Category: দেশজুড়ে

  • ফুল বা উপহার না আনার অ-নুরোধ পঞ্চগড়ের নতুন ডিসির

    ফুল বা উপহার না আনার অ-নুরোধ পঞ্চগড়ের নতুন ডিসির

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

    ফুল বা উপহার না আনার অনুরোধ পঞ্চগড়ের নতুন ডিসির

    পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কাজী সায়েমুজ্জামান। যোগদানের আগে সোমবার (১৭ নভেম্বর) একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি পঞ্চগড়বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব পালনে নিজের অঙ্গীকার তুলে ধরেছেন।

    ৯ নভেম্বর পঞ্চগড়ে পদায়ন হওয়ার পর সামাজিক মাধ্যমে স্থানীয় মানুষের উচ্ছ্বাস, শুভেচ্ছা ও অভিনন্দনে তিনি অভিভূত হয়েছেন বলে জানান। তিনি লেখেন, অভিনন্দনের জোয়ারে যোগ দিতে গিয়ে অনেকটা প্রত্যাশার চাপ অনুভব করছি। কাজ দিয়ে এই চাপ কমানোর চেষ্টা করবো।

    দীর্ঘদিন সরকারি কর্মকর্তা প্রশিক্ষণ–দানে যুক্ত থাকা এই কর্মকর্তা বলেন, হয়রানিমুক্ত ও স্বল্প খরচে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। চাকরি জীবনের শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন জানিয়ে তিনি বলেন, নিজে দুর্নীতি করি না, অন্যকে করতে দিই না। একটি লাগেজ আর আপনাদের ভালোবাসা নিয়েই ফিরবো।

    আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি লেখেন, ভোটরক্ষা মানে দেশরক্ষা। ভোটরক্ষা আমার ওপর অর্পিত পবিত্র আমানত। রাগ–অনুরাগ বা লোভের বশবর্তী হয়ে আমি নীতির বাইরে যাব না।

    নিজের ব্যক্তিজীবন সম্পর্কে তিনি বলেন, জীবনে কারও কাছ থেকে ধার নেননি, নেই কোনো ঋণ। হারাম আয় থেকে সর্বদা দূরে থেকেছেন। চাকরিতে কখনও বদলি বা পোস্টিংয়ের জন্য তদবিরও করেননি।

    পঞ্চগড়ের বাসিন্দাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আগমনের আমন্ত্রণ জানিয়ে তিনি অনুরোধ করেন, কেউ যেন ফুল বা উপহার না আনেন। তিনি জানান, গিফট গ্রহণ না করার নীতি তিনি বহু বছর ধরে অনুসরণ করছেন। দোয়াই আমার জন্য যথেষ্ট। সবার সহযোগিতা ও দোয়া চাই,—লেখেন তিনি।

    জানাগেছে, কাজী সায়েমুজ্জামান আগামীকাল মঙ্গলবার পঞ্চগড়ে এসে তার দায়িত্বভার গ্রহণ করবেন।

  • পলাশবাড়ী এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষের বিরু-দ্ধে ৩য় অ-ভিযোগ

    পলাশবাড়ী এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষের বিরু-দ্ধে ৩য় অ-ভিযোগ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    পলাশবাড়ী এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ নিয়োগ,যোগ্যতা,অভিজ্ঞতা,অর্থ তছরুপ ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে তৃতীয় দফা অভিযোগ দাখিল।

