Category: দেশজুড়ে

  • ভাবখালীতে জাতীয় পার্টির উদ্যোগে এরশাদের মৃত্যুবার্ষীকি পালন।

    ভাবখালীতে জাতীয় পার্টির উদ্যোগে এরশাদের মৃত্যুবার্ষীকি পালন।

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

    এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ভাবখালী ইউনিয়ন জাতীয় পার্টির পক্ষ থেকে জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন এর আয়োজনে দুপুর ২:০০টায় ভাবখালী পুরাতন বাজারে মিলাদ,দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

    এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ময়ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ,কোতোয়ালী জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইদ্রিস আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় নেতৃবৃন্দ বলেন-দীর্ঘ ৯ বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম ও সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে

    উল্লেখ্য, ১৯৩০ সালে ১লা ফেব্রুয়ারি কুড়িগ্রামে নানার বাড়িতে জম্ম গ্রহন করেন। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ২০১৯ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

  • চুরখাই বাজারে জাতীয় পার্টির উদ্যোগে এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকি পালন।

    চুরখাই বাজারে জাতীয় পার্টির উদ্যোগে এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকি পালন।

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুড়খাই বাজারে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

    এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ভাবখালী ইউনিয়ন জাতীয় পার্টির পক্ষ থেকে ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক শহিদুল ইসলাম ফকিরের আয়োজনে বিকাল ৫:০০টায় চুড়খাই বাজারে অবস্থিত ভাবখালী ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে মিলাদ,দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

    এসময় ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ডাঃ মাহফুজুর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় পল্লীবন্ধ এরশাদের রাষ্ট্র পরিচালনার সফলতা ও বিভিন্ন উন্নয়নকর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন- ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাপা নেতা রমজান আলী, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক মাষ্টার,৫নং ওয়ার্ডের সভাপতি জসিম উদ্দিন মেম্বার,৯নং ওয়ার্ডের সভাপতি মকবুল হোসেন,৭নং ওয়ার্ডের সভাপতি মাইন উদ্দিন, ৮নং ওয়ার্ডের সভাপতি খোকন মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় নেতৃবৃন্দ বলেন-দীর্ঘ ৯ বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম ও সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে।

    উল্লেখ্য, ১৯৩০ সালে ১লা ফেব্রুয়ারি কুড়িগ্রামে নানার বাড়িতে জম্ম গ্রহন করেন। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ২০১৯ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

  • ময়মনসিংহে জাতীয়  তরুণ পার্টির উদ্যোগে এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকি পালিত।।

    ময়মনসিংহে জাতীয় তরুণ পার্টির উদ্যোগে এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকি পালিত।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    জাতীয় তরুণ পার্টি ময়মনসিংহ জেলার আয়োজনে সদর উপজেলার বেলতলী এলাকায় দুপুর ৩টায় উক্ত মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    জাতীয় তরুণ পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি কাউসার আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত এরশাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা, কে আর ইসলাম, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত চিকিৎসক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা, মুস্তাফিজুর রহমান আকাশ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম তপন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি শরিফ খান পাঠান মিল্টন, ময়মনসিংহ মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া, ১২ নং ভাবখালী ইউনিয়ন এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী ,মহানগর জাতীয় পার্টির যুগ্ন প্রচার সম্পাদক মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক হুসেইন মোঃ সারোয়ার সরকার, সহ-সভাপতি বাবু প্রসাদ দাস, সহ-সভাপতি এম এ রশিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট, জহির আহমেদ খোকন, আবু বকর সিদ্দিক রুবেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম আতিক, যুগ্ম অর্থ সম্পাদক আতাউল করিম আকুন্দ ধর্ম বিষয়ক সম্পাদক ডক্টর ফরীদ আহমেদ নোমান সহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও এরশাদ ভক্ত স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় পুলিশ সদস্যের হামলায় সৎ মা গুরুতর জখম

