July 2, 2025, 2:15 am
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫। ২০২৪-২৫ অর্থবছরের “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (ডিএই অংশ)”-এরআওতায় গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
রাজশাহী ভ্রমণ গাইড বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোছা: উম্মে ছালমা।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোছা: উম্মে ছালমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মোছা: উম্মে ছালমা
বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে যেমন কৃষকের উৎপাদনশীলতা বাড়বে, তেমনি টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, মেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি, পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা, জৈব সার উৎপাদন ও ব্যবহারের কলা-কৌশল, উন্নত মানের বীজ, বছরব্যাপী চাষযোগ্য প্রযুক্তি, এবং টেকসই কৃষির উদ্ভাবনী ধারণা নিয়ে সবাই কাজ করছেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ। তিনি বলেন, “এই মেলার মাধ্যমে কৃষকরা জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে পরিচিত হবেন, যা তাদের ফসল উৎপাদনে দক্ষতা ও সচেতনতা বাড়াবে।”রাজশাহী ভ্রমণ গাইড
তিনি বলেন, “সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই মেলা সেই লক্ষ্যে একটি কার্যকর উদ্যোগ।”বিভিন্ন প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। এতে কৃষক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী ও সুধীজনসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলার উদ্বোধন শেষে অতিথিরা স্টলসমূহ ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মুনসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই মেলা গোদাগাড়ীর কৃষি ব্যবস্থাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন সংশ্লিষ্টরা।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।