January 15, 2025, 1:05 pm
মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে : মালদ্বীপ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের জন্মদিন উপলক্ষে দলীয় নেতা কর্মীদের এবং মালদ্বীপ প্রবাসীদের ভালোবাসায় ও জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন।
মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় মিলোমিল রেস্টুরেন্টে মালদ্বীপ বিএনপির আয়োজনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ খলিলুর রহমান।
কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শুরুতেই মদিনা জামাত মালদ্বীপ শাখার আহবায়ক মোঃ আল আমিন এর পবিত্র কোরআন তেলাওয়াত শেষে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহ বিএনপির সকল নেতা কর্মীদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, মো. আলতাব হোসেন, মোহাম্মদ আলমগীর মজুমদার, মোহাম্মদ এরশাদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শরিফুল ইসলাম, মো. রবিউল আলম, ইয়াসিন মজুমদার সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী , মোহাম্মদ করিম মো. আব্দুর রহিম,মোঃ পিয়াস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, মোহাম্মদ আলী, মো. শরিফ, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ মামুন, স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার প্রস্তাবিত সভাপতি মোঃ মাসুম মুন্না। মালদ্বীপ শাখার যুবদল নেতা মোহাম্মদ আরিফ হোসেন, মোঃ মান্নান, হাজী মোঃ আলামিন, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, জাতীয়তাবাদের আদর্শের শত শত নেতাকর্মী কেক কেটে মালদ্বীপ প্রবাসীদের প্রিয় নেতা সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমানের জন্মদিন উদযাপন করেন। পরে নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়