    বানারীপাড়ায় পুলিশ সদস্যের হামলায় সৎ মা গুরুতর জখম

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।। বুধবার বানারীপাড়া উপজেলার মলুহার বাজারের একটি দোকান ভাংচুর করে দখল করার প্রতিবাদ করলে পুলিশ কন্সষ্টেবল সাইফুল ইসলাম উজ্জলের হামলায় সৎ মা শাহানাজ(৫০) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত শাহনাজের বোন সাফিয়া বেগম ও স্থানীরা বুধবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার তানভীর আহমেদ সাহানাজের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শাহানাজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো বস্তুর আঘাতের চিন্হ দেখা যায়। ডাক্তারের রিপোর্টে জানা যায় আহতের ফিজিক্যাল অ্যাসাল্ট এবং হেড ইন্জুরী গুরুতর হওয়ায় তাকে বরিশালে প্রেরণ করা হয়।
    এ ব্যাপারে প্রতক্ষ্যদর্শী একাধিক ব্যক্তি জানান, পুলিশ কন্সষ্টেবল সাইফুল ইসলাম উজ্জলের পিতা আবু বকর তোতার প্রথম স্ত্রীর ছেলে। মলুহার বাজারে তোতার একটি দোকান ঘর নিয়ে বিবাদ ছিল। সম্প্রতি পুলিশ কন্সষ্টেবল সাইফুল ইসলাম উজ্জল পুলিশী ভয় দেখিয়ে বাবার কাছ থেকে দোকানটি নিজের নামে লিখিয়ে নেয়। এ নিয়ে দু’মাস থেকে বিবাদ চলছিল।

    বুধবার দোকানটির দখল নেয়ার জন্য ভাংচুর করতে গেলে সৎ মা শাহানাজ বাধা দিলে তাকে সাইফুল, পলাশ, শ্যমল বেধে রাখে এবং সাইফুলের স্ত্রী শারমিন জাহান নিম্নী, বোন খাদিজা নাছরীন অমানুষিক নির্যাতন করে।

    এ ঘটনা শাহানাজের বোন সাফিয়া বেগম ৯৯৯ কথা বল্লে ডিউটি অফিসার থানায় নিতে বলেন। ভুক্তভোগীর অবস্থা গুরুতর হওয়ার কথা জানালে ডিউটি অফিসার প্রথমে চিকিৎসার করার কথা বলেন।
    এঘটনার বিষয় হামলাকারী পুলিশ কন্সষ্টেবল সাইফুল ইসলাম উজ্জলের কাছে জানতে চাইলে তিনি কিছুই হয়নি ওসি সব জানে বলে মোবাইল কল কেটে দেন। পরবর্তীতে বারবার কল দিলে তিনি রিসিভ করেননি।

    বিষয়টি সম্পর্কে বানারীপাড়া থানার অফিসার ইন চার্জ মোঃ হেলাল উদ্দিন জানান ওই এলাকায় কোন ঘটনা ঘটেছে আমার জানা নাই। পুলিশ কন্সষ্টেবল সাইফুল ইসলাম উজ্জল বলেছে আপনি সব জানেন, না বুধবারের ঘটনা জানিনা বা কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যাবস্থা নেয়া হবে। #

  • আশুলিয়ার ঘোষবাগ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আওয়ামীলীগ নেতার নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

