রিশালে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এসিল্যান্ডের অভিযানে খুশী সাধারণ মানুষ।।

    ত্রিশালে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এসিল্যান্ডের অভিযানে খুশী সাধারণ মানুষ।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ত্রিশালে যানযট নিরসনে অবৈধ পার্কিং বন্ধ ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

    সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনা ও যানযট নিরসনে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির৷ সিদ্ধান্ত বাস্তবায়নে
    জেলা প্রশাসনের নির্দেশনায় ত্রিশাল সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

    জানা গেছে,রবিবার (৩১জুলাই) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসন হল রুমে সড়ক দুর্ঘটনা ও যানযট নিরসনে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায়
    গৃহীত সড়ক নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান চলাকালে সাতটি মামলা ও নগদ অর্থদণ্ড আদায় করা হয়। এসময় ত্রিশাল থানার পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সহযোগিতা করেন।

    ত্রিশাল সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যত্রতত্র পার্কিংয়ের দায়ে কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান সফল করতে তিনি উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এদিকে সড়ক দুর্ঘটনা রোধে ও যানযট নিরসনে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির গৃহীত সিদ্ধান্ত কে সাধুবাদ জানানোর পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)
    হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর অভিযানে সন্তুষ্টি পোষণ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন উপজেলার সর্বস্তরের জনতা।।

  • চট্টগ্রাম থেকে গ্রেফতার হলো ময়মনসিংহের ছাত্রলীগ নেতা ঋতু হত্যাকান্ডের মুলহোতা সোহান

    চট্টগ্রাম থেকে গ্রেফতার হলো ময়মনসিংহের ছাত্রলীগ নেতা ঋতু হত্যাকান্ডের মুলহোতা সোহান

    ষ্টাফ রিপোর্টারঃ
    হত্যাকান্ডের ৩ মাস পর গত শনিবার সন্ধ্যায়
    ময়মনসিংহ সদরের রাকিবুল ইসলাম ঋতু হত্যাকান্ডের মুলহোতা রেদওয়ান আহমদ সোহানকে গ্রেফতার করেছে কোতায়ালী পুলিশ। কোতায়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের দিকনির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক ফারুক হাসানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলসী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। সোমবার তাকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে পাঠানো হলে সোহান হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বিকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়। এ নিয়ে ঋতু হত্যাকান্ডে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    মামলা সুত্রে জানা গেছে, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা ও বয়ড়া এলাকার রাকিবুল ইসলাম ঋতুর সাথে বয়ড়া বটতলা এলাকার রেদওয়ান আহমদ সোহান নামীয়দের সাথে বিরোধ চলে আসছিল। পুর্ব বিরোধের জের ধরে রেদওয়ান আহমদ সোহান ও তার সহযোগীরা ঋতুকে বিভিন্ন সময় খুন জখমের হুমকী দিয়ে আসছিল। গত ২ মে সন্ধ্যায় ঋতু তার নিজ বাড়ি থেকে চুল কাটানোর উদ্দেশ্যে বের হয়ে বয়ড়া বটতলা বাজারে রওনা হলে পথিমধ্যে জামে মসজিদের সামনে পৌছামাত্রই রেদওয়ান আহমদ সোহানের নেতৃত্বে চক্রটি পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ঋতুকে হত্যার উদ্দেশ্য ধাওয়া করে। ঋতু নিজেকে বাঁচানার জন্য দৌড়ে বটতলা বাজার রেললাইন সংলগ্ন সোহাগের মনিহারী দোকানের বারান্দায় পৌছলে রেদওয়ান আহমদ সোহান সহ অন্যান্যরা ঋতুকে উপুর্যপুরী পিটিয়ে ও ছুরিকাঘাত মারাত্বক আহত করে। চক্রটি এক পর্যায়ে ঋতুর মৃত্যু নিশ্চিত করে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা ঋতুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে নিহত ঋতুর পিতা কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১০, তাং ৩/৫/২২ দায়ের করেছেন।
    কোতায়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মামলাটি তদন্তনাধীন রয়েছে। মুলহোতা সোহানকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদর গ্রেফতারের চেষ্ঠা চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফারুক হাসান বলেন, দীর্ঘদিন পর গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকান্ডের মুলহোতা সোহানকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোহান হত্যাকান্ড জড়িত থাকার কথা স্বিকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তিনি আরো বলেন, এর আগে এ মামলায় আরো ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

  • লালমনিরহাটের ৯০বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার এক

    লালমনিরহাটের ৯০বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার এক

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর, ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ এসআই/মোঃ নাজমুল ইসলাম,এএসআই মোঃ রায়হান কবির, কং/মোঃ আলী রাজ ও কং/মোঃ মাসুদ আহমেদ,ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর, ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাবু রামের বসত বাড়ির ৫০গজ পশ্চিম পাশে কাচা রাস্তায় বিশেষ অভিযান ৯০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলে আসামি ইব্রাহিম ২৫,পিতা সহিদার রহমান, গ্রাম নওদাবাস, কালীগঞ্জ, লালমনিরহট।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উত্তর বালাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৯০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।

  • পাইকগাছায় বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

    পাইকগাছায় বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা) ।।
    খুলনার পাইকগাছায় ২আগষ্ট মঙ্গলবার জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার সকালে উপজেলা পরিষদ মিলোনয়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ,সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, এস এম আলাউদ্দীন সোহাগ, এম আর মন্টু,আলাউদ্দিন রাজা, প্রমথ সানা, আব্দুল আজিজ, বি সরকার, স্নেহেন্দু বিকাশ, ইমদাদুল হক, এন ইসলাম সাগর, আসাদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল, আবুল হাশেম, অমল মন্ডল, বদিয়ার রহমান, ফসিয়ার রহমান, ফিরোজ আহম্মেদ, মিন্টু অধিকারী, শাহরিয়ার কবির প্রমুখ।
    মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেন, স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শুধু পাইকগাছার সম্পদ নয় উনি বাংলাদেশের সম্পদ। তিনি শুধুমাত্র বিজ্ঞানী ছিলেন না তিনি একাধারে শিক্ষানুরাগী, সমবায়ী, দানবীর, শিক্ষক, গবেষকসহ অসংখ্য গুনের অধিকারী ছিলেন। তার জীবনী বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ব্যাপক লেখনির প্রয়োজন। সেজন্য সাংবাদিকেরা অগ্রনি ভুমিকা পালন করবেন।
    উল্লেখ্য বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাডুলি গ্রামে ১৮৬১ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। রাড়ুলীর জমিদার হরিশচন্দ্র রায়ও ভুবনমোহিনী দেবীর তৃতীয় পুত্র। তিনি ছিলেন একাধারে একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ,বিজ্ঞানশিক্ষক,দেশীয় শিল্পোদ্যোক্তা, দার্শনিক ও কবি।
    ১৮৭৮ সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন পি সি রায়। এরপর ভর্তি হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজে (বর্তমান বিদ্যাসাগর কলেজ)। ১৮৮১ সালে সেখান থেকে এফএ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে বিএ ক্লাসে। সেখান থেকে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে তিনি স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাশ করেন।
    ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে ১৮৮৮ সালে প্রফুল্লচন্দ্র রায় স্বদেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে প্রায় ২৭ বছর অধ্যাপনা করেছিলেন। অধ্যাপনাকালে তাঁর প্রিয় বিষয় রসায়ন নিয়ে নিত্য নতুন অনেক গবেষণাও চালিয়ে যান। পিসি রায় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা। বেঙ্গল কেমিক্যাল ১৯০১ সালে কলকাতার মানিকতলায় ৪৫ একর জমিতে স্থানান্তরিত হয়। তখন এর নতুন নাম রাখা হয় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। ১৮৯৫ সালে মাত্র ৩৪ বছর বয়সে মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন। তাঁর ওই আবিষ্কার বিশ্বব্যাপী আলোড়ন তোলে। এটি তাঁর অন্যতম প্রধান আবিষ্কার। তিনি মোট ১২টি যৌগিক লবণ এবং ৫টি থায়োএস্টার আবিষ্কার করেন। তনি সমবায়ের পুরোধ্,া স্যার পিসি রায় ১৯০৯ সালে নিজ জন্মভূমিতে একটি কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ১৯০৩ খ্রিষ্টাব্দে তিনি পিতার নামে আর কে বি কে হরিশ্চন্দ্র স্কুল প্রতিষ্ঠা করেন। বাগেরহাটে ১৯১৮ সালে প্রতিষ্ঠা করেন পি সি রায় কলেজ। দেশে শিক্ষা বিস্তারে আজ বিশাল ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। তিনি ১৯৪৪ খ্রিস্টাব্দের ১৬ জুন ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • আজ পাইকগাছায় আসছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ

    আজ পাইকগাছায় আসছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এক দিনের সফরে আজ ২ আগস্ট পাইকগাছায় আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী এদিন সকাল ১০টায় খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন কপিলমুনি বধ্যভূমি ও বীর মুক্তিযোদ্ধা গুরুদাসী মাসীর বাড়ি পরিদর্শন, দুপুর সাড়ে ১২টায় কয়রা মসজিদকুড় পীর খানজাহান আলী (র:) মসজিদ, আমাদী দীঘি, কাবাড়ীপাড়া কালিমন্দির পরিদর্শন এবং বিকাল সাড়ে তিনটায় পাইকগাছার রাড়ুলিতে জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পিসি রায়ের প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতি বিজড়িত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী কে এম খালিদ যোগদান করবেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু এবং সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। আলোচনা সভা শেষে তিনি খুলনার উদ্দেশ্যে রওনা হবেন এবং ৩ জুলাই সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।