April 19, 2025, 8:18 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ভাবখালী ইউনিয়ন জাতীয় পার্টির পক্ষ থেকে জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন এর আয়োজনে দুপুর ২:০০টায় ভাবখালী পুরাতন বাজারে মিলাদ,দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ময়ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ,কোতোয়ালী জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইদ্রিস আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন-দীর্ঘ ৯ বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম ও সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে
উল্লেখ্য, ১৯৩০ সালে ১লা ফেব্রুয়ারি কুড়িগ্রামে নানার বাড়িতে জম্ম গ্রহন করেন। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ২০১৯ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।