Blog

  • পঞ্চগড়ে আবারও কঙ্কাল চুরি

    পঞ্চগড়ে আবারও কঙ্কাল চুরি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    গত রাতে দুবৃত্তরা কবরস্থানের কবর হতে কঙ্কালগুলো নিয়ে যায়। তবে ঘটনাস্থলে চোরদের পরনের কিছু কাপড় পাওয়া গেছে। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের ধারণা, কবর খুড়ে কঙ্কাল চুরির পর কবরস্থান লাগোয়া জলাশয়ে গোসল করে পুরনো কাপর ফেলে রেখে পরিষ্কার কাপর পরে কঙ্কালগুলো নিয়ে চলে গেছে তারা।

    মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা দেখতে পান, ঝলঝলি কবরস্থানের বিভিন্ন কবরের পাশে কুকুর চলাফেরা করছে। পরে বেশ কিছু কুকুর দেখে কবরস্থানে ছুটে যায় এলাকাবাসী। এসময় কয়েকটি কবরের মাটি ও বাঁশ এলোমেলো অবস্থায় দেখতে পায় তারা। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন এলাকায়। খবর পেয়ে আত্মীয় স্বজনেরা তাদের মৃত স্বজনদের কবরগুলো পরীক্ষা করে দেখে এর মধ্যে ১২টি কবর ফাঁকা।

    কঙ্কাল চুর হওয়া কবরগুলোর মধ্যে একটি মুক্তিযোদ্ধা সোলেমান আলীর। পরে ফাঁকা থাকা কবরগুলোতে মৃতের স্বজনেরা মাটিচাপা দিয়ে দেন।

    রাতে কঙ্কাল চোরেরা তাদের ব্যবহৃত পরনের কাপড় কবরের পাশে ফেলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।

    আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মসফিকুল আলম হালিম জানালেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি জিডি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানালেন তিনি।

  • সাতক্ষীরায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু ১৮ সেপ্টেম্বর

    সাতক্ষীরায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু ১৮ সেপ্টেম্বর

    মো: আজিজুল ইসলাম(ইমরান)
    সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা আগামী রোববার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। মনসা পূজার মধ্য দিয়ে শুরু হয়ে প্রাচীন লোকজ সংস্কৃতি মেলা মেলা চলবে দুই সপ্তাহ।
    মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা ২০২২ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।
    সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার, সাতক্ষীরা পৌরসভা প্যানেল মেয়ের কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোম নাথ ব্যানার্জি, পৌর কাউন্সিলর নমিতা রাণী, রাবেয়া পারভীন, বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য এ মেলা সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে এ বছরও জাকজমকপূর্ণ পরিবেশে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মেলা অনুষ্ঠিত হবে।

    এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সভায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার স্টল স্থাপন মেলা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, পর্যপ্ত আনসার সদস্য নিশ্চিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বক্তরা বলেন, তিনশ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা ও মেলা বসে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। শহরব্যাপী জমজমাট হয়ে থাকা এ মেলা ১৫ দিন থেকে এক মাসেরও বেশি সময় ধরে চলে।

    প্রসঙ্গত, ২০১৯ সালে করোনা পরিস্থিতির কারণে তবে করোনা পরিস্থিতির কারণে দুই বছর বন্ধ ছিলো এ মেলা। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পাচ মিনিটের ব্যবধানে একটি সিনেমা হল ও সার্কাস প্যান্ডেলে বোমা হামলা চালানো হয়।

    এতে তিন জন নিহত হয় এবং আহত হয় শতাধিক। এরপর থেকে দীর্ঘ ৮ বছর এ মেলা বন্ধ ছিল। প্রতি বছর ৩১ ভাদ্র হিন্দু সম্প্রদায়ের সর্পদেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় প্রাচীন আমলের গুড়পুকুরকে ঘিরে বসতো মেলা। একই দিনে সনাতন ধর্মাবলম্বীরা পালন করতেন বিশ্বকর্মা পূজা। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে অংশ গ্রহণ করতো।

  • কেন্দ্রভিত্তিক কমিটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সম্মেলন করে কমিটি করা হবে- গৌরীপুরে সোমনাথ সাহা

