Category: দেশজুড়ে

  • বরগুনার নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

    বরগুনার নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনা নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার তালতলী উপজেলার পাঁচ জন ও বেতাগী উপজেলার একজন নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারমানদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

    এতে তালতলী উপজেলার পচাকোড়ালীয়া, ছোট বগী, কড়ইবাড়ীয়া,বড় বগী, নিশানবাড়িয়া, সোনাকাটা এবং বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আলহাজ আঃ রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মোতালেব মৃধা প্রমুখ।

  • বরগুনার তালতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    বরগুনার তালতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    বরগুনা প্রতিনিধি।।
    বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি একাত্তর টিভি ও রাইজিংবিডি ডটকমের জেলা প্রতিনিধি ইমরান টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

    বুধবার বেলা ১১টায় তালতলী সদর রোডে এ মানববন্ধন করেন সাংবাদিকরা।

    তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চলনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন তালতলী প্রেস ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া সোহাগ।

    এ সময় বক্তব্য রাখেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, তালতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন, তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী, সাংবাদিক ফোরামের সভাপতি, মাহমুদুল হাসান, সাংবাদিক ঐক্য জোটের সভাপতি আবুল হাসান,তালতলী প্রেসক্লাবের সাবেক সহ -সভাপতি মি:মংচিন থান প্রমুখ।

  • ছাত্রলীগ নেতা আপেল মাহমুদের নেতৃত্বে কেন্দুয়ায়  বিক্ষোভ মিছিল

    ছাত্রলীগ নেতা আপেল মাহমুদের নেতৃত্বে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    শোকের মাস আগস্টে বিএনপি ও ছাত্রদল ক্যাডার বাহিনীর বিভিন্ন নাশকতামূলক কর্মসূচির বিরুদ্ধে কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় কেন্দুয়া পৌরশহরের খাদ্য গুদাম এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ তার বক্তব্যে বলেন, আগস্ট মাস এ শোকের মাসে বিএনপি-জামাত দেশে ষড়যন্ত্র করছে। আমরা ছাত্রলীগ তাদের এই ষড়ষন্ত্র
    বাস্তবায়ন করতে দেব না। আমরা মাঠে থেকে তা প্রতিহত করব।

    বিক্ষোভ মিছিলে কেন্দুয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগ অংশগ্রহণ করেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • কেশবপুরে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    কেশবপুরে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোটার, জয়দেব চক্রবর্তী,কেশবপুর(যশোর):
    সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং
    ভোলায় পুলিশের গুলি বর্ষন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    ৪আগস্ট কেশবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাসের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন বিশ্বাস, আব্দুল হালিমা অটল, থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, মেহেদী হাসান শিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, অলিউর রহমান উজ্জল,ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ, ওহিদুর রহমান অন্তু, ফরহাদ হোসেন প্রমূখ। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

  • জয়পুুরহাটে জেলা আ’লীগের নেতার অভিযোগ “উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    জয়পুুরহাটে জেলা আ’লীগের নেতার অভিযোগ “উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    রিদয় হোসেন(সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-

    জয়পুরহাটের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর কারামুক্ত হয়ে বাড়িতে আসার পথে হামলার অভিযোগ কালাই
    উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের বিরুদ্ধে।

    বৃহস্পতিবার দুপুরে শহরের পূর্ব সরদারপাড়া অবসর চৌধুরী তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে
    এসব অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে অবসর চৌধুরী বলেন, আমি জয়পুরহাট-২ আসনের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দেওয়ার পরই আমার বিরুদ্ধে ষরযন্ত্র করে আয়ের চেয়ে সম্পদের ১ লক্ষ ৬৫ হাজার ৮২১ টাকা গড়মিল দেখিয়ে আমিসহ আমার স্ত্রী জেলা
    সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুননাহার শিমুলের বিরুদ্ধে দুদকের মামলা করানো হয়। সেই মামলায় ৬৬ দিন কারাবাস থাকার পর গত বুধবার বগুড়া কারাগার থেকে মুক্ত হয়ে জয়পুরহাট আসার পথে কালাই উপজেলার পুনট এলাকায় আমার
    সাথে থাকা নেতা কর্মীদের উপরে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্যের বিশ্বস্ত সহচর কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের লোকজন পুলিশের সামনে গাড়ি বহরে হামলা চালায়। এ হামলার প্রতিবাদে সংবাদ সংম্মেলনে এসব
    কথা বলেন।

    তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন
    বলেন এসব মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট।

    কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন মুঠোফোনে সাংবাদিকদের বলেন,
    আসলে তেমন কোন ঘটনা নয়। অতি উৎসাহি কিছু ছেলে ঢিলপাটকেট ছোড়ার ঘটনা শুণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে সেখানে কেউ নেই।

  • ময়মনসিংহে জাপা নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে  রুবেল কে দেখতে হাসপাতালে দলীয় নেতৃবৃন্দ।।

    ময়মনসিংহে জাপা নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে রুবেল কে দেখতে হাসপাতালে দলীয় নেতৃবৃন্দ।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল আলী (এসডি রুবেল) এর দ্রুত রোগমু‌ক্তি কামনা ক‌রে‌ছেন দল‌টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।

