July 1, 2025, 8:25 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গাজীপুরে স্বামীর গোপ-নাঙ্গ কে-টে পা-লালেন স্ত্রী কাপাসিয়ায় বাড়ি থেকে তু-লে নিয়ে যুবককে কু-পিয়ে হ-ত্যার অভি-যোগ গোদাগাড়ীর রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বাবু জুলাই গণঅ-ভ্যুত্থানে শহী-দদের রূ-হের মাগ-ফিরাত কামনায় ময়মনসিংহ জেলা প্রশাসনের দোয়া কোন ধরণের অ-পরাধীকে ছাড় দেওয়া হবে না- ওসি শিবিরুল ইসলাম মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই- ইউএনও মাসুদ রানা নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য জুলাই পদযাত্রা নেমেছে এনসিপি সোনাডাঙ্গা থানা নবগঠিত ১৮ নং ওয়ার্ড তাঁতী দলের আংশিক কমিটির সভা অনুষ্ঠিত ধর্মপাশায় বিয়ের প্রলো-ভনে ধর্ষ-ণের অভি-যোগে কনস্টেবল কা-রাগারে তানোরে পানিতে ডু-বে এক যুবকের মৃ-ত্যু
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি শুভ উদ্বোধন

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি শুভ উদ্বোধন

প্রেস রিলিজ।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরির পরীক্ষণ কার্যক্রম শুরুর নিমিত্ত অদ্য ০১-০৭-২০২৫ তারিখে অত্র কার্যালয়ের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবের শুভ উদ্বোধন করা হলো।

মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব একটি বিশেষায়িত ল্যাব যেখানে বিভিন্ন ধরনের ক্ষুদ্র জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবী শনাক্ত এবং বিশ্লেষণ করা হয়। উক্ত ল্যাবে বিভিন্ন পরীক্ষামূলক পদ্ধতি (যেমন কালচার, মাইক্রোস্কোপিক পরীক্ষা) ব্যবহার করে খাদ্য, প্রসাধনী, পানি প্রভৃতি পণ্যের জীবাণু পরীক্ষা করা হয়। নিরাপদ, জীবাণুমুক্ত এবং বিএসটিআই এর গাইড লাইন অনুযায়ী মানসম্পন্ন পণ্যের উৎপাদন নিশ্চিত করতে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাদ্যে জীবাণু থাকলে তা খাদ্য বাহিত বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, অন্যদিকে প্রসাধনীতে জীবাণু থাকলে ত্বকে সংক্রমণ বা অ্যালার্জি জনিত রোগ হতে পারে। মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষার মাধ্যমে ক্ষতিকর জীবাণু যেমন সালমোনেলা, ই.কোলাই (খাদ্যে), স্ট্যাফাইলোকক্কাস, সিউডোমোনাস (প্রসাধনীতে) আগে থেকেই শনাক্ত করা যায়। মাইক্রোবিয়াললোড ও খাদ্যনষ্টকারী/পচনকারী জীবাণু (যেমন মোল্ড ও ঈস্ট) পরীক্ষাপূর্বক পণ্যের সঠিক স্থায়িত্বকাল (Self-Life) ও সংরক্ষণকাল সম্পর্কে ধারণা পাওয়া যায়।

টোটাল প্লেট কাউন্ট/টোটাল ভাইয়াবল কাউন্ট, ঈস্ট এন্ড মোল্ড কাউন্ট, টোটাল কলিফর্ম কাউন্ট, ফেকাল কলিফর্ম কাউন্ট, সালমোনেলা, ই.কোলাই, শিগেলা, সিউডোমোনাস এরুগিনোসা, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ক্যান্ডিডা অ্যালবিকানস ইত্যাদি প্যারামিটার এখন থেকে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে পরীক্ষার সুযোগ সৃষ্টি হলো।

এ বিষয়ে অফিস প্রধান প্রকৌ: মুবিন-উল-ইসলাম, উপপরিচালক (পদার্থ) জানান যে, এই ল্যাব চালুর পূর্বে রংপুর বিভাগের স্টেকহোল্ডারগণ সংশ্লিষ্ট পণ্যের মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষার জন্য বিএসটিআই ঢাকা/রাজশাহী ল্যাবরেটরিতে নমুনা পাঠাতে হতো যা ছিল সময় সাপেক্ষ । এখন থেকে বিভিন্ন পণ্যের মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষণ সেবা স্টেকহোল্ডারগণ বিএসটিআই, রংপুর থেকে নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD