Category: দেশজুড়ে

  • ময়মনসিংহে জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।

    ময়মনসিংহে জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।

    মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় করেছে ময়মনসিংহ জেলা,
    মহানগর,সদর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতীয় পার্টি জেলা,মহানগর, সদর উপজেলা সাখার উদ্যোগে দুপুরে সুন্দর মহলস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ কে আর ইসলাম, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সেলিম,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল চেয়ারম্যান,মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খোকনসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন নেতৃবৃন্দ বৃন্দ।

  • ময়মসিংহের চরপাড়ায় শাহ জালাল এর নেতৃত্বে জাতীয় শোক দিবস পালিত।।

    ময়মসিংহের চরপাড়ায় শাহ জালাল এর নেতৃত্বে জাতীয় শোক দিবস পালিত।।

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌৪৭তম শাহাদাৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে।

    সোমবার (১৫ আগস্ট) বিকালে নগরীর চড়পাড়া মোড় এলাকায় ময়মনিসংহ মহানগরের ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজালাল হ্রদয় এর নেতৃত্ব এ আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের পদভারে দোয়া মাহফিল ও শোক সভাটি জন সমুদ্রে পরিনত হয়। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহ জালাল হ্রদয়।

    দুপুরে মিলাদ ও দোয়া পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। এসময় ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল।।

    ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল।।

    আরিফ রববানী,ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ঘাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।

    সোমবার (১৫ আগস্ট) বিকালে স্থানীয় দাপুনিয়া বাজারে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন, আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। আর উন্নত, সমৃদ্ধ দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যার পাশে থাকতে। উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে আগামীতে আবারো নৌকার বিজয় ধরে রাখতে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

    ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম কাজল,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম আকন্দ রুবেল ও জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাখাওত হোসেন বাবুল এর ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান,সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাঈদ,মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল পাঠান,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সরকার,শাজাহান মন্ডল,নুরুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজাহান সরকার,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ সরকার,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ মন্ডল,8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম দুলু,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডল, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক,ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবু হানিফা,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজল ফকির, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শহিদ, মুরাদ মিয়া,সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ূন আহমেদ প্রমূখ। পরে আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলে মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং উন্নয়নের কারিগর দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করা হয়।

  • বঙ্গবন্ধু দিয়েছেন দেশের স্বাধীনতা, শেখ হাসিনা উন্নয়ন-গৌরীপুরে আ’লীগ নেতা অনু।।

    বঙ্গবন্ধু দিয়েছেন দেশের স্বাধীনতা, শেখ হাসিনা উন্নয়ন-গৌরীপুরে আ’লীগ নেতা অনু।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রাজপথ কাপানো সাবেক ছাত্রনেতা শরীফ হাসান অনু বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাঙালি জাতির স্বাধীনতা অর্জন হতো না। তিনি বলেন- বিশ্বনেতা বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির জন্য নয়, বিশ্বের নিপীড়িত-নির্যাতিত গণমানুষের মুক্তির পথপ্রদর্শক। তাই তিনি বিশ্বনেতা শেখ মুজিব।

    সোমবার (১৫ আগস্ট) গৌরীপুর উপজেলার পাট বাজারস্থ মোড়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা নুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম, নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আঃ মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আঃ মোতালেব বি এস সি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা বাবু রঞ্জন সরকার,গৌরীপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল হক হীরা, নুরুল ইসলাম, জাকিদ হাসনাত দোলন,টফি,পলাশ, রানা, বাবু,রনি, লায়নসহ আওয়ামী লীগ নেতা বাচ্চু, হারুন, তারা, কাশেম, আব্দুল্লাহ, এনামুল, শাহিন,মঞ্জু ছাত্রলীগ নেতা তৌহিদ, শাকিল, হানিফ, শিমুল ইব্রাহিম প্রমূখ।

    এসময় শরীফ হাসান অনু আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীপ্ত কণ্ঠের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশকে হানাদারমুক্ত করেছিল। আর এই দীর্ঘ নয় মাস স্বৈরাচার পাকিস্তান কারাগারে বন্দিদশায় জীবন-মৃত্যুর মুখোমুখি সময় পার করেন জাতির এ মহাপুরুষ।

