Category: দেশজুড়ে

  • ময়মনসিংহ নগরীতে ফুটপাত অবৈধ দখলমুক্ত করণে ম্যাজিস্ট্রেট মাসুদ রানার অভিযান

    ময়মনসিংহ নগরীতে ফুটপাত অবৈধ দখলমুক্ত করণে ম্যাজিস্ট্রেট মাসুদ রানার অভিযান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন।

    বুধবার (৭রা আগষ্ট)সকালে অবৈধ দখল উচ্ছেদে
    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নিয়মিত ও ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে চড়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা একাধিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফুটপাতে দোকান বসানো,মালামাল রাখা, নির্মাণ সামগ্রী রেখে নির্মাণ কাজ চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট আইনে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ফুটপাত ও রাস্তায় রাখা মালামাল সিটি করপোরেশনের ময়লার গাড়িতে নিয়ে গিয়ে ময়লাখানায় ফেলে দেয়ার নির্দেশ দেয়া হয়। এসময় দুই ট্রাক এরুপ মালামাল জব্দ করা হয় এবং রাস্তা ও ফুটপাতের উপর যা ছিল সব জব্দ করে নিস্পত্তি করা হয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসদু রানা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গত কয়েক মাসিক মিটিংয়ে শহরের ফুটপাত দখলের বিষয়টি ধারাবাহিক আলোচিত হয়ে আসছে। দখলের কারণে নগরীতে জন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাই অভিযান চালাতে হচ্ছে। প্রয়োজনে এ অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি। দ্রুতই দখল মুক্ত করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত না করা হলে অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পাশাপাশি প্রয়োজনে ফুটপাত ও রাস্তা বেদখলমুক্ত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

    অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, স্টোর কিপার (পেশকার) নাজমুল হক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • লালমনিরহাটে ৯কেজি গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার হেলাল

    লালমনিরহাটে ৯কেজি গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার হেলাল

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন সারপুকুর মৌজাস্থ স্বর্নামতি ব্রিজে এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ এক জনকে গ্রেফতার করেন।

    লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল, এএসআই/মোঃ মোফাজ্জল হোসেন, এএসআই আমিনুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের আদিতমারী থানাধীন সারপুকুর মৌজাস্থ স্বর্নামতি ব্রিজের ১০০ গজ পূর্বে লালমনিরহাট হইতে পাটগ্রামগামী হাইওয়ে রাস্তার উত্তর পার্শ্ব হইতে মোঃ হেলাল উদ্দিন (৩২), এর চালিত প্রাইভেট কার এর পিছনের ডালার ভিতরে লাল পলিথিনের উপর কসটেপ দারা প্যাঁচানো ও পাটের সুতলী দারা মোড়ানো অবস্থায় ০২ পোটলা মাদকদ্রব্য গাঁজা যাহার প্রতি পোটলায় ৪ কেজি ৫০০ গ্রাম করিয়া দুই পোটলায় মোট ৯(নয়) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ হেলাল উদ্দিন, কে হাতেনাতে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়।

    লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন সারপুকুর মৌজাস্থ স্বর্নামতি ব্রিজের ১০০ গজ পূর্বে লালমনিরহাট হইতে পাটগ্রামগামী হাইওয়ে রাস্তার উত্তর পার্শ্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯কেজি গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা বহনকারী প্রাইভেটকারসহ এক জনকে গ্রেফতার করেন।

    হাসমত উল্ল্যাহ।।

  • নবনিযুক্ত১১বিচারপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত

    নবনিযুক্ত১১বিচারপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত

    বি এম মনির হোসেন
    স্টাফ রিপোর্টারঃ-

    শুক্রবার ৫ আগস্ট ২০২২ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত এই ১১ বিচারপতি।

    নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- বিচারপতি শওকত আলী চৌধুরী, বিচারপতি মোঃ আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মোঃ আমিনুল ইসলাম, বিচারপতি মোঃ আলী রেজা, বিচারপতি মোঃ বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মোঃ বশির উল্লাহ, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান।

    এর আগে গত ৩১ জুলাই এই ১১ জন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরে ওই দিনই তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

