January 15, 2025, 4:21 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের উপজেলার দাপুনিয়া বাজারের সরকারি পেরিফেরি জায়গায় ব্যবসায়ীদের পুনর্বাসনে উচ্ছেদকৃত সরকারী জমিতে নির্মিত শেডঘরে দোকান বরাদ্দ বিষয়ে আবেদনকারীদের কাগজপত্রাদিসহ অন্যান্য যাচাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে
শনিবার (১২আগষ্ট)সকাল ১১ ঘটিকা থেকে দিনব্যাপী দাপুনিয়া ইউনিয়ন ভূমি অফিসে দাপুনিয়া বাজারে অস্থায়ী শেডঘর (তোহা বাজার) এর বরাদ্দ পাওয়ার জন্য আবেদনকারীদের কাগজপত্রাদিসহ অন্যান্য যাচাই কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,দাপুনিয়া বাজারের সরকারি পেরিফেরি প্রভাবশালীদের দখলে থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা বাধ্য হয়ে ময়মনসিংহ ফুলবাড়িয়া মহাসড়কের পাশে সড়ক ও জনপদের পতিত জায়গায় টিনশেড দোকানে কাঁচামালের ব্যবসা করে আসছিকো। পরে সওজ কর্তৃপক্ষ এসব অবৈধ টিনশেড দোকান উচ্ছেদ করায় বেকার হয়ে পড়ায় বাজারে সরকারীভাবে শেডঘর নির্মাণ করে উপজেলা প্রশাসন। নির্মাণাধীণ শেডঘরে ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীদের পুনর্বাসনে দাপুনিয়া বাজারে অস্থায়ী শেডঘর (তোহা বাজার) এর বরাদ্দ দেওয়ার জন্য আবেদনকারীদের কাগজপত্রাদিসহ অন্যান্য যাচাই কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান- যারা পূর্বে শেডঘর নির্মাণ করে দোকান পরিচালনা করে আসছিলেন প্রথম ধাপে তাদেরকে পুনর্বাসিত করা হবে এবং পরবর্তী দুই ধাপে যারা বাজারের অন্যত্র দোকান করেছিলেন (মূলত মহাসড়কের দুইপাশে এবং যাদেরকে উচ্ছেদ করা হয়েছে) তাদেরকেও পর্যাপ্ততা সাপেক্ষে শেডঘর প্রদান করা হবে।প্রথম ধাপের যাচাই কার্যক্রমে উপস্থিত থাকায় সকলকে ধন্যবাদ জানান তিনি।
ইউএনও জানান, বাজারটি সরকাটি ভাবে ইজারা নেওয়া হয়েছে। বাজারের পেরিফেরি ভুক্ত জমি বেদখল দিয়েছিলো স্থানীয় কিছু প্রভাবশালী মহল। যার ফলে সওজের জায়গায় দোকান বসিয়ে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করত।পরে সেগুলো উচ্ছেদ করে সরকারিভাবে শেডঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
এসময় সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান, উপ-সহকারী ভূমি কর্মকর্তা অনুপ কুমার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ উদ্দিন, ইউপি সদস্য আনিছুর রহমান কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।