    আশুলিয়ার ঘোষবাগ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আওয়ামীলীগ নেতার নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ঘোষবাগ প্রাইমারি স্কুল সংলগ্ন মহসিন ভুঁইয়ার বাড়িতে গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে।খবর পেয়ে আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সুমন আহমেদ ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদেরকে মাঝে রান্না করা খাবার ও নগদ অর্থ, ত্রাণ বিতরণ করেন।
    উক্ত অগ্নিকা-ে আশুলিয়ার ঘোষবাগ মহসিন ভুঁইয়া’র টিনসেট বাড়িতে তার নিজের থাকার ঘরসহ ভাড়াটিয়াদের ২৫টি রুমের মালামাল পুড়ে ছাই হয়েছে বলে তিনি জানান, অগ্নিকা-ে সকল মালামাল পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকা-ের খবর পেয়ে ডিইপিজেট ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আসে কিন্তু তাদের আসার পূর্বে ২৫টি রুমের আসবাবপত্র ও দামী মালামাল নগদ অর্থসহ প্রয়োজনীয় সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মিরা ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন বলে তারা জানান।
    বুধবার (১৩ জুলাই ২০২২ইং) বেলা ১১টার দিকে আশুলিয়ার ঘোষবাগ অগ্নিকা-ের ঘটনাস্থলে পরিদর্শনে যান সুমন আহমেদ ভুঁইয়া, তিনি ক্ষতিগ্রস্তদের ডেকে নিয়ে তাদের মধ্যে মোঃ সোহেল, মর্শেদা, শারমিন, জান্নাতুল, মোজাফফর, রায়হান, মোবারক, মোছাদ্দের, সাগরিকা, গোলাপ, জাহিদ, তাসলিমা, মুন্নির মাসহ প্রায় ৬০জনকে ত্রাণ বিতরণ করেন, এছাড়াও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য নগদ অর্থ প্রদান কনের এই আওয়ামীলীগ নেতা।
    আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়া গণমাধ্যমের সামনে বলেন, আমি পূর্বেও এলাকার শ্রমিক ভাই বোনদের পাশে ছিলাম, এখনো পাশে আছি, আগামীতেও তাদের পাশে থাকবো। অগ্নিকা-ের ঘটনায় ক্ষতিগ্রস্তদের এখন যে ত্রাণ ও অর্থ দিয়েছেন এই আওয়ামীলীগ নেতা, প্রয়োজনে আরও সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার করেন তিনি।
    সুমন আহমেদ ভুঁইয়া’র কাছে এলাকাবাসী দাবি যে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে লক্ষ লক্ষ শ্রমিকসহ অনেক মানুষের বসবাস। উক্ত এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটলে দূর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আসতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে এর পূর্বে আগুনে পুড়ে সবকিছুই ছাই হয়ে যায়, তাই জামগড়া বা নরসিংহপুরের মধ্যে একটি ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা সুমন আহমেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের কাছে এ বিষয়ে জানাবেন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বলবেন যে, অতি দ্রুত যেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

  • পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

    পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।। পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক প্রবাহ পত্রিকার পাইকগাছা প্রতিনিধি এম মোসলেম উদ্দিন আহমেদ অসুস্থ। বৃহস্পতিবার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রাক্কালে বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে মোসলেম উদ্দিনের সুস্থতা কামনা করে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এডঃ এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে এম আবুল হাসেমের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ আজিজ,যুগ্ন সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,বি সরকার, আলাউদ্দীন রাজা, ইমদাদুল হক,প্রমথ সানা, বদিউজ্জামান, পূর্ণ চন্দ্র মন্ডল, আসাদুল ইসলাম, ফসিয়ার রহমান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় ইঞ্জিঃ মাহবুবুল আলমের সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

    পাইকগাছায় ইঞ্জিঃ মাহবুবুল আলমের সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় খুলনা জেলা আওয়ামীলীগের কোষাদ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম ঈদ পরবর্তী সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ ও সুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বুধবার সকাল ১১ টায় উপজেলার কপিলমুনি বাজারের ব্যবসায়ী, সুধি ও দলীয় নের্তৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। পরে কাঁকড়া সমিতি সাধারণ সম্পাদক বিদ্যুৎ এর পিতার মৃত্যুতে তার বাসভবনে যেয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। দুপুর আড়াই টায় পাইকগাছা ভ্যান সমিতির শ্রমিক দের সাথে ঈদের শুভেচ্ছা জানান এবং বিকাল ৫ টায় চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী বাজার ও চাঁদখালী বাজার ব্যবসায়ী ও জনসাধারণের সাথে সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চু, প্রভাষক আমিনুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান যুবলীগ নেতা মনিরুল ইসলাম শেখ তৌহিদ হোসেন তাজ, আশরাফুল ইসলাম রাবু, আল আমিন ইসলাম রুস্তম সরদার, রবিউল ইসলাম, শ্রমিকলীগ নেতা হরিপদ মন্ডল, খান শাহজাদা ইসলাম, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, রাসেল সরদার প্রমুখ।