  • ফুলবাড়িয়ায় কেরোসিন ও অকটেন মওজুদের দায়ে তিন ব্যবসায়ীর জরিমানা

    ফুলবাড়িয়ায় কেরোসিন ও অকটেন মওজুদের দায়ে তিন ব্যবসায়ীর জরিমানা

    মো. সেলিম মিয়া, ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে কেরোসিন ও অকটেন মওজুদ করার দায়ে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও ডিজেল ১২ হাজার লিটার ও পেট্রোল ৩ হাজার লিটার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকালে উপজেলার কেশরগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্যাট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এ অভিযান পরিচালনা করেন।
    আদালত সূত্রে জানা যায়, দেশের বাজারে হঠাৎ জ¦ালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অবৈধ মজুদদাররা বেপরোয়া হয়ে উঠে। উপজেলার কেশরগঞ্জ বাজারে তিন ব্যবসায়ী অবৈধভাবে জ¦ালানী তেল মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে ঐ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল করিম। জরিমানাকৃতরা হলেন ইসমাইল, আলী হোসেন, ওমর ফারুক।
    আদালতের নির্বাহি ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল করিম জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪, ৮ ধারা ভংগের জন্য তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ডিজেল আনুমানিক ১১-১২ হাজার লিটার ও পেট্রোল আনুমানিক ৩ হাজার লিটার মজুদ অবস্থায় পাওয়া গেছে। পেট্রোলিয়াম জাতীয় কোন লাইসেন্স তাদের ছিল না।

  • পুঠিয়া সাংবাদিক সমাজের লিটন সভাপতি ও রেজা সাধারণ সম্পাদক

    পুঠিয়া সাংবাদিক সমাজের লিটন সভাপতি ও রেজা সাধারণ সম্পাদক

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ

    পুঠিয়া সাংবাদিক সমাজের শেখ রেজাউল ইসলাম লিটন সভাপতি ও কে এম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার বিকালে পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সাভায় সাংবাদিক সমাজের সভাপতি শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে পুনরায় দৈনিক ইনকিলাবের পুঠিয়া সংবাদদাতা, দৈনিক বার্তার পুঠিয়া প্রতিনিধি ও অনলাই প্রত্রিকা বার্তা বিডি ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার শেখ রেজাউল ইসলাম লিটনকে সভাপতি ও দৈনিক যুগান্তরের পুঠিয়া প্রতিনিধি কে এম রেজাকে সাধারণ সম্পাদক করে আগামি তিন বছরের ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অনলাইন পত্রিকা সিডনি নিউজ ২৪ ডটকম ও ফাইনালশিয়াল পোস্টের পুঠিয়া প্রতিনিধি সাজেদুর রহমান জাহিদ, সহ-সভাপতি দৈনিক সানশাই ও বাংলাদেশ টুডের পুঠিয়া প্রতিনিধি মেহেদী হাসান, যুগ্নসম্পাদক নিজস্ব প্রতিবেদক দৈনিক সোনার দেশের তারেক মাহামুদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানব কণ্ঠ ও ডেইলি ইন্ডাস্ট্রির পুঠিয়া প্রতিনিধি মনিরুজ্জামান, অর্থ সম্পাদক দৈনিক ভোরের ডাকের পুঠিয়া প্রতিনিধি মফিজুল ইসলাম ডলার, দপ্তর সম্পাদক অনলাইন পত্রিকা তরঙ্গ নিউজ ২৪ ডটকমের পুঠিয়া প্রতিনিধি এস, এম হাসানুল ইসলাম, নির্বাহী সদস্য বিশেষ প্রতিনিধি দৈনিক প্রতিদিনের সংবাদের এ, এইচ, এম তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য বিশেষ প্রতিনিধি ফাইনালসিয়াল পোস্টের এস, এম শামসুজ্জোহা, নির্বাহী সদস্য দৈনিক আমাদের সময়ের ইফনুস আহম্মেদ শিশির, নির্বাহী সদস্য দৈনিক গণধ্বনি প্রতিদিনের এস,এম আব্দুর রহমন, সদস্য দৈনিক আমার সংবাদের মাজেদুর রহমান মাজদার ও সদস্য দৈনিক আমাদের রাজশাহীর পুঠিয়া প্রতিনিধি মারসিফুল ইসলাম সুইট।