    শনিবার (৩রা আগষ্ট ) দুপুরে জাতীয় পার্টির
    জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল আলী (এসডি রুবেল)কে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ এর নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল। এসময় তিনি জাতীয় পার্টির সভাপতি রুবেল আলীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন জাপা নেতা জাহাঙ্গীর আহমেদ সহ নেতৃবৃন্দ ।

    এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম তপন,ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক মোশাররফ হোসেন , ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল সেলিম , সদর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলীসহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী রুবেল আলীকে দেখতে হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে রুবলে আলীর শারীরিক অসুস্থতার সার্বিক খোজ খবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা প্রদান করে জাপা নেতা জাহাঙ্গীর আহমেদ।

    অসুস্থ রুবেল আলী তার শারিরিক সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়ে সকলকেই তার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রুবেল আলীর সহধর্মিণী জেলা জাতীয় কৃষক পার্টির মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

  • মোংলার মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতির নব-গঠিত কমিটির শপথ অনুষ্টিত

    মোংলার মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতির নব-গঠিত কমিটির শপথ অনুষ্টিত

    বায়জিদ হোসেন, মোংলাঃ
    মোংলা উপজেলার ঐতিহ্যবাহী মিঠাখালী বাজার বণিক সমিতির নব-গঠিত সভাপতি-সম্পাদক সহ সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট)
    রাত ৮ টার মিঠাখালী বাজারে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মিঠাখালী বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব মাহমুদ হাছান ছোটমনি এ শপথ বাক্য পাঠ করান।
    এ সময় সাবেক সভাপতি মো. আবুল হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত’র সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাছান (ছোটমনি)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক আবজাল হোসেনে, সাবেক সভাপতি শেখ রুস্তুম আলী , সহ- সভাপতি বেলায়েত হেসেন, বণিক সমিতির সভাপতি সুমেল সারাফাত, সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন, সহ-সম্পাদক উকিল উদ্দিন ইজারদার, পেড়িখালী দাখিল মাদ্রাসার সুপার কাজি বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মারুফ বিল্লাহ্ প্রমূখ। এর আগে আগামী ৩ বছর সমিতি পরিচালনার জন্য শপথ নেন সভাপতি পদে সুমেল সারাফাত, সহ-সভিপতি পদে আবুল হোসেন শেখ ও বেলায়েত হেসেন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক উকিল উদ্দিন ইজারদার ও ইন্তাজ আলী, সাংগঠনিক সম্পাদক পদে মো. মারুফ বিল্লাহ্, অর্থ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক মিজান গাজী, সমাজ কল্যাণ সম্পাদক ইদ্রজিৎ মন্ডল, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাবর আলী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ্ শেখ, এবং সদস্য মো. জাহিদ শেখ, হিসাবে হুমাউন কাজী, খায়রুজ্জামান মিলন, আল-আমিন মোড়ল, তারিকুল ইসলাম রুমি। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাছান ছোটমনি বলেন, বলেন, মিঠাখালী ঐতিহ্যবাহী একটি বাজার। পূর্বের ন্যায় বাজার বণিক সমিতি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করা হবে। ব্যবসায়ীদের পাশে বাজার পরিচালনা কমিটি অতীতেও ছিল আগামীতেও থাকবে। ঐতিহ্যবাহী এ বাজারকে আধুনিক বাজারে রুপান্তরিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
    অনুষ্ঠান শুরুতে সকল অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দরা। শপথ অনুষ্টানে ছাত্র, কৃষক, শ্রমিক, স্বাস্থ্যকর্মী, ইমাম, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী, নারী উন্নয়ন কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

  • নাগেশ্বরীতে নায়কের হাট বিদ্যালয় দীর্ঘ ২২বছর পর এমপিওভুক্ত

    নাগেশ্বরীতে নায়কের হাট বিদ্যালয় দীর্ঘ ২২বছর পর এমপিওভুক্ত

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি

    নাগেশ্বরী উপজেলার নায়কের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অনেক ত্যাগ উপেক্ষা করে দীর্ঘ ২২বছর পর এমপিওভুক্তি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবক, এলাকাবাসীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদসহ কৃতজ্ঞা জানিয়েছেন।

    সরেজমিনে গিয়ে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন প্রাণকেন্দ্রে নায়কের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৫সালে শিক্ষানুরাগী আব্দুর রশিদ চরাঞ্চলে নেতিয়ে পড়া ও ঝড়ে পড়া ছেলে-মেয়েদের শিক্ষার আলোয় প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠানটি স্থাপন করে সৃষ্টিলগ্ন থেকে কর্মরত শিক্ষকরা বিনা বেতনে থেকে যথাবিথি মফস্বল অঞ্চলের ছেলে-মেয়েদের শিক্ষার মান উন্নয়ন ও বিকাশ প্রসারে বিনা বেতনে পাঠদান করাসহ বিভিন্ন প্রকার সহযোগিতা অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীরা আধুনিক পাঠদানে লেখাপড়ায় মেধাবী চৌকস ও সৃজনশীল হয়ে ওঠার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে হয়ে উঠেছে পারদর্শী। সৃষ্টিলগ্ন থেকে সাফল্য ও মেধা তালিকার শীর্ষে নায়কের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি।

