December 6, 2024, 10:44 pm
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
দীর্ঘ ২৫ বছর পর ঝিনাইদহ সদর ও পৌরসভায় আজ শনিবার আওয়ামী যুবলীগের ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সকাল ১০ থেকে ঝিনাইদহ শিল্প কলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি। এছছাড়া জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি ননবী নেওয়াজ, কেন্দ্রীয় নেতা সুব্রত পাল ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি উপস্থিত থাকবেন। এদিকে এই সম্মেলন কে ঘিরে ঝিনাইদহে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে প্রাণ-চাঞ্চলতা ফিরে এসেছে। শহরজুড়ে মিছিলি মিটিং আর চায়ের আড্ডায় কারা নেতৃত্বে আসছে এই নিয়ে চলছে আলোচনা। আওয়ামী লীগের একাধিক গ্রæপ সন্ধ্যা হলেই প্রার্থীদের পক্ষে মিছিল করে শহর সরগরম করে রাখছে। এ নিয়ে নেতা কর্মীদের মাঝে প্রতিযোগীতাও বিরাজ করছে। সদর এবং পৌর সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭৯ জন যুবনেতা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। সর্বশেষ ১৯৯৮ সালে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন হয়। সর্বশেষ সম্মেলনে উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক পদে আলমগীর বাশার এবং পৌর কমিটিতে জকি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তৌহিদ দায়িত্ব পালন করেন। এরপর আর কোন সম্মেলন হয়নি। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সভাপতি পদে ১০জন ও সাধারণ সম্পাদক পদে ২৩ জন তাদের সিভি জমা দিয়েছেন। এছাড়া সদর পৌরসভায় সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৩৫ জন। তবে সবচে আশ্চর্য্য বিষয় হচ্ছে ১৯৯৮ সালে ঝিনাইদহ সদর ও পৌরসভা কমিটিতে যুবলীগের।
ঝিনাইদহ
আতিকুর রহমান