    মাজেদুর রহমান (মাজদার) পুঠিয়া রাজশাহী।

  • মুরাদনগরে মালচিং পদ্ধতিতে বারমাসি কানিয়া তরমুজ চাষে সফল কৃষক সামসু

    মুরাদনগরে মালচিং পদ্ধতিতে বারমাসি কানিয়া তরমুজ চাষে সফল কৃষক সামসু

    কুমিল্লা সংবাদদাতা,মোঃতরিকুল ইসলাম তরুন,

    মালচিং পদ্ধতি ব্যবহার করে বারোমাসি ফল কানিয়া জাতের তরমুজ চাষে সফল হয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ভুবনঘরের সামসুল হক নামে এক কৃষক।
    উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় ১ বিঘা কৃষি জমিতে তরমুজ চাষ করেন এবছর। এই তরমুজ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
    স্বাদেও বেশ মিষ্টি ভিতরের রং হলদে। মালচিং পদ্ধতি ব্যবহার করে এই তরমুজের ক্ষেত দেখতে প্রতিদিনই ভীড় করছেন অসংখ্য আশপাশের এলাকার কৃষক ও উৎসুক লোকজন। এছাড়াও তিনি ইতিপূর্বে ব্রকলি, স্কোয়াশ, রকমেলন, গোল্ডেন ক্রাউন (হলুদ তরমুজ), সাম্মাম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন।
    তিনি মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ও ভূবনঘর মর্ডান এগ্রোফার্ম এর স্বতাধিকারি কৃষক সামসুল হক সামসু।
    স্থানীয় জনগন ও সামসুল হকের সাথে কথা বলে জানাযায়
    দুটি ভাগে ভাগ করে তরমুজের চারা লাগনো আছে। পুরো জমিতে বাশের খুঁটির ওপরে জাল বিছিয়ে মাচা তেরি করা হয়েছে। এতে তরমুজগাছের লতা বেড়ে উঠেছে। পুরো মাচা গাছে ছেয়ে আছে। মাচার মধ্যে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে বিভিন্ন রঙের ও বিভিন্ন সাইজের বাহারি তরমুজ। চাষি সামসু একটি একটি করে তরমুজ কাটছেন, আর ঝুড়িতে তুলছেন। প্রতি কেজি তরমুজ বিক্রি করছেন পাইকারী ৭০/৮০ টাকা। খুচরা ও পাইকারি ক্রেতারা খেত থেকে তরমুজ কিনে নিচ্ছেন।
    জেলার দেবিদ্বার উপজেলার পৌরএলাকা থেকে আসা পাইকারি ক্রেতা ময়নাল বলেন, ‘খবর পেয়ে এসেছি। জমিতে বিভিন্ন আকারের তরমুজের বাম্পার ফলন, তবে দামে ভিন্নতা আছে। প্রতিটি তরমুজের ওজন তিন থেকে চার কেজি। কেজি ৭০থেকে ৮০ টাকা দরে কিনেছি। এগুলো ৯০ থেকে ১২০ টাকা দরে কেজি বিক্রি করতে পারবো বলে আশা করছি।’
    কৃষক মামসুল হক জানান, বেশ কয়েক বছর ধরে ঝিঙ্গা, লাউ, মূলা, টমেটো, ব্রকলি, বাধাঁ কপি ও ফুল কপিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছি। গত বছর ব্রকলি, স্কোয়াশ, হলুদ তরমুজ, রকমেলন, মরুর দেশের ফল সাম্মাম ও বারমাসি তরমুজ চাষ করেও ভালো সফলতা পেয়েছি। এবারসহ ৩ বছর থেকে আমি কানিয়া, ম্যাজিক বয় ও হানিডিও জাতের তরমুজ চাষ করছি। প্রথম বছর লোকসান হলেও পরবর্তী বছর থেকে খুবই লাভ হচ্ছে। ‘ইউটিউবে দেখে আমি তরমুজ চাষে আগ্রহী হই। এরপর বীজ সংগ্রহ করে এক বিঘা ধানি জমি তরমুজ চাষের জন্য প্রস্তুত করি। পরে তরমুজের বীজ বপন করি। তরমুজের চারা বড় হলে সেগুলো বাঁশ দিয়ে তৈরি মাচায় ছড়ানো হয়। এরপর প্রথমে ফুল আসে। পরে ক্রমান্বয়ে বেরিয়ে আসে সবুজ, হলুদ ও কালো রঙের তরমুজ। দুই মাসের মধ্যে তরমুজ পরিপক্ব হয়। ১ বিঘা জমিতে তার খরচ হয় ৫০ হাজার টাকা। এখন প্রর্যন্ত তিনি বিক্রি করেছেন দেড় লক্ষ টাকা।
    মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ জানান, সামসুল হক সামসু এই উপজেলার একমাত্র কৃষক প্রথম কানিয়া, ম্যাজিক বয় ও হানিডিও প্রজাতির তরমুজ চাষ করছেন। কানিয়া জাতের তরমুজের চাষ বারো মাস হয়ে থাকে। প্রাকৃতিক উপায়ে পোকা দমন প্রক্রিয়াসহ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করা হয়েছে। কৃষক সামসুল হকের পরিশ্রমে তরমুজ চাষ করে ভালো ফলন পাওয়া গেছে। আশা করি কৃষক সামসুর হককে দেখে অন্যকৃষকরাও এ সবজি চাষে ঝুঁকবে। ফলন দেখে ভালো লাগছে। কম সময়ে তরমুজ চাষে কৃষকরা ভালো লাভ করতে পারবেন। তাই এই প্রজাতির তরমুজ চাষ সমপ্রসারণের জন্য কৃষকদের উৎসাহিত করা হবে এবং কোন কৃষক আগ্রহী হয়ে এ ধরনের উদ্যেগ নিতে চান তাহলে তাকে মুরাদনগর উপজেলা কৃষি অফিস সব ধরনের কারিগরী সহযোগীতা ও পরামর্শ দেওয়া হবে।