    অভিযোগে প্রকাশ,এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. ছিদ্দিকুল ইসলাম বিগত ১৯৯৩ ইং সালে পদার্থ বিজ্ঞান বিষয়ে মাস্টার্স পাস করেন এবং ২০০০ ইং সালে ওই কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ প্রাপ্ত হন। কিন্তু বিএম (BM) কলেজের অধ্যক্ষ পদটি সাধারণত একটি প্রশাসনিক ও ব্যবস্থাপনা পদ হওয়ায় প্রচলিত নীতিমালা ও নির্দেশনায়,সামাজিক বিজ্ঞান অনুষদ অথবা বাণিজ্য অনুষদ থেকে মাস্টার্স ডিগ্রিধারী এবং ১০ (দশ) বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে উপযুক্ত ধরা হয়। এমন ব্যাখ্যা বাংলাদেশ গেজেট,অতিরিক্ত,জুন ১২,১৯৯৬ এ উল্লেখ আছে। ফলে, অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য গোপন রেখে মো. ছিদ্দিকুল ইসলাম,অধ্যক্ষ পদে নিয়োগ নিয়েছেন। উল্লেখিত কারণে ওই ধুরন্ধর অধ্যক্ষ অদ্যবধি অধ্যক্ষ পদের জন্য ও অধ্যক্ষ্যের বেতন স্কেলের জন্য আবেদন করেন নাই এবং বেতন ভাতাদি পাননি। এছাড়া ওই সুচতুর অধ্যক্ষ, অধ্যক্ষ পদে নিয়োগ নেয়ার পরও তিনি প্রভাষকের স্কেলে বেতন-ভাতা গ্রহণ করছেন।

    অপরদিকে,কলেজের একাধিক শিক্ষক,কর্মচারী নিয়োগ প্রদানের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় ওই অধ্যক্ষ মোটা অংকের নগদ নারায়ণ লেনদেন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া কলেজের বিভিন্ন খাত থেকে অর্জিত অর্থেরও সঠিক ব্যবহাট করা হয়নি বলেও আশংকা করা হচ্ছে। তাছাড়া ওই অধ্যক্ষ দায়িত্ব বন্টন ও অভ্যন্তরীন সিদ্ধান্তে অতিরিক্ত পক্ষপাতিত্ব করেন এবং প্রতিষ্ঠান পরিচালনায় স্বজনপ্রীতি ও ব্যক্তিবিশেষকে অগ্রাধিকার দেন।যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিবোধ ও শৃঙ্খলার পরিপন্থী।

    উল্লেখ্য যে, অধ্যক্ষ মো. ছিদ্দিকুল ইসলাম ইতোপূর্বে অর্থ তছরুফের কারণে পূর্ণ বরখাস্ত হয়েছিলেন। তবে অধ্যক্ষ্যের আপন ছোট ভাই বাংলাদেশ আওয়ামীলীগের পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি (বর্তমান গাইবান্ধা কারাগারে বন্দী) মো. সামিকুল ইসলাম সরকার লিপন সেসময় আওয়ামীলীগ নেতা হওয়ার সুবাদে রাজনৈতিক প্রত্যক্ষ ছত্রছায়ায়,ক্ষমতার অপব্যবহার করে অত্র কলেজের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যবস্থাপনা কমিটির একক সিদ্ধান্তে অত্র কলেজের অধ্যক্ষ পদটি লিপন পুনঃ দখল করে তার ছোট ভাই ছিদ্দিকুল ইসলামকে পাইয়ে দেন।

    উত্থাপিত তথ্য অনুযায়ী বেশ কিছু শিক্ষক ও কর্মচারী তাদের প্রাপ্য উচ্চতর স্কেল/টাইমস্কেল অনুমোদন পাচ্ছেন না। ওই অধ্যক্ষ প্রশাসনিক জটিলতা সৃষ্টি করে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। এসব কারনে শিক্ষক কর্মচারীবৃন্দ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে অধ্যক্ষ্যের বিরাগভাজন হচ্ছেন।

    আর এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের ধুরন্ধর অধ্যক্ষ মো. ছিদ্দিকুল ইসলামের এসব নানাবিধ অনিয়মের বিষয়গুলো তুলে ধরে লিখিত অভিযোগ করা হয়েছে।