    তিনি বলেন, স্বাধীনতাকামী বাঙালি এবং বিশ্বনেতাদের চাপের মুখে কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি রাজনীতির এই মহাকবি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রেখে বীর বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয়কে পূর্ণতা দেন।

    তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন-অগ্রগতিতে দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন,আর তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, তিনি শেখ হাসিনার নেতৃত্বে চলমান এই উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে আওয়ামী লীগকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

  • পাইকগাছায় স্বেচ্ছাশ্রমে শিবসার ভাঙ্গনকৃত বাঁধ মেরামত,  অরক্ষিত কপোতাক্ষ প্লাবিত এলাকা

    পাইকগাছায় স্বেচ্ছাশ্রমে শিবসার ভাঙ্গনকৃত বাঁধ মেরামত, অরক্ষিত কপোতাক্ষ প্লাবিত এলাকা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    বৈরী আবহাওয়া ও শিবসা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে খুলনার
    পাইকগাছা উপজেলার সোলাদানা এলাকায় ক্ষতিগ্রস্থ ভেড়িবাঁধ
    স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে এলাকাবাসী। সোমবার (১৫ আগস্ট) উপজেলা
    প্রশাসনের তত্বাবধায়ন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নের্তৃত্বে
    এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে পাউবোর সরবরাহকৃত সরঞ্জামাদি দিয়ে
    ক্ষতিগ্রস্থ বাঁধটির প্রাথমিক সংষ্কার করা হয়েছে। এদিকে জোয়ারের
    পানির চাপে উপজেলার মাহমুদকাটি ও রামনাথপুরের বিস্তীর্ণ এলাকা
    প্লাবিত হলেও এখন পর্যন্ত সেখানকার বাঁধ মেরামতে কোন প্রকার ব্যবস্থা
    নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
    এর আগে রোববার (১৪ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়ায় জোয়ারের প্রবল
    পানির চাপে শিবসার সোলাদানা ইউনিয়নের পাউবোর ২৩নং পোল্ডারের
    বয়ারঝাঁপা এলাকার ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে প্রায় ৩০ ফুট ওয়াপদার বাঁধ
    ভেঙ্গে ও কপোতাক্ষের মাহমুদকাটি ও রামনাথপুরে উপচে পড়া পানিতে
    লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এসময় ভেসে যায়
    ছোট-বড় বহু মৎস্য ঘের। পানির তোড়ে অনেক বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়।
    এব্যাপারে পাইকগাছা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক
    মোঃ রমজান সরদার জানান, সোলাদানা ইউনিয়নটি মূলত দ্বীপ বেষ্টিত অ ল।
    ফলে প্রায় সারা বছরই প্রাকৃতিক দুযোর্গে সেখানকার কোন না কোন এলাকা ক্ষতিগ্রস্থ হয়। তার দাবি, ওই এলাকার প্রায় ৩০ কিঃমিঃ বাঁধ
    ঝুঁকিপূর্ণ রয়েছে। বেতবুনিয়া আবাসন প্রকল্প থেকে শুরু করে বরইতলা,
    পাটকেলপোতা, সোলাদানা, আমুড়কাটা হয়ে সোনাখালী পর্যন্ত প্রায় ৩০
    কিঃমিঃ টেকসই বাঁধ নির্মাণ করা হলে দফায় দফায় ভাঙনের হাত থেকে
    স্থায়ীভাবে মুক্তি পাবে ওই এলাকার ভুক্তভোগী সর্বসাধারণ।
    সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, গতকাল
    শিবসা নদীর তীরবর্তী তার ইউনিয়নের বয়ারঝাঁপার ভাঙ্গাহাড়িয়া নামক
    স্থানে ওয়াপদার দূর্বল ভেড়িবাধটি ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
    হয়। সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে তার নেতৃত্বে
    স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্থ ভেড়িবাধটির প্রাথমিকভাবে
    মেরামত করেছেন। সর্বশেষ পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা,
    থানা অফিসার ইনচার্জসহ পাউবো কর্তৃপক্ষ ওই এলাকা পরিদর্শন করেছেন
    বলেও জানান তিনি।
    এ ব্যাপারে হরিঢালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড সদস্য শংকর বিশ্বাস জানান,
    রোববার প্রবল জোয়ারের লোনা পানিতে মাহমুদকাটির জেলে পল্লীসহ
    রামনাথপুর এলাকার বহু ঘর-বাড়ি প্লাবিত হয়ে মারাত্মক ক্ষতি হয়েছে।
    সর্বশেষ ব্যবস্থা গ্রহনে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি।
    পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার
    জানান, পাইকগাছা উপজেলার ৬টি পোল্ডারে মোট ২৫০ কিঃমিঃ বেড়ি
    বাঁধ রয়েছে। তার মধ্যে মোট ৩৩ কিঃমিঃ বাঁধ অতিরিক্ত ঝুঁকিপূর্ণ
    অবস্থায় রয়েছে। ওয়াপদার বাঁধ ভেঙ্গে যাওয়ার খবরে পেয়ে তিনিসহ সংশ্লিষ্ট
    কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। সর্বশেষ উপজেলা
    প্রশাসনের তত্বাবধায়নে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের সরবরাহকৃত সরঞ্জামাদি ব্যবহার করে ক্ষতিগ্রস্থ বাঁধটি প্রাথমিকভাবে
    মেরামত করা হয়েছে বলেও জানান তিনি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম উর্ধমুখী, বিপাকে সাধারন মানুষ

