January 2, 2025, 5:40 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার আমতলীতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘর সহ ৯টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।
বুধবার (৬ জুলাই) সকালে উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারে এ ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।
স্থানীয়রা জানান, সকাল নয়টার দিকে আমড়াগাছিয়া বাজারে একটি তেলের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্তেই পাশ্ববর্তী চালের গুদামে ছড়িয়ে পরে। এতে তেল ও চালের গুদামের মালামালসহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে আমতলী, পটুয়াখালী ও কলাপাড়ার ফায়ার সার্ভিস ষ্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সান্টু বলেন, অগ্নিকান্ডে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। আমার তেলের গুদামের সব পুরে ছাই হয়ে গেছে। আমার প্রায় এক কোটি টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রাজীব হোসেন বলেন, আমার সব পুরে নিস্ব হয়ে গেছি। আমার লক্ষ লক্ষ টাকার কিস্তি কিভাবে দিমু। আমার সংসার আমি কিভাবে চালামু।
ক্ষতিগ্রস্থ চালের দোকানদার লিটন হোসেন বলেন, আমার সব পুঁজি দিয়ে আমি দোকান দিয়েছি। এখন কি খামু, কিভাবে চলমু?
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত সাপেক্ষে জানা যাবে কেন আগুন লেগেছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আবদুল্লাহ বিন রশিদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, এবছরের ৩ ফেব্রুয়ারি রাতে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় অগ্নিকাণ্ডে ৮টি দোকান, ২৯ এপ্রিল দুপুরে নতুন বাজার বটতলায় ৫টি দোকান এবং ২৯ মে রাতে কুকুয়া বাজারে ২টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায়।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি।।