March 25, 2025, 10:14 pm
হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
শোকের মাস আগস্টে বিএনপি ও ছাত্রদল ক্যাডার বাহিনীর বিভিন্ন নাশকতামূলক কর্মসূচির বিরুদ্ধে কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় কেন্দুয়া পৌরশহরের খাদ্য গুদাম এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ তার বক্তব্যে বলেন, আগস্ট মাস এ শোকের মাসে বিএনপি-জামাত দেশে ষড়যন্ত্র করছে। আমরা ছাত্রলীগ তাদের এই ষড়ষন্ত্র
বাস্তবায়ন করতে দেব না। আমরা মাঠে থেকে তা প্রতিহত করব।
বিক্ষোভ মিছিলে কেন্দুয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগ অংশগ্রহণ করেন।
হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।