    ওই কলেজের অধ্যক্ষ নিয়োগের শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা ও আইনগত স্বচ্ছতা যাচাই, নিয়োগ প্রক্রিয়ায় অর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত,প্রতিষ্ঠানের অার্থিক কার্যক্রম,ভাউচার,রেজিস্ট্রার ও হিসাবপত্র পর্যালোচনা, শিক্ষক/কর্মচারীদের প্রাপ্য উচ্চতর স্কেল/টাইমস্কেল অনুমোদনে ইচ্ছাকৃত বিলম্ব হয়েছে কি-না তার তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ ন্যাশবিচার রক্ষার্থে কর্যকর হস্তক্ষেপ কামনা করে ওই কলেজের সভাপতি ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে রবিবার ১৬ই নভেম্বর লিখিত অভিযোগ করেছেন উক্ত কলেজের সাচিবিক বিদ্যা বিভাগের প্রভাষক মো. রুহুল আমিন মন্ডল। এর কদিন আগেও ওই অধ্যক্ষের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ সম্বলিত এবং বাংলা বিষয়ের প্রভাষক অপর একটি অভিযোগ করেন।

    এব্যাপারে ওই কলেজের অভিযুক্ত অধ্যক্ষ মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগসমূহের ব্যাপারে জানতে চাইলে,তিনি জানান,চাকরি আছে ২ বছর ২মাস,আর অভিযোগে যেসব বিধি উল্লেখ করা হয়েছে সেসব ছাড়াও আরো বিধি বিধান আছে বলে এ প্রতিবেদককে জানান।।

  • নাটোরের নলডাঙ্গায় ট্রাক্টর উ-ল্টে চালক নিহ-ত

    নাটোরের নলডাঙ্গায় ট্রাক্টর উ-ল্টে চালক নিহ-ত

    এ,কে,এম, খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি
    নাটোরের নলডাঙ্গায় চাষকৃত ট্রাক্টর উলটে পিপরুল গ্রামের ছলাইমান (২৩) নামে একজন নি#হ#ত। পিতা কামাল প্রাং পিপরুল গ্রামের বাসিন্দা।  আজ ১৭ই নভেম্বর রোজ সোমবার আনুমানিক বিকাল ৫ঘটিকায়, পিপরুল গ্রামের গনির মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী বাবু শেখ বলেন, দুর্ঘটনার পর ছলাইমান কে উদ্ধার করে ভ্যানযোগে আধুনিক সদর হাসপাতাল নাটোর, পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে পরলোকগমন করেন ছলাইমান।

    এম্বুলেন্স যোগে ছলাইমানের নিথর মরদেহ, প্রায় রাত ৭:৩০ মিনিটে  পিপরুল নিজ বাসভবনে উপস্থিত হয়।এলাকাবাসীর আহাজারি, ছলাইমান অত্যন্ত দায়িত্বশীল, সত্যবাদী এবং পরোপকারী ছিলেন। বর্তমান তার বাড়িতে হাজারও মানুষের ঢল। ছলাইমানের নিথর মরদেহ একপলক দেখার জন্য। ছলাইমান বর্তমানে এক সন্তানের জনক।

  • বিএনপি সরকার গড়লে শার্শার প্রতি ইঞ্চিতে উন্নয়নের ছোঁ-য়া লাগবে-  মফিকুল হাসান তৃপ্তি

    বিএনপি সরকার গড়লে শার্শার প্রতি ইঞ্চিতে উন্নয়নের ছোঁ-য়া লাগবে- মফিকুল হাসান তৃপ্তি

