July 5, 2025, 5:42 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক, দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারাম্যান মৃত্যু মহিউদ্দীন বিশ্বাসের বড় ছেলে মোঃ নাসিরুদ্দীন বাবু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মতিয়ার রহমান বলেন, গত ১৭ জুন বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন পেয়েছি। আজকে ১ জুলাই কমিটির প্রথম মিটিং করলাম। বিগত সাড়ে ১৫ বছর বিদ্যালয়ের তেমন কোন উন্নয়ন হয় নি। বিদ্যালয়ের প্রায় ১ হাজার ছাত্রছাত্রী। শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ, আসবাবপত্রসহ বিভিন্ন সমস্যায় পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতিবছর পাবলিক পরীক্ষায় ফলাফল ভাল হয়। অথচ আমাদের বিদ্যালয়টি উন্নয়ন বৈষম্যের স্বীকার। এ নবগঠিত কমিটির সদস্যের নিয়ে বিদ্যালয়ের উন্নয়নের চেষ্টা করব ইনসাল্লাহ।
বিদ্যালয়ের নবগঠিত কমিটির কমিটির শিক্ষক প্রতিনিধি ইংরেজি বিষয়ের শিক্ষক মোসাঃ বদরুন্নেসা বিউটি বলেন, বিদ্যালয়টি সব সময় উন্নয়ন বৈষম্যের স্বীকার হয়েছে।
উন্নত মানসম্মত, আধুনিক পদ্ধতিতে পাঠদান করতে হলে অবশ্যই অবকাঠামোগত উন্নয়ন জরুরী। নানাবিধ সমস্যার জন্য পাঠদান কিছু টা ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের নবগঠিত কমিটির অভিভাবক সদস্য আজিজার রহমান বলেন, সত্যি কথা বলতে কি বিগত সাড়ে ১৫ বছরে একাধিকবার এমপি ফারুক চৌধুরী বিদ্যালয়ে এসে হাজার হাজার শিক্ষাথীদের উপস্থিতিতে ভবনের নির্মান করে দেয়ার ঘোষনা করলেও বাস্তবে কথা রাখেন নি। বিদ্যালয়ের এক হাজারেরও বেশী ছাত্রছাত্রী, পাবলিক পরীক্ষার ফলাফলও ভাল শ্রেণীকক্ষ, চেয়ার, বেঞ্চ, টেবিলসহ আসবাবপত্রের বড় সমস্যা। জরুরি ভিক্তিতে বিদ্যালয়ের উন্নয়ন করা প্রয়োজন।
প্রকৌশলী শরিফ বলেছেন, ইনশাল্লাহ আশা করি আপনার গতিশীল নেতৃত্বে রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় এর আমুল পরিবর্তন হবে ইনশাল্লাহ।
নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাসিরুদ্দিন বাবু বলেন, এই বিদ্যালয়ে আমার কৈশোর কেটেছে। বছর কয়েক চাকরিও করেছি। আজ দেখলাম গত ১৭ বছরে কোন উন্নতির ছাপ ও নেই। কিন্তু এবার মেরামতের দায়িত্ব পেয়েছি। আল্লাহ পাক সুযোগ দিলে কিছু যে, করা যায়। সেটাই এবার করে দেখাবো আমার জন্য দু’আ করবেন। শিক্ষার মান একেবারেই শূন্যের কোঠায়। অভিভাবকদের সাথে অচিরেই মত বিনিময়ের মাধ্যমে, ভালো শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করা হবে, ইনশাআল্লাহ।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।