  • পাইকগাছার নতুন বাজার এলাকায় সি সি ক্যামেরা স্থাপন

    পাইকগাছার নতুন বাজার এলাকায় সি সি ক্যামেরা স্থাপন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার নতুন বাজার এলাকায় সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৯ জুলাই শনিবার নতুন বাজার ও বোয়ালিয়া মোড় এলাকায় আইন শৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ প্রতিরোধে সি সি ক্যামেরা মনিটরিং উদ্বোধন করেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউর রহমান।নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতি লি: এর সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে সি সি ক্যামেরা মনিটরিং উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক সভাপতি ও ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি নির্মল চন্দ্র অধিকারি,সাবেক সম্পাদক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,সম্পাদক প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল,প্রশিক্ষিত হিলফুল ফুযুল সমিতির সভাপতি মোস্তফা কামাল মিলন, নারায়ণ ঘোষ, মহাসিন, সনজিত ঘোষ, বেল্লাল হোসেন, রেজাউল ইসলাম, তারক চন্দ্র বিশ্বাস, ইমরাম হেসেন প্রমুখ।

  • পাইকগাছায় অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ভষ্মিভুত

    পাইকগাছায় অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ভষ্মিভুত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। উপজেলার লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর লক্ষ্মীখোলা গ্রামের সাজ্জাদ গাজীর দুটি বসত ঘর ও একটি রান্নাঘর সম্পুর্ন পুড়ে ভষ্মিভুত হয়। মঙ্লবার রাত ৯ টার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে বলে বাড়ীর লোকেরা জানায়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে তা স্থানীয়রা পানি দিয়েও নিভাতে পারেনি। নিজেদের পরিহিত বস্ত্র ছাড়া আর কিছই তাদের নেই।স্থানীয় লোকজন তাদের এ বিপদে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করেছে বলে জানা যায়।অগ্নিকান্ডে প্রায় ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সাজ্জাদ গাজী জানান।

  • নড়াইলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দুই দিন পর নড়াগাতি থানায় মামলা

    নড়াইলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দুই দিন পর নড়াগাতি থানায় মামলা

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় নড়াগাতি
    থানা মামলা আসামিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত। নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতিতে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঈদের দিন রোববার দুপুরে নিজ বাড়িতে কেউ না থাকায় মোবাইলে গেম খেলার সময় তাকে গলা চেপে ধরে ধর্ষণ করে এক যুবক। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, ওই ঘটনায় দুই দিন পর মঙ্গলবার সকালে থানায় মামলা হয়েছে। ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে।
    পুলিশ জানায়, ওই শিশুকে বাড়িতে রেখে ঈদের দিন বেলা ১১টার দিকে তার বাবা-মাতাসহ পরিবারের অন্যরা পাশের গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শিশুটি নিজ বসত ঘরের বারান্দায় বসে মোবাইলে গেম খেলায় মগ্ন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে একা পেয়ে প্রতিবেশী কুদ্দুস শিকদারের ছেলে আনিচ শিকদার গলা চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষক আনিচ পালিয়ে যায়।
    ঘটনার দুই দিন পর মঙ্গলবার সকালে কিশোরীর বাবা বাদী হয়ে ১ জনকে আসামি করে উপজেলার নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আনিচ পলাতক রয়েছে।
    নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনার খবর পেয়ে ধর্ষিতাকে উদ্ধার করে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।