July 1, 2025, 8:16 pm
আরিফ রববানী ময়মনসিংহ: জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা ১৯৭২ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম । তিনি বলেন, “এই দিনটি আমাদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন, আমরা তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল আল মামুন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ
বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক সুধীজন অনেকেই উপস্থিত ছিলেন।