    পাইকগাছায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম উর্ধমুখী, বিপাকে সাধারন মানুষ

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় গত কয়েকদিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বেড়েই চলেছে। কাঁচা বাজারেও নেই সোস্তি। শুধু কাঁচাবাজারের দাম বাড়েনি, বেড়েছে সকল প্রকারেরর চাল,পেঁয়াজ, ডাল ও তেলের দাম। এ ভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষজনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
    উপজেলার কপিলমুনি, গড়ইখালী, গদাইপুর, নতুন বাজার, মানিকতলা, বাঁকা, চাঁদখলী বাজার ঘুরে দেখা গেছে, যেখানে গত সপ্তাহে খুচরা বাজারে কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি ১৬০ টাকা, সেখানে বেড়ে দাঁড়িয়েছে ২৫০ টাকা। বেগুন ২৫ টাকা থেকে বেড়েন দাঁড়িয়েছে ৪৫ টাকা, পটল ২০ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা, ঢ্যাঁড়স ২০ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা, পেঁয়াজ ৪০ থেকে বেড়ে ৫৫ টাকা, করলা ৫০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, কচুমুখী ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, কাঁচকলা ৩০ টাকা থেকে ৪০ টাকা, ওল কচু ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, মসুরির ডাল ৯০ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
    অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সুযোগে অনেক ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রি করছেন। এ কারণে নিম্নআয়ের মানুষজন ভোগান্তির স্বীকার হচ্ছেন।
    পাইকগাছা পৌরসভা বাজারে আসা ক্রেতা মো. রফিকুল ইসলাম (৫৫) বলেন, ‘আমি একজন ভ্যানচালক। প্রতিদিন ভ্যান চালিয়ে যা পাই তাই দিয়ে চলে ৪ সদস্যের সংসার। কয়েক দিন বৃষ্টি হওয়ায় ভ্যানে যাত্রী উঠছেন না। আজ ভ্যান চালিয়ে ৩০০ টাকা পেয়েছি। কিন্তু বাজারে যেভাবে চাল, ডাল, কাঁচা তরকারী দাম বাড়ছে তাতে সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। বাজার করবার পর কাছে আর কোনো টাকা নেই। বাড়িতে আবার বৃদ্ধ অসুস্থ মা আছে। কি দিয়ে মায়ের ওষুধ কিনব ভেবে পাচ্ছি না। চা দোকানদার প্রতিবন্ধী ব্রজেন মণ্ডল বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমি চা বিক্রি করে সংসার চালাই। কিন্তু গত এক সপ্তাহ ধরে যেভাবে অস্বাভাবিক হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে সীমিত আয়ের মানুষজন কীভাবে সংসার চালাব ভেবে পারছি না। সকালে ৫০০ টাকা নিয়ে পৌর বাজারে এসেছি চাল, ডাল, কাঁচা তরকারী কিনার পর আর টাকা নেই। আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। সে কারণে ঋণের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি।
    উপজেলার গজালিয়া গ্রামের হাফিজুর রহমান জানান, পাইকগাছা বাজারে ৭০০ টাকা নিয়ে বাজার করতে এসেছেন তিনি। কাঁচা তরিতরকারি কেনার পর এখনো ব্যাগ ভরছে না। অন্য সময় ৭০০ টাকার বাজার করলে দুটি ব্যাগ লাগত তাঁর।
    চাঁদখালী ইউনিয়নের কাঁচাবাজার ব্যবসায়ী আয়ুব আলী বলেন, ‘গত এক সপ্তাহ ধরে বাজার নিয়ন্ত্রণে নেই। আমরা কাঁচামাল তালা থানার পাইকারি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। পাইকারি বাজারে দাম বেড়ে গেছে। সে কারণে আমাদের বেশি দামে মালামাল বিক্রি করতে হচ্ছে। পাইকগাছা কাঁচাবাজর সমিতির সভাপতি কামরুল ইসলাম জানান, ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেটের কারণে মালামালের দাম বাড়াচ্ছে না। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরাও বেশি মূল্য বিক্রি করছেন। তবে আগে ক্রেতারা যে মাল এক কেজি কিনত, এখন তার অর্ধেক কিনছেন।
    সোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজামান বলেন, পৌর বাজারে ব্যবসায়ীদের তালা, বেতগ্রামসহ বিভিন্ন পাইকারি বাজার থেকে কাঁচামাল কিনে আনতে হয়। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পরিবহন খরচ বেশি পড়ছে। সে কারণে একটু বেশি দামে মালামাল বিক্রি করতে হচ্ছে।
    এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘যদি কেউ বাজার মূল্যের থেকেও অতিরিক্ত দামে মালামাল বিক্রি করে তাহলে তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

    পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জাতীয় শোক দিবসে পুষ্পস্তবক অর্পণ,র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা বঙ্গবন্ধু স্বাধীনতা মন্চে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রসাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, তার পর জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিহাব উদ্দিন ফিরোজ বুলু, থানার পক্ষ থেকে ওসি জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এবং আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি এফ এম এ রাজ্জাক,এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান পূষ্প মাল্য প্রদান করেন।এর পর ১ মিনিট নিরবতা পালন করে এক বিশাল ্র্যালী পাইকগাছা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।অনুরুপ ভাবে উপজেলার ১০টি ইউনিয়নে যথাযোগ্য ভাবে জাতীয় শোক দিবস পালন করা হয়।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • নাগরপুরে উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদতবার্ষিকী পালন

    নাগরপুরে উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদতবার্ষিকী পালন

    মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ : টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল একটি শোক র‌্যালী সদর বাজারের গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিন করে। শাহাদতবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
    উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ও নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. খুরশিদ আলম বাবুল, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, সাবেক ভিপি আল-মামুন, ছানিয়ার রহমান প্রমুখ।
    এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    অপরদিকে উপজেলা যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ পৃথক পৃথক ভাবে শোক র‌্যালী বের করে। শোক র‌্যালী গুলো উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিণ করে।

    নাগরপুর,টাঙ্গাইল।।

  • নওগাঁর আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত

    নওগাঁর আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার(15 আগষ্ট) সকালে আত্রাই( আহসানগঞ্জ) রেলওয়ে ষ্টেশানের উত্তরপার্শে অস্থায়ী বেদীতে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় এ ছাড়া আত্রাই উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স এর সন্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকিকৃতিতে পুস্পস্তবক অপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা অফিসার ইনচার্জ তারেক সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা (ভারপ্রাপ্ত) কমন্ডার আব্দুল মালেক মোল্ল্যা, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাস, বীর মুক্তি যোদ্ধা খালেকুজ্জামান বুলুসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠন,সরকারী- বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, ইয়ূথ টিভি আত্রাই প্রতিনিধি সুজন কবিরাজ,বেসরকারি উন্নয়ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন। অপর দিকে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিকে পুস্পস্তবক অপর্ণের পর দলীয় কার্যালয় থেকে আ’লীগ,যুবলীগ,ছাত্র লীগ, মহিলা আ’লীগ যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকমীদের সমন্বয়ে উপজেলায় একটি বিশাল শোক র‌্যালী বের করা হয়।#

  • নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

    নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত । জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত। সোমবার (১৫ আগস্ট) সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, পুরাতন বাস টার্মিনাল গোল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
    পুরাতন বাস টার্মিনাল গোল চত্বর থেকে শোক র‌্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তববক অর্পণ, পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    এসব কর্মসূচিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার), জেলা আ,লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন চৌধূরী, সদর উপজেলা আ,লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।