October 30, 2024, 12:29 am
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজের ছেলের নামে আদালতে পিতার মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া চৌধুরী বাজার গ্রামের সফিউল ইসলাম প্রতিহিংসা ও আক্রোশের বশবর্তী হয়ে নিজের ছেলে রইছুল ইসলামের বিরুদ্ধে আদালতে বাড়ি-ঘর ভাংচুর ও মারামারির মিথ্যা মামলা দায়ের করেছে। অথচ স্থানীয়রা জানান, পিতা সফিকুল ইসলাম প্রায়শই ছেলে রইছুলের গাছ কর্তন, খড়ের (পলের) ঢিবিতে অগ্নিসংযোগ, ঘরের দরজায় তালা লাগানোসহ বিভিন্ন ধরনের অত্যাচার করে আসছে। এছাড়া মসজিদের মুয়াজ্জিন সফিকুল ইসলাম তার ৪ ছেলের মধ্যে বড় ছেলে রফিকুল ইসলাম ও ৩য় ছেলে রইছুল ইসলামকে সম্পূর্ণভাবে জমিজমা থেকে বঞ্চিত করে। সমস্ত সম্পত্তি তার স্ত্রী কছিরন বেগমকে ২৪ শতক, ২য় ছেলে আব্দুর রশিদের নামে ২৭ শতক, সব ছোট ছেলে আব্দুর রাজ্জাকের নামে ২৫ শতক ও মেয়ে সাহেরা বেগমের নামে ৫ শতক জমি দলিল করে দিয়ে পারবারিক কোন্দলের বীজ বপন করে। সেই সাথে রাজ্জাক ও রইছুল ১৪ লক্ষ টাকা ব্যয়ে যৌথভাবে বিল্ডিং ঘর নির্মান করলেও ওই ঘর থেলে রইছুলকে উৎখাত করে অন্য ছেলেকে ঢুকানোর পায়তারা করছেন। এব্যাপারে সফিকুল ইসলামের আপন ভাই আজিজার রহমান সুপারের সাথে কথা হলে তিনি বলেন, রইছুলের নামে করা মামলা টি সম্পূর্ণ রুপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি তার জাকজকম প্রমাণ।
উল্লেখ্য-এর আগেও পিতা সফিউল ইসলাম ছেলে রইছুলের নামে থানায় অভিযোগ করলে তা মিথ্যা প্রমাণিত হয়।