    কেন্দ্রভিত্তিক কমিটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সম্মেলন করে কমিটি করা হবে- গৌরীপুরে সোমনাথ সাহা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য,গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, ক্লিন ইমেজধারী রাজপথের সাহসী সাবেক ছাত্র নেতা, ইতিবাচক রাজনীতির ধারক, তরুণ আওয়ামী লীগ নেতা, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সোমনাথ সাহা বলেনছেন, আওয়ামী লীগ টানা মেয়াদে ক্ষমতায় রয়েছে। এ পরিস্থিতিতে সবাই নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিয়ে সুবিধা আদায় করতে চায়। তাতে দলের দীর্ঘদিনের মাঠ পর্যায়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অনেকেই মান-অভিমান নিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। আর সেই সুযোগে স্থানীয় প্রভাবশালী বলয়ের প্রাধান্য বিস্তার ও মেরুকরণে ‘হাইব্রিড’ ও ‘অনুপ্রবেশকারী’রা স্থান করে নিয়েছেন সংগঠনে। পরিচিতি পেয়েছেন ‘মাই ম্যান’ হিসেবে। তারা এখন এসব কমিটিতে জায়গা করে নিতে সুযোগের অপেক্ষায় রয়েছেন, আপনাদের দোয়া,সমর্থনে যদি সুযোগ পাই তাহলে এসব হাইব্রিড’ ও ‘অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দিয়ে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের স্থান দিয়ে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ কে একটি আধুনিক ও কর্মীবান্ধব সংগঠনে পরিণত করবো ইনশাআল্লাহ।

    মঙ্গলবার (৬সেপ্টেম্বর) সন্ধ্যায় গৌরীপুর উপজেলার ২নং গৌরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও তৃনমূল আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন গৌরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোমনাথ সাহা।

    গৌরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক ফকরুদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান পল্লব এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সোমনাথ শাহাকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন- গৌরিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দিপু,৪নং মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ কালন, ৭নং রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার,৮নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সরকার, ৯নং ভাংনামারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হাসনাত দোলনহ গৌরীপুর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল ওয়ার্ডের বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি-সাধারন, মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময়ে,সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে উপজেলা আওয়ামী লীগেকে সুসংগঠিত করতে সকলে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।’

    সোমনাথ সাহা বলেন- দায়িত্ব পেলে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ইউনিটে নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রম শেষ করে প্রতিটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়া হবে। সাংগঠনিক টিম গঠন করে তৃণমূলে ওয়ার্ডভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে । আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন কমিটিতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরী করা হবে বলেও জানিয়ে তিনি বলেন আমরা সেভাবে কাজ করবো। কেন্দ্রভিত্তিক কমিটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সম্মেলন হবে। ওয়ার্ডের সম্মেলন শেষ করার পরে থানার সম্মেলন হবে বলে জানিয়ে তিনি বলেন- উন্মুক্ত মাঠে প্যান্ডেল করে বৃহত্তর পরিসরে সবাইকে নিয়ে সম্মেলন করা হবে। আমাদের টিম থাকবে, যাচাইবাছাই করে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিটি ওয়ার্ড কমিটি করা হবে বলেও জানান সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা সোমনাথ সাহা।

  • ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -১৬

    ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -১৬

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

    এরই ধারাবাহিকতায় আজ ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

    এরই এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন গাঙ্গিনারপাড় রমেশ সেন রোডস্থ পতিতাপাল্লীর ভিতর ঠাকুরবাড়ী লিটনের ভাড়াটিয়া বিলকিছ এর ঘরের সামনে হইতে মাদক মামলার আসামী ১। মোছাঃ পারভিন (৫০), পিতা-মৃত রফিকুল ইসলাম, স্বামী-মৃত আঃ বারেক সাং-চর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট, এ/পি-রমেশ সেন রোড, পতিতা পল্লী, ২। মোছাঃ বিলকিছ আক্তার (৩০), পিতা- লোকমান হোসেন, স্বামী-মিলন, সাং-রমেশ সেন রোড, পতিতা পল্লী (৫নং বাড়ী), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে মোট ২৪ (চব্বিশ) লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

    এসআই (নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন উজান ঘাঘরা সাকিনস্থ দাপুনিয়া বাজার সারিয়া ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১। মোঃ নাজিরুল ইসলাম ওরফে জনি (২৬), পিতা-মৃতঃ ওমেদ আলী সাং-গুষ্টা দক্ষিনপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১১ (এগার) গ্রাম কথিত হেরোইন, যার আনুমানিক মূল্য ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

    এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী (নদীর পাড়) রেলওয়ে স্টাফ কোয়ার্টার ০১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১। মোছাঃ রেনু বেগম (৩৫), স্বামী-মৃত এরশাদ আলী, পিতা- মৃত আঃ খালেক, মাতা- আমেদা বেগম, সাং- ভৈরবপুর (গার্লস স্কুল সংলগ্ন), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১। ৩৭৫ (তিনশত পচাত্তর) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য হালকা ভেজা কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতি পিচ ইয়াবা ট্যাবলেটের ওজন ০.১ (শূন্য দশমিক এক) গ্রাম করে সর্ব মোট ওজন ৩৭.৫ (সাইত্রিশ দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান ১,১২,৫০০/-(এক লক্ষ বারো হাজার পাঁচশত ) টাকা, ২। বাংলাদেশী মুদ্রার বিভিন্ন নোটের মোট ১৭০০/- (এক হাজার সাতশত) টাকা, ৩। ০১টি কালো রংয়ের NOKIA বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    এসআই (নিঃ) তানভীর সিদ্দীকী এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। আমিন(৪০), পিতা-নুরুল ইসলাম ওরফে কেসু, মাতা-সালমা বেগম ওরফে ঢুলি, ২। মোঃ রিপন ওরফে চেপা (২৮), পিতা-জালাল উদ্দিন ওরফে জালাল, উভয় সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

    এসআই (নিঃ) দেবাশীষ সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কেওয়াটখালী ময়নার মোড় এলাকা হইতে অন্যান্য মামলার আসামী ১।রাসেল মিয়া (২৪), পিতামৃতঃ নুরুল ইসলাম ওরফে নুরা পাগলা, সাং-কেওয়াটখালী ময়নার মোড় (আসল বাড়ী কবরস্থানের পাশে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

    এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন দিঘারকান্দা পাইপাস এলাকা হইতে চুরি মামলার আসামী শ্রী কার্তিক চন্দ্র দাস ওরফে আবির(২৩), পিতা-নারায়ন চন্দ্র দাস, মাতা-দীপালী রানী দাশ, সাং-কুশমাইল, টেকিপাড়া, মাঝিবাড়ী, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

    এ ছাড়াও এসআই(নিঃ) কামাল হোসেন, মেহেদী হাসান, মানিকুল ইসলাম এবং এএসআই(নিঃ) জহিরুল ইসলাম, মাসুম রানা, রফিকুল ইসলাম প্রত্যেকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪টি জিআর গ্রেফতার পরোয়ানা এবং ০৩টি সিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।

    এসআই দেবাশীষ সাহা-৩২নং ফাড়ি ০১টি জিআর সাজা বডি তামিল করেন। জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন। ১। মোঃ আবুল হাসেম (তোতা), পিতামৃতঃ আরব আলী, সাং-আকুয়া মোড়লপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন। ১। মোঃ আলমগীর হোসেন, পিতা-আঃ মোতালেব, সাং-সানকিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ২। হৃদয়(২২), পিতা-আঃ মজিদ, সাং-পাটগুদাম রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ৩। মোঃ সুজন মিয়া, পিতামৃতঃ আঃ সাত্তার, সাং-জয়বাংলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ৪। মোঃ লিটন মিয়া(৫০), পিতামৃতঃ মিয়াজ উদ্দিন, সাং-খাগডহর মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

    সিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩ জন। ১। মোঃ লালু মিয়া, পিতামৃতঃ মনিবুদ্দিন (মনিয়া সর্দার), সাং-চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
    ২। মোঃ আলিম (৩৯), পিতা-মোঃ সেলিম, বর্তমান সাং-আর কে মিশন রোড, জনাব হুমায়ুনের বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কর্মস্থল ঠিকানা- ইস্কট সেফুন, সানকিপাড়া শেষ মোড়, বড় মসজিদ সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
    উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

  • বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনো বাস

    বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনো বাস

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    পদ্মা সেতু চালু হওয়ার কিছুদিন পরথেকে ঢাকা থেকে ছেড়েআসা কোনো বাস বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে বরগুনা শহরে ঢুকতে দেয়া হচ্ছেনা।