    ​আজিজুল ইসলামঃ ​যশোর ৮৫/১ শার্শা আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি গতকাল সোমবার (১৭ নভেম্বর, ২০২৫) বাগআঁচড়ায় অনুষ্ঠিত এক বিশাল উঠান বৈঠকে বলেছেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে শার্শার প্রতি ইঞ্চি মাটিতে উন্নয়নের ছোঁয়া লাগবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, “শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমরা, উন্নয়ন ছাড়া কিছুই বুঝিনা।”
    ​বিকাল ৪টায় বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এই উঠান বৈঠকে হাজারো মানুষের সমাগম ঘটে।
    ​সুনির্দিষ্ট উন্নয়নের প্রতিশ্রুতি
    ​প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি শার্শার জনগণের সামনে একাধিক সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন:
    ​বন্দরের আধুনিকায়ন: বেনাপোল বন্দরকে একটি আধুনিক বন্দরে রূপান্তরিত করা হবে, যার ফলে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকের বিষয়টি নিশ্চিত করা হবে।
    ​জলাবদ্ধতা নিরসন: দক্ষিণ শার্শার অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে মরহুম জিয়ার খাল খনন কর্মসূচি বাস্তবে রূপ দেওয়া হবে। আধুনিক স্লুইসগেট নির্মাণসহ গোমর বিল থেকে খাল কেটে সোনাই নদীর মাধ্যমে পানি বঙ্গোপসাগরে ফেলার ব্যবস্থা করা হবে।
    ​তিনি প্রতিশ্রুতি দেন, এই পদক্ষেপের ফলে “হাজার হাজার একর জমি ফসলের মাঠ পূর্বের ন্যায় সোনালী ধানে পরিপূর্ণ হবে এবং মানুষ কৃষিকাজে জীবিকা নির্বাহ করবে।”
    ​তারেক জিয়ার আস্থার মর্যাদা রক্ষার আহ্বান
    ​উপস্থিত জনতার উদ্দেশে তৃপ্তি বলেন, “তারেক জিয়া আপনাদের প্রতি আস্থা রেখেই আমাকে ধানের শীষ দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা অবশ্যই তার মর্যাদা রাখবেন।” তিনি আশা প্রকাশ করেন, জনগণের আশীর্বাদ নিয়ে বিএনপি আগামীতে দেশ পরিচালনা করবে।
    ​বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সঞ্চালনায় এই জনগুরুত্বপূর্ণ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপিসহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পীরগঞ্জে বিনামূল্যে ডা-য়াবেটিস পরীক্ষা

    পীরগঞ্জে বিনামূল্যে ডা-য়াবেটিস পরীক্ষা

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ বয়সের কাঁটা ৬৫ ছুঁয়েছে। জীবনের অনেকটা সময় পার করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে। কৃষি আর সংসারের ঘানি টানতে টানতে নিজের শরীরের খবর নেওয়ার সময় হয়ে ওঠেনি খুব একটা। তবে এবার আর অবহেলা নয়, প্রথমবারের মতো নিজের শরীরে নীরব ঘাতক ‘ডায়াবেটিস রোগ’ বাসা বেঁধেছে কি না, তা জানতে ছুটে এসেছেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আজিজুল হক।
    সোমবার (১৭ নভেম্বর) সকালে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল চত্বরে দেখা মেলে আজিজুল হকের। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে সেখানে তখন চলছে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প।
    সকাল থেকেই হাসপাতাল চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। শুধু আজিজুল হক নন, তাঁর মতো উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বয়স্ক নারী-পুরুষের দীর্ঘ লাইন চোখে পড়ে। সবার উদ্দেশ্য একটাই—বিনামূল্যে রক্তের শর্করা পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া।
    আজিজুল হক বলেন, “বয়স তো কম হলো না, কিন্তু এর আগে কোনোদিন ডায়াবেটিস মাপাইনি। শুনলাম এখানে বিনে পয়সায় পরীক্ষা হচ্ছে, তাই আসলাম। শরীরটা ভালো আছে কি না, তা জানা দরকার।”
    গ্রামাঞ্চলে এখনো স্বাস্থ্য সচেতনতার অভাব এবং অনেক ক্ষেত্রে অর্থের সংকটে সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। এমন বাস্তবতায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় দুইশত মানুষ সেবা গ্রহণ করেন।
    আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদের এই আয়োজন। আজিজুল হকের মতো যারা জীবনে প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেলেন, তাদের স্বতস্ফূর্ত উপস্থিতিই এই উদ্যোগের সার্থকতা প্রমাণ করে।
    বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন। এ সময় উপজেলা বিএনপি ও পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি রেজওয়ানুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ নসরতে খোদা রানা, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ইলিয়াস আলী, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন দক্ষ সাংবাদিক তৈরিতে অ-ঙ্গীকারবদ্ধ

    ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন দক্ষ সাংবাদিক তৈরিতে অ-ঙ্গীকারবদ্ধ

    স্টাফ রিপোর্টারঃ
    সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক মহান দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরের খবর তুলে ধরে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকেন সাংবাদিকরা। এই গুরুত্বপূর্ণ পেশায় দেশের শিক্ষিত, সৎ, যোগ্য ও সচেতন মানুষরাই কাজ করেন। যারা সত্য প্রকাশে দৃঢ়প্রতিজ্ঞ।

    এমনই একদল মেধাবী ও দক্ষ সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে গঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির সদস্যরা নিজেদের পেশাগত দায়িত্ব পালন ছাড়াও নতুন প্রজন্মের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন।

    সংগঠনের নেতৃবৃন্দের মতে, শুধু খবর সংগ্রহ বা প্রকাশ করাই নয়। সত্য যাচাই, নৈতিকতা, তথ্যের উৎস শনাক্তকরণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, সাংবাদিকতার নীতি-নিয়ম ও অভিজ্ঞতা এসব বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষিত করা এখন সময়ের দাবি। সেই লক্ষ্যেই বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে যাচ্ছে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নটি।

    তারা আরও জানান, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে টিকে থাকতে হলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানো জরুরি। তাই তরুণ সংবাদকর্মীদের যোগ্য করে গড়ে তুলতেই ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

    সৎ, নৈতিক ও দক্ষ সাংবাদিক তৈরি করে দেশকে একটি দায়িত্বশীল গণমাধ্যম উপহার দিতেই ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগ, যা ইতোমধ্যে এলাকাবাসী এবং গণমাধ্যম সংশ্লিষ্টদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

  • মুন্সীগঞ্জে সিরাজদীখান এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরীর ই-ন্তেকাল

    মুন্সীগঞ্জে সিরাজদীখান এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরীর ই-ন্তেকাল

    মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

    সিরাজদীখান উপজেলার এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কাল তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

    মোস্তাক আহমেদ চৌধুরী সিরাজদী খান উপজেলার কোলা ইউনিয়নের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক। এছাড়া তিনি কোলা ভিলেজ পার্কের স্বত্বাধিকারী।
    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মোস্তাক আহমেদ চৌধুরী হাডে ব্লক নিয়ে দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছিলেন।

    ১৭ ই নভেম্বর রোজ সোমবার ভোরে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এদিকে মোস্তাক আহমেদ চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা এনসিপির যুগ্ন সমন্বয়ক এড.মারুক হাসান মন্টি ও সিরাজদীখান উপজেলার প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বল শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

    লিটন মাহমুদ
    মুন্সীগঞ্জ।।

  • মুন্সীগঞ্জে সংক্ষিপ্ত আদালতের বি-চারিক ক্ষ-মতা অর্পণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

    মুন্সীগঞ্জে সংক্ষিপ্ত আদালতের বি-চারিক ক্ষ-মতা অর্পণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

    লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ-

    মুন্সীগঞ্জে বিচারিক আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সংক্ষিপ্ত আদালত (সামারি ট্রায়াল) পরিচালনার জন্য বিচারিক ক্ষমতা অর্পণ করেন মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) থেকে সংক্ষিপ্ত আদালত পরিচালনার কার্যক্রম শুরু হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

    গেল রোববার মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ের (প্রশাসন শাখার) অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আদেশে বলা হয়েছে জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত আমল গ্রহণকারী আদালত সমূহের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটবৃন্দকে সামারি ট্রায়াল পরিচালনার নিমিত্ত আমলী অধিক্ষেত্র এলাকায় সামারি ট্রায়ালযোগ্য মামলা সরাসরি নিজ বিচার ফাইলে বদলি করে বিচার করার ক্ষমতা অপর্ণ করা হলো।