    প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের প্রচেস্টায় প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পান ১৯৯৯সালে, এমাডেমিক শিকৃতীপান ২০০২সালে। প্রতিষ্ঠানে কর্মরত ১০জন শিক্ষক ও ৩জন কর্মচারী দীর্ঘ ২২বছর বেতন ভাতা না পেয়েও শিক্ষার্থীদের যথারিতি পাঠদান করে ফলাফলে সফলতা অর্জন করেছেন। প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ৩২২জন। ২০২২সালে জেএসসি পরীক্ষার্থী ১১০জন। ৬জুলাই সারাদেশের ন্যায় নায়কের হাট বিদ্যালয় এমপিওভুক্ত হয়।

    শিক্ষার্থীরা জানায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হওয়ায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

    সহকারী শিক্ষকরা বলেন, দীর্ঘ ২২বছর পর এমপিওভুক্তি হওয়ায় আমরা অভিশপ্ত জীবন থেকে মুক্ত পেলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সহ কৃতজ্ঞা জানাই।

    শিক্ষানুরাগী আব্দুর রশিদ জানান চরাঞ্চলে নেতিয়ে পড়া ছেলে-মেয়েদের শিক্ষার গুনগতমান উন্নয়নে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপুমনি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও সার্বিক সহায়তা চেয়েছেন।

    সভাপতি মোহাম্মদ আলী মাস্টার জানান, প্রতিষ্ঠানের শিক্ষকদের অনেক ত্যাগ স্বীকার করে বিনা বেতনে দীর্ঘদিন ধরে পাঠদান করে আসছেন। তারই ফল হিসেবে এমপিওভুক্ত।

    উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলছে নায়কের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার গুণগত মান ও ফলাফল সন্তোষজনক।

  • শালিখায় শারীরিক ভাবে লাঞ্চিত বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল-যথাযথ বিচার দাবী মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসীর

    শালিখায় শারীরিক ভাবে লাঞ্চিত বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল-যথাযথ বিচার দাবী মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসীর

    এইচ,এম রাজিব

    মাগুরার শালিখায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলকে শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গ্রামের মৃত রেজাউল মোল্যার ছেলে। অভিযোগে বলা হয়েছে, বসত বাড়ীর সীমানা বিরোধ থাকায় গত ২৯ জুলাই ২২ ইং তারিখ সকাল ১১টায় সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারিত হওয়ার পর সীমানা পিলার বসানে কে কেন্দ্র করে বাগ বিতন্ডতা সৃষ্টি হয়। ঐ সময় প্রতিবেশি আব্দুল খালেক ও তার ভাগ্নে সাগর আলী মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে তারা দুজনই আমার উপর চড়াও হয় এবং আমাকে গলা ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে দিয়ে লাথি-গুতা মারা শুরু করে। পরে প্রান বাঁচানোর ভয়ে আমি সেখান থেকে পালিয়ে যায়। বর্তমানে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। গতকাল বৃহস্পতিবার সরোজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ঐ ঘটনার প্রত্যক্ষদশী প্রতিবেশী রাজু আহম্মেদ জানান বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল চাচাকে আমার সামনে সাগর, আব্দুল খালেক সহ কয়েকজন চড় থাপ্পর ও লাথি গুতা দিয়ে মাটিতে ফেলে দেয় এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবেশি রিনা খাতুন জানান আমাদের জমির কিছু অংশ আব্দুল খালেক মোল্যার বসত ভিটার মধ্যে চলে যাওয়ায় জমিটি সঠিক মাপের জন্য বীর মুক্তিযোদ্ধা গোলম রসুল চাচাকে জমি পরিমাপের স্থলে আসতে বলি তিনি সেখানে যাওয়া মাত্রই প্রতিবেশি আব্দুল খালেক সহ কয়েকজন লোজ তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে এবং মুক্তিযোদ্ধাদের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ ওসি বিশারুল ইসলাম জানান এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর জানান, বিষয়টি অত্যন্ত গর্হিত আমরা এ বিষয়ে সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে যথার্য বিচার কামনা করছি। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের কে নিয়ে এ ধরনের কার্যকলাপ অত্যন্ত হৃদয় বিদারক বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল- হাসান জানান এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে বিষটি তদন্তের জন্য শালিখা থানা পুলিশ অবহিত করা হয়েছে।

  • মোংলায় ৫২ পিস ইয়াবা সহ রাজা আটক

    মোংলায় ৫২ পিস ইয়াবা সহ রাজা আটক

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    মোংলায় ৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে দিগরাজ শিল্প এলাকার মৎস্য উন্নয়ন করপোরেশন রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী রাজা মিয়াকে (৪২) আটক করে এএসআই জ্যোতির্ময় ফৌজদার ও এএসআই জসিম উদ্দিন। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৫২ পিস ইয়াবা জব্দ করা হয়। রাজা মিয়া বাগেহাটের ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব থানার নন্দিয়া গ্রামের বজলু মিয়ার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রাজা মিয়াকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।