    কোনো ফেরি ছাড়া বরগুনা জেলা শহরে প্রবেশের একমাত্র সুগম পথ হলো বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়ক। বিগত কয়েক বছর ধরে এই রুটে নিয়মিত ঢাকা-বরগুনার বাস চলাচল করে আসছিলো।

    বর্তমানে ঢাকার কোন বাস বরগুনায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে বাস মালিক সমিতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুরো মাসব্যাপী চলতে থাকা রূপাতলী-বাকেরগঞ্জ রুটে কোন বাস না চলায় চরম দুর্ভোগে পড়েছেন বরগুনার যাত্রীরা।

    অভিযোগ রয়েছে, রূপাতলী, বাকেরগঞ্জ, পটুয়াখালী বাস মালিক সমিতি সিন্ডিকেট করে রুট পারমিটের অজুহাত তুলে বাকেরগঞ্জ-বরগুনা রুটে বাস প্রবেশ করতে দিচ্ছে না। পুরো আগস্ট মাস ধরে এমনটা চলেছে। এর মধ্যে প্রবেশ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন বাসচালকরা। সবমিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বরগুনার বাসযাত্রীরা।

    বরগুনার মানুষের স্বপ্ন ছিল পদ্মা সেতু চালু হলে মাত্র পাঁচ ঘণ্টায় ঢাকা থেকে যাত্রীরা বরগুনা আসবে। কিন্তু সিন্ডিকেটের করনে সে স্বপ্ন গুড়িয়ে দিয়েছে রূপাতলী বাস মালিক সমিতি। এমনটাই জানালেন বাস চালক ও যাত্রীরা।
    যাত্রী ও চালকরা আরও জানান, বাকেরগঞ্জ পয়েন্টে লোকজন দিয়ে প্রতিদিন বাস মালিক সমিতি ঢাকা থেকে ছাড়া বরগুনাগামী বাসগুলোকে ফিরিয়ে দিচ্ছেন। তাই বাধ্য হয়ে যাত্রী নিয়ে পটুয়াখালী- আমতলী রুটে আমতলী ফেরি পাড় হয়ে বরগুনায় প্রবেশ করতে হচ্ছে।

    অতিরিক্ত পথ ঘুরে আসায় যাত্রীদের ভাড়া যেমন বেশি গুণতে হচ্ছে তেমনি ৩ থেকে ৪ ঘণ্টা বেশি সময়ও লেগে যাচ্ছে। এতে করে বিপাকে পড়ছেন যাত্রীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগ আরো কয়েকগুণ বেড়ে যায়। সময় কিছুটা বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে যাত্রীদের কখনো কখনো খেয়ায় উত্তাল পায়রা নদী পাড়ি দিতে হচ্ছে।

  • বৃষ্টি উপেক্ষা করে গোদাগাড়ীর রাজাবাড়ীতে পদ্মা নদীর  ভাঙ্গন  স্থানে বাঁধ নির্মানের জন্য কয়েক হাজার এলাকাবাসির  মানববন্ধন

    বৃষ্টি উপেক্ষা করে গোদাগাড়ীর রাজাবাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গন স্থানে বাঁধ নির্মানের জন্য কয়েক হাজার এলাকাবাসির মানববন্ধন

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার রাজাবাড়ীতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহানগরী সড়কের দু পার্শ্বে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার এলাকাবাসী মানববন্ধন করেছেন।

    মঙ্গলবার সকাল ১০ টার সময় দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেলের নেতৃত্বে এ বিশাল মানববন্ধন ও পথ সভায় বক্তব্য রাখেন, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান, কৃষকলীগ নেতা হেলাল উদ্দিন, ইউপি সদস্য আততাব উদ্দিন প্রমূখ।

    বক্তরা বলেন, বর্ষা আসে, সঙ্গে আসে বন্যা সে সাথে শুরু হয় নদী ভাঙ্গন। দর্ভোগের আশঙ্কায় বুক কাঁপে মানুষের। লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। প্রতিবছরের মতো এ বছরও ধেয়ে এসেছে বন্যা সে সাথে শুরু হয়েছে রাজশাহী গোদাগাড়ীতে সর্বনাশা পদ্মার নদী ভাঙন। তারা হাজার হাজার এলাকাবাসি ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য স্থায়ীভাবে বাঁধ নির্মানের জোর দাবী জানান।
    উল্লেখ্য গত বছরও বষা মৌসুমে প্রমত্ত পদ্মা পাড়ে প্রচন্ড নদী ভাঙ্গন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে জিও ব্যাগ এবং বালির বস্তা ফেলে কোন রকমে পাড় কিছুটা রক্ষা যদিও তারপূর্বেই মানুষের বাড়ি-ঘর, শত শত বিঘা ফসলী জমি নদী গর্ভে চলে গেছে।

    পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী নিকট যোগাযোগ করা হলে তিনি বলেন, বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ের নিকট চাহিদা দিলেও এখনো বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করতে পারছেন না।

    প্রায় প্রতি বছর আষাঢ় মাসেই দেশে বন্যার প্রাদুর্ভাব শুরু হয়ে যায়। প্রথমেই বৃষ্টি ও এসময়ে ভারত তাদের ফারাক্কার সবকয়টি গেট খুলে দেয় আর উজান থেকে ধেয়ে আসে বন্যা পদ্মা, মাহনন্দা নদীর পানি বড়ার সাথে শুরু হয় তীব্র নদী ভাঙন। এবারও তার ব্যতিক্রম হয় নি।
    গোদাগাড়ী উপজেলার নিমতোলা, চাক পাড়া, খারিজাগাঁতি ও মোল্লাপাড়ায় পদ্মা নদীতে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। গতবছর মধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা এলাকার ফসলি জমি, আম বাগান, হুমকির মুখে রয়েছে বসতবাড়ি, সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারী গবাদিপশু খামার, ছাগল উন্নয়ন খামার, হাসঁমুরগী খামার, মসজিদ, মন্দির, মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
    প্রতি বছর বন্যার সময় পদ্মা নদী ভয়ালরূপ ধারণ করে। পদ্মার তীব্র ভাঙ্গনে আম বাগান, বিভিন্ন ফলের গাছ, ফসলী জমি যাচ্ছে নদীগর্ভে। গত ৫ দিন ধরে উপজেলার নিমতেলা গ্রামে নদী নতুন করে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে রাস্তা, দোকান, ফসলি জমি, পাশাপাশি বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। এই বুঝি সব তলিয়ে গেল, সর্বনাশা পদ্মা নিয়ে গেল আমাদের জান মাল, গবাদিপশু। এলাকাবাসির দাবী ভাঙ্গন রোধে দ্রুতই পদক্ষেপ নেয়ার।
    নিমতলা গ্রামের ৭০ বছর বয়সের অবসর প্রাপ্ত শিক্ষক ও কৃষক আব্দুর রহমান চোঁখের পানি ঝড়াতে ঝড়াতে বলেন, বহু কষ্টে গড়া বসত বাড়ী, ফসলী জমি, রাস্তা, নদীগর্ভে বিলীন হচ্ছে, করেছিলাম, নদী ভাঙ্গতে ভাঙ্গতে অনেকের বাড়ীর ধারে চলে এসেছে। বাড়ীর পার্শ্ববর্তী টিউবয়েলটি নদী গর্ভে চলে গেছে।

    গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম বলেন, ওই এলকার ভাঙ্গনের বিষয়টি আমার জানা আছে। এর আগে ভাঙ্গন থেকে এলাকাবাসী রক্ষা করার জন্য বালির বস্তা ফেলা হয়েছিল। আগামী এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার স্থায়ী পদক্ষেপ গ্রহন করবেন।

    পানি বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় ঐতিহাসিকভাবেই বাংলাদেশে বন্যা হয়। কারণ, নদীবাহিত পলি জমে জমেই এই বদ্বীপের জন্ম। বাংলাদেশের জন্ম। বন্যায় এই পলি সমতলে ছড়িয়ে মাটির উর্বরতা বাড়ায়। তাই, বাংলাদেশের জন্য বন্যা একই সঙ্গে অভিশাপ ও আশীর্বাদ। তবে এটা ঠিক, মানুষের পরিবেশবিধ্বংসী নানামুখী কার্যক্রমের কারণে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণও ক্রমশ বাড়ছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • গোদাগাড়ীর মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের  মেয়েরা ফুটবলে গোদাগাড়ী জোন চ্যাম্পিয়ন