    আদালত সূত্রে জানা গেছে, সামারি ট্রায়ালের বিচার করার পদ্ধতি কার্যকর করা হলে ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে কিংবা আসামীর আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে সাক্ষীদের জবানবন্দী ও জেরা গ্রহণ করে একই অধিবেশনে মামলা সমাপ্ত করে দ্রুত রায় প্রদান করা সম্ভব।

    সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সম্মুখে কোন অপরাধ সংঘটিত হলে তাতে মোবাইল কোর্ট আইনের মাধ্যমে সাজা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই ঘটনাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সম্মুখে ঘটতে হবে এবং আসামীকে স্বীকারোক্তি প্রদান করতে হবে। আসামীর স্বীকারোক্তি ব্যতীত মোবাইল কোর্ট কোন সাজা প্রদান করতে পারে না।

    এ ক্ষেত্রে সামারি ট্রয়ালের মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ সংঘটিত হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাক্ষীদের জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করে এবং কার্যকরীভাবে মামলা নিষ্পত্তি করতে পারেন। আসামী স্বীকারোক্তি না করলেও সংক্ষিপ্ত আদালত (সামারি ট্রায়ালে) সাজা প্রদান করা যায়। এক্ষেত্রে ঘটনাটি ম্যাজিস্ট্রেটের সামনে ঘটার কোন বাধ্যবাধকতাও নেই। ফলে একদিকে যেমন স্বল্পতম সময়ে ন্যায় বিচার করা সম্ভব হবে, অন্যদিকে আদালতের মামলা জট নিরসন হবে। এতে রাষ্ট্রের অর্থ সাশ্রয় হবে এবং জনগনের ভোগান্তি কমবে।

    জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সমিতির ১নং সদস্য অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী বলেন, সামারি ট্রায়ালের মাধ্যমে যেই বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে তা অতি প্রশংসনীয়। এতে করে যেমন অপরাধের বিচার অতি সহজে পাওয়া যাবে ঠিক তেমনি আদালতের মামলার জট এবং বিচারপ্রাথী জনগনের ভোগান্তি কমবে।

    এ ব্যাপারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ বলেন, গতকাল রবিবার সিজেএম স্যারের স্বাক্ষরিত সামারি ট্রায়াল পরিচালনার ক্ষমতা অর্পণের অফিস আদেশ চুড়ান্ত হওয়ায় আজ সোমবার থেকে কার্যক্রম শুরু হয়েছে।

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

  • মহেশপুর বিজিবির অ-ভিযানে ম-দ ও ফে-ন্সিডিল সহ অ-বৈধ অনুপ্রবেষে ১৮ বাংলাদেশি আ-টক

    মহেশপুর বিজিবির অ-ভিযানে ম-দ ও ফে-ন্সিডিল সহ অ-বৈধ অনুপ্রবেষে ১৮ বাংলাদেশি আ-টক

    শহিদুল ইসলাম
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

    ঝিনাইদহের মহেশপুর বডার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড মহেশপুর ৫৮ বিজিবি। আটকদের মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা সবাই নড়াইল, কক্সবাজার, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

    আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধীন বাঘাডাঙ্গা, খোশালপুর, বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
    অন্যদিকে, উথলী, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

    মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, ‘আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে।’

    মোঃ-শহিদুল ইসলাম
    মহেশপুর ঝিনাইদহ।।

  • শেখ হাসিনার বিরু-দ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মি-ছিল ও শো-ভাযাত্রা

    শেখ হাসিনার বিরু-দ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মি-ছিল ও শো-ভাযাত্রা

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় আদালতের রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পাইকগাছা বিএনপি। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ নভেম্বর বিকালে মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করে। উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, আবুল বাশার বাচ্চু, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, কিশোর মন্ডল ও সাদ্দাম হোসেন।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।