April 9, 2025, 12:09 am
এম এ আলিম রিপন,সুজানগরঃ তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্যে পাবনার সুজানগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.লুৎফর রহমান,উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন ও কঁাচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক নাবিল হোসেন প্রমুখ। আলোচনাসভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।