  • ক্ষেতলাল বড়তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

    ক্ষেতলাল বড়তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: জয়পুরহাট ক্ষেতলাল বড়তারা ইউনিয়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বড়তারা ইউনিয়ন তথ্য ফরম সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয় রবিবার বিকেল ৫:২০ মিনিটৈ।
    ক্ষেতলাল বড়তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোনীত হলেন। জনাব মোঃ ছানোয়ার হোসেন।
    বড়তারা ইউনিয়ন সদস্য সচিব হিসেবে মনোনীত হলেন।
    মোঃ ফিরোজ হোসেন।
    সেখানে উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি: মোঃ আলমগীর হোসেন।
    প্রধান বক্তা:এস এম শামস মতিন।
    বিশেষ বক্তা: মোঃ তৈয়বুর রেজা।
    বিশেষ বক্তা: মোঃ মুমিন খন্দকার।
    সভাপতিত্বে: মেহেদী আশিক পার্থ।
    সঞ্চালনায়: ওয়াহেদুল ইসলাম বাবু ও সহ মোঃ লুৎফর রহমান।
    বিশেষ অতিথি: আব্দুল নুর তুষার।
    ও মোঃ আতিকুর রহমান রানা তালুকদার বক্তব্য রাখেন আরো জেলা, উপজেলা,থানা সহ ইউনিয়নের নেতা কর্মীরা

  • রংপুরে শুরু হলো সংবাদকর্মীদের শেল্টারহোম

    রংপুরে শুরু হলো সংবাদকর্মীদের শেল্টারহোম

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
    খবর বিজ্ঞপ্তি: মামলা-মামলার শিকার রংপুর বিভাগের সংবাদকর্মীদের জন্য রংপুরে জার্নালিস্ট শেল্টারহোম চালু করলো রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, রংপুর জেলা শাখা।

    শনিবার সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাব সম্মেলন কক্ষে ত্রয়োদশ সপ্তাহের সেরা রিপোর্ট পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন দুই সংগঠনের সভাপতি হালিম আনসারী ও তৌহিদুল ইসলাম বাবলা।

    পরে ১৩তম সপ্তাহে দৈনিক দেশবাংলার ইকবাল সুমনের দ্রব্যমূল্য নিয়ে একটি এবং দৈনিক দাবানলের আহসান হাবীব মিলনের সমাজসেবার টাকা পাওয়া যায় রোগীর মৃত্যুর পর শীর্ষক আরেকটি প্রতিবেদন সপ্তাহের সেরা রিপোর্ট হিসাবে নির্বাচিত করেন জুরিবোর্ড।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ রিপোর্টের জন্য ইকবাল সুমন ও আহসান হাবীব মিলনের হাতে ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিভূতিভূষণ সরকার।

    সপ্তাহের সেরা রিপোর্ট প্রতিযোগীতাকে আরও কার্যকর করতে এখন থেকে স্থানীয় সকল দৈনিক পত্রিকা মনিটরিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়।

    অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে মতামত তুলে ধরেন জুরিবোর্ডের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক নূরুজ্জামান আহমেদ, রতন সরকার, শাহ বায়েজীদ আহমেদ, সাংবাদিক জিএম জয়, জাকির হুসেইন, মিজানুর রহমান বিপ্লব, আমিরুল ইসলাম, শরীফা বেগম শিউলী, হাসান আল সাকিব, জামাল মন্ডল, বর্ণালী জামান প্রমূখ।

    পেশাগত মানোন্নয়ন ও নির্যাতিত সংবাদকর্মীদের পাশে থাকতে রিপোর্টার্স ক্লাব রংপুর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, রংপুর জেলা শাখা যৌথভাবে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সংবাদকর্মীদের সম্মান ও মর্যাদাবৃদ্ধিতে সম্ভব সবকিছু করার দৃঢ়প্রত্যয়ে নিয়মিত কাজ করছে সংগঠন দুটি।