    গোদাগাড়ীর মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা ফুটবলে গোদাগাড়ী জোন চ্যাম্পিয়ন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে ৪৯ তম গ্রীম্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০ টার সময় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েদের সাথে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
    প্রথম অর্ধের ১৪ মিনিটের সময় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আঁখির বাড়িয়ে দেয়ার বলে ৭ ম. শ্রেণীর ছাত্রী হালিমা খাতুনের এক দূর্দান্ত সুটে গোল রক্ষকে পরাস্ত করে দলকে ১ – ০ তে লিড এনে দেন। দ্বিতীয় অর্ধে আর কোন পক্ষ গোল করতে না পারায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল দল ১ – ০ তে জয় নিয়ে মাঠ ছাড়েন।
    এরপর দুপুর ১২ টার দিকে এককই মাঠে আনোয়ারা ফহিম জিয়া উদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়ের মেয়েদের সাথে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে ফুলবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফুটবল দলের গোল রক্ষক হালিমা খাতুন প্রতিপক্ষের দুইটি গোল আটকিয়ে দেন। আপর দিকে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল দল ৩ গোল প্রতিপক্ষের জালে জড়িয়ে ৩ – ০ জয় নিয়ে মাঠ ছাড়েন। এ জয়ের ফলে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল দল গোদাগাড়ী জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুটি খেলা পরিচালনা করেন গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নবাব আলী। এর আগে গত রবিবার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা হ্যন্ড বলে আনোয়ারা ফহিম জিয়া উদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়ের মেয়েদের হারিয়ে গোদাগাড়ী জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বিএনপির আন্দোলন হবে শান্তিপূর্ণ জনগনকে সাথে নিয়ে – আমির খসর মাহমুদ

    বিএনপির আন্দোলন হবে শান্তিপূর্ণ জনগনকে সাথে নিয়ে – আমির খসর মাহমুদ

    নাজিম উদ্দিন রানাঃবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী বলেছেন, জনশূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার বর্তমান বাজার পণ্যকে রাজনীতির পণ্য বানিয়ে রাখছে। এজন্য আওয়ামী লীগের সঙ্গে এখন আর এদেশের জনগণ নেই। এদেশের অসহায় মানুষ গুলো এখন দু’বেলা দুমুঠো ভাত খেতে খুব কষ্ট হয়।

    আওয়ামী পুলিশ, আওয়ামী সন্ত্রাস, এখন আর জনগণ এগুলো পছন্দ করে না। গুলি করে, খুন করে বিএনপির রাজনীতিকে দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের কথা এখন কেউ বিশ্বাস করে না। এদেশের বিচার বিভাগের স্বাধীনতা নাই। এদেশের গণমাধ্যমে স্বাধীনতা নাই বলে মন্তব্য করেন আমির খসরু।

    মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে এ্যানির বাসভবন প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যের এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, বিশ্বের যত মানবাধিকার, গণমাধ্যম আছে তারা ভালোভাবে জানে বাংলাদেশের মানুষ এখন ভালো নেই। যেভাবে ১৩ বছর মানুষের অধিকার নিয়ে এ ছিনিমিনি খেলেছে আওয়ামী লীগ সরকার। রাতের অন্ধকারে ভোট চুরি করে তারা এখন অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এদেশের মানুষ একটি পরিবর্তন চায়।

    কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ভিপি হারুন), লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিএনপি মিডিয়া আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশ্রাফ উদ্দিন নিজাম, বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য নাজিম উদ্দিন আহমেদসহ প্রমুখ।

    মতবিনিময় সভায় সঞ্চালনায় করেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান।

    প্রসঙ্গত: সম্প্রতি লক্ষ্মীপুরে বিএনপির নেতা এ্যানি চৌধুরী ও শাহাবুদ্দিন সাবুর বাসভবনে আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাসীর হামলার প্রেক্ষিতে লক্ষ্মীপুরের কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

  • ময়মনসিংহে ওসি কামালের নির্দেশনা অভিযান চালিয়ে ২৩ অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ

    ময়মনসিংহে ওসি কামালের নির্দেশনা অভিযান চালিয়ে ২৩ অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

    সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় থানাধীন বিভিন্ন এলাজায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ডাকাতি ও ছিনতাই সহ অপরাধমুক্ত শান্তিময় নিরাপদ বাসযোগ্য অঞ্চল গড়ে তুলতে নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

