December 26, 2024, 11:26 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের উদ্দ্যোগে আয়োজিত জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম- সেবা’র বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট( রবিবার) বিকেল ৪ ঘটিকার সময় ক্ষেতলাল থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে থানা পুলিশের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী এর সভাপতিত্বে ও এসআই মাহে আলম এর সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম-সেবা।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোসফেকুর রহমান, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, নবনির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহ সভাপতি স্বপন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার বুলু, আব্দুল হান্নান মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জিন্নাতুন নেছা বাদল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানগণ, নব নির্বাচিত পৌর কাউন্সিলরগণ, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ, থানা পুলিশের সদস্যবৃন্দ ও উপস্থিত জনতা।
আলোচনা সভা শেষে, থানা পুলিশ, ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক মহল এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় সদ্য বিদায়ী জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম সেবা’কে।