    রংপুরে সাংবাদিকদের জন্য এমন একটি উদ্যোগ গ্রহন করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পর্যায়ক্রমে দেশের অন্যসব বিভাগগুলোতে সাংবাদিকদের স্বার্থে এমন উদ্যোগ নিতে পারেন বলে মতপ্রকাশ করেন তিনি।

  • তেতুলিয়া ৩ কাঠ ফার্নিচার ব্যবসায়ীকে  অর্থদন্ড প্রদান

    তেতুলিয়া ৩ কাঠ ফার্নিচার ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

    তেঁতুলিয়ায় চৌরাস্তা মহাসড়কে উপর অবৈধ ভাবে মালামাল রাখার দায়ে

    ৩ জন ফার্নিচার কাঠ ব্যবসাহী
    জরিমানা করা হয়েছে।

    শনিবার (৬ আগস্ট) তেঁতুলিয়া চৌরাস্তা বাজার মনিটরিংকালে মহাসড়কের উপর অবৈধভাবে মালামাল রাখার দায়ে হাইওয়ে এ্যাক্ট, ১৯২৫ এর মহাসড়ক (নিরাপত্তা, সংরক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০১ অনুযায়ী তিন জন কাঠ ব্যবসায়ীকে মোট ১৫ হাজার অর্থদন্ড প্রদান করেছে
    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
    এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান ও স্থানীয় তেঁতুলিয়া ৩নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব মাসুদ করিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
    বাজার মনিটরিংকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে মহাসড়কের উপর যত্রতত্র গড়ে উঠা অস্থায়ী দোকান পাট সমূহ যথাস্থানে স্থানান্তরের জন্য নির্দেশনা প্রদান করা হয়। অপরদিকে আজ বিকালে ভজনপুর, বুড়াবুড়ি ও কালান্দিগঞ্জ বাজার মনিটরিংকালে ভোজ্য তেল, চিনি, পেয়াজ, রসুনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর বাজার মূল্য পর্যবেক্ষণ করা হয় এবং দোকানদারদেকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

  • রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা প্রদান পঞ্চগড়ে

    রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা প্রদান পঞ্চগড়ে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    ফরেন রেমিটেন্স গ্রাহক সম্মেলনের মাধ্যমে রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়েছে। দুপুরে সোনালী ব্যাংক পঞ্চগড় শাখা ব্যাংক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হাশমত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার ম্যানেজার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম মতিয়ার রহমানসহ বিভিন্ন শাখার প্রধানগণ, পঞ্চগড় জেলা থেকে বিভিন্ন দেশে অবস্থানরত রেমিটেন্স পাঠানো ৫০ জন প্রবাসী যোদ্ধা ও পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রেজাউল করিম জানান, গত অর্থ বছরে এই শাখায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা রেমিটেন্স এসেছে। সভা শেষে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো রেমিট্যান্স যোদ্ধা তাজিজুল ইসলামের পক্ষে নুর ইসলাম, খাদিজা সরকার লাকি’র পক্ষে সিরাজুল ইসলাম সুজন এবং নিউর্য়ক প্রবাসী ফজলে রাব্বি ও তার পরিবারের সদস্য আনোয়ার হোসেনের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।এর আগে জেলা শহরের হাজী ছফিরউদ্দীন আহম্মদ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফিসহ বিভিন্ন চার্জ আদায় কার্যক্রমের জন্য প্রতিষ্ঠান প্রধানদের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে ব্যাংক কর্তৃপক্ষ। এসময় হাজী ছফিরউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরন নাহার ও পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। ব্যাংক কতৃপক্ষ জানায় এই চুক্তির মাধ্যমে ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠান ফ্রি ফি কালেকশন সফটওয়্যার, ফ্রি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, মাত্র ৫ টাকা সার্ভিস চার্জে যে কোন পরিমান ফি পরিশোধ, বিকাশ রকেট’র মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা , যে কোন ব্যাংকের কার্ড ব্যাবহার করে ফি পরিশোধ সুুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা এবং ডাটাবেজ মেইন্টেনেন্স খরচ ব্যাংক কর্তৃপক্ষ বহন করবে।প্রধান অতিথির বক্তব্যে হাশমত আলী জানান এই চুক্তির মাধ্যমে ওই দুটি প্রতিষ্ঠানের সকল ফি ব্যাংকের মাধ্যমে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সম্পন্ন হবে বলে জানান ব্যাংক কতৃপক্ষ। এর ফলে স্কুল কতৃপক্ষের ডাটা এন্ট্রির ঝামেলা থেকে মুক্তি পাবে শিক্ষা প্রতিষ্ঠান। চুক্তিপত্রের পর শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি হলে আগামি এক মাসের মধ্যে ছাত্র ছাত্রীদের লেনদেন সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে চালু হবে।