    এর মাঝে এসআই তানভীর আহমেদ ছিদ্দিকীর নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী হিসাবে রকিবুল হক রানা, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম চরপাড়াস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইটের সামনে থেকে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও সোহেলকে ৫ শত পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
    এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম মাসকান্দা খালপাড় থেকে সাড়ে ৩ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন মিয়া ওরফে ব্রিটিশ রিপনকে গ্রেফতার করে।

    এছাড়া এসআই হাবিবুর রহমান, নিরুপম নাগ, ১নং ফাড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, ফারুক আহমেদ, সোহেল রানা, তাইজুল ইসলাম, উজ্জল সাহা, অসীম কুমার দাস, জহিরুল ইসলাম এবং এএসআই সুজন চন্দ্র সাহা, নুরুজ্জামান, আবুল হাসান, আল আমিন-১নং ফাড়ি, দুলাল চন্দ্র রায়, মাসুম রানা, আব্দুস সাত্তার, শাহজালাল-২নং ফাড়ি প্রত্যেকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪টি সিআর ও ১৪টি জিআর গ্রেফতারী পরোয়ানা তামিল এবং সাজাপ্রাপ্ত আরো একজনকে গ্রেফতার করে।

    তারা হলো, মোঃ আসাদ মিয়া আসছুল, মোঃ সোহেল,
    মোঃ এলাহী, মোঃ ইসব মিয়া, মোঃ আনোয়ার হোসেন,
    আল আমিন ওরফে আলো, জলিল, খলিল, মোছাঃ শেফালী আক্তার, আলামিন, বজলুর রহমান চৌধুরী বাবুল, মোঃ রাজিব, মিজানুর রহমান কাজল, মোঃ সুমন, ও আব্দুল্লাহ আল জোবায়েদ। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা রোভারের ১০ ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা রোভারের ১০ ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    প্রত্যেকে আমরা পরের তরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলা রোভার এর ১০ ম-ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা-২২ অনুষ্ঠিত হয়েছে

    সোমবার (০৫ সেপ্টেম্বর) জয়পুরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা রোভার এর অনুষ্ঠিত ১০ ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা-২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

    সভায় উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম তার বক্তব্যে বলেন, বিশ্বজুড়ে মহামারি কোভিট-১৯ করোনাকালীন সময়ে আমাদের দেশে রোভার স্কাউটের সদস্য তার নিজের জীবন কে বিপন্নকরে জনগণের সহায়তায় করোনা রোগীদের সবধরণের সেবা প্রদান করেছে।

    সেসময় টি তাদের জন্য একটা চ্যালেঞ্জিং কাজ ছিল কেননা যখন অন্যরা করোনার ভয়ে হয়ে দরজা, জানালা বন্ধ করে ঘরের মধ্যে ছিলেন তখন রোভাররা অসুস্থ, বিপন্ন মানুষদের বাড়ি বাড়ি অক্সিজেন থেকে শুরু করে বিপন্ন মানুষের কাছে খাবার পৌঁছিয়ে দেওয়া, করোনায় আক্রান্তে মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার করা এমন সব ধরণের কাজ গুলো চ্যালেঞ্জিং হিসেবে আমাদের রোভার স্কাউটসরা করেছে। আর এই রোভারদের সাথে যারা জড়িত ছিলো তাদের আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    পুুলিশ সুপার আরও বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তথা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আমরা স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন কে বাধাগ্রস্থ করার জন্য একটি চক্রান্ত মহল, অনেক ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দেশকে কলঙ্কিত করার জন্য একটি কুচক্রী ও ষড়যন্ত্রকারী মহল উঠেপড়ে লেগেছে তারা যেন কোন ভাবেই আমাদের বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত না করাতে পারে, আমাদের অর্জনকে বাধাগ্রস্থ করতে না পারে এজন্য আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে বলে তিনি বলেন।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,সহ-সভাপতি আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোকসেদ আলী, সহ-সভাপতি জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো.আব্দুল মতিন,কমিশনার জয়পুরহাট সরকারি কলেজের প্রভাষক মো.আব্দুল মজিদ, কোষাধক্ষ্য পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জয়পুরহাট সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মো. মোরশেদুল আলম লেবুসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কাউটসের সদস্যবৃন্দ।