আরব-আমিরাতের ফুজাইরাহ বন্যার পানিতে তলিয়ে এক বাংলাদেশির মৃত্যু

মোঃ রিফাত ইসলাম,
স্টাফ রিপোর্টার, আরব-আমিরাত,,

সংযুক্ত আরব আমিরাত ফুজাইরাহ পূর্বাঞ্চল আল হেইল সানাইয়াতে গত ২৭/৭/২০২২ আকস্মিক বন্যার পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু বরণ কারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এস এম সাজ্জাদ হোসেন এর প্রথম জানাজা দুবাই সোনাপুর হাসপাতালে সম্পন্ন হয়ে গত রাত ১২.১৫ মিনিটে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে করে মাতৃভূমির উদ্দেশ্য কফিন পাঠানো হয়েছে।

মরহুম এস এম সাজ্জাদ এর জানাজায় ঈমামতির দায়িত্ব পালন করেন ফুজাইরাহ আল হেইল এর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওবাইদ উল্লাহ সাহেব। জানাজায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এম জাহেদ হাছান – মরহুমের ভাই মোরশেদ বিশিষ্ট ব্যবসায়ী শের আলী সাহেব জুবায়ের. হারুন. আবছার প্রমুখ।

মরহুমের লাশ দেশে পাঠাতে সার্বিক সহোযোগিতা ও মনিটরিং করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই এর মান্যবর কনসোল জেনারেল বি এম জামাল হোসেন সাহেব, লেবার কাউন্সিলার মেডাম ফাতেমা জাহান, প্রথম সচিব জনাব ফকির মোহাম্মদ মনোয়ার সাহেব সহ বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ পূর্বাঞ্চলের সকল নেতৃবৃন্দ।

মরহুম এস এম সাজ্জাদ এর মরদেহ মাতৃভূমি বাংলাদেশে পাঠাতে নিরলস ভাবে কাজ করেছেন কমিউনিটি নেতা এম জাহেদ হাছান, মোহাম্মদ ওবাইদ উল্লাহ – হাছান মোরাদ – জুবায়ের ইন্ডিয়ান – ফরিদ – নূরুল ইসলাম প্রমুখ।

মরহুম এস এম সাজ্জাদ এর হৃদয় বিদারক মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাত গভীর ভাবে শোকাহত। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই বোনদের পক্ষ থেকে মরহুমের রুহে মাগফেরাত কামনা করছি এবং পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মরহুম এস এম সাজ্জাদ হোসেনকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করুন আমিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *