July 5, 2025, 7:03 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গোদাগাড়ীর ঘনশ্যামপুর গ্রামে বহুমুখী ইসলামী পাঠাগার ও গবেষণা কেন্দ্র উদ্বোধন সাবেক ছাত্রনেতাদের নিয়ে ময়মনসিংহ মহানগরী জামায়াতের প্রীতি মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চর শীরকলদী সাহেবীয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হলেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স শার্শায় গোগা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত   রাজবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলেন শাহ্ নাজিম উদ্দিন তেঁতুলিয়ায় সরকারি ধান সংগ্রহে অ-নিয়ম, এলএসডি কর্মকর্তার অসহযোগিতায় আ-টকে আছে বার্ষিক প্রতিবেদন ফুলবাড়ীয়ায় যৌ-ন উ-ত্তেজক ট্যাবলেটসহ আ-টক এক মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির অনুমোদন রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৫ হাজার রোগী পাইকগাছায় বর্ষাকালে নিরাপদ সবজি উৎপাদনে মাচায় সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে
মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই- ইউএনও মাসুদ রানা

মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই- ইউএনও মাসুদ রানা

আরিফ রববানী ময়মনসিংহ।।
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আর খেলাধুলার মাধ্যমেই মেধার বিকাশ ঘটানো সম্ভব। শিক্ষার্থীদের মেধাবী হিসাবে গরতে পারলেই শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব।তিনি বলেন- শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে খেলাধুলার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে এবং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হবে।

সোমবার (১জুলাই) সকালে তিনি উপজেলার
খয়ের উদ্দিন মাদ্রাসায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে লেখাপড়ায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট, ক্যারাম বোর্ড বিতরণকালে শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্য এসব কথা বলেন।

এসময় তিনি বলেন-খয়ের উদ্দিন মাদ্রাসায় লেখাপড়ার মান অত্যন্ত সন্তোষজক জেনে আমি অত্যন্ত আনন্দিত। এজন্যে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। তিনি আরো বলেন, এ মাদ্রাসার অবকাঠামোসহ সকল প্রকার উন্নয়ন কাজ অচিরেই করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য দোয়া করবেন। তিনি এ দেশকে স্বাস্থ্য, শিক্ষা,অন্ন,বস্ত্র,বাসস্থানসহ সকল ক্ষেত্রে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।

ইউএনও মাসুদ রানা আরো বলেন, উন্নত জাতি গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নের বর্তমান সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ইভটিজারদের হুশিয়ার করে দিয়ে বলেন, সরকার ইভটিজারদের বিরুদ্ধে ১৪ বছরের কারাদণ্ডের বিধান রেখেছে। রাস্তাঘাটে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা যাবে না। এদিন মাদ্রাসায় ইউএনও’র আগমনে শুরুতেই মাদ্রাসার পক্ষ থেকে তাকে লালগালিচার শুভেচ্ছা জানিয়ে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট, ক্যারাম বোর্ডসহ বিভিন্ন খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, এবং দায়িত্ববোধ খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা বাড়ায় এবং তাদের মধ্যে সহযোগিতা ও নেতৃত্ব দেওয়ার গুণাবলী তৈরি করে এতে শিক্ষার মানোন্নয়নে সহায়তা করে। বকশিগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগের প্রশংসা করছেন অভিভাবকরা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD