May 25, 2025, 7:15 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন দুদকের অভিযান চললেও বিআরটিএ কর্মকর্তাদের অনি-য়ম দু-র্নীতি কোনো ভাবে বন্ধ হচ্ছে না সারাদেশে স্বর্ণ ও মাদ-কসহ বিভিন্ন চো-রাচালানী করে অনেকেই কোটি কোটি টাকার মালিক সভাপতি বাবুল ও সম্পাদক রানা পীরগঞ্জ প্রেসক্লাব নির্বাচন তাড়াশে আওয়ামীলীগ নেতা আবুল বাশার গ্রেফ-তার গোদাগাড়ীতে ভূমি মেলায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন সেবা পাওয়া যাবে ইউএনও ফয়সাল আহমেদ নড়াইলে নাশ-কতা মাম-লায় ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস সহ গ্রেফ-তার ৩ মহেশপুরে সাংবাদিক ওবাইদুল হকের উপর হাম-লার প্রতি-বাদে মানববন্ধন চৌহালীতে জেলেদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ হা-তুড়ি দিয়ে পি-টিয়ে চালককে হ-ত্যা করে সিএনজি ছিন-তাই
দেশব্যাপী সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

দেশব্যাপী সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

নিউজ ডেস্ক।।
দেশব্যাপী প্রথমবারের মতো সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সবার জন্য গুণগত মানসম্পন্ন ওষুধ সহজলভ্য ও সাশ্রয়ী করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।

তিনি জানান,“প্রাথমিকভাবে এসব ফার্মেসিতে বহুল ব্যবহৃত ২৫০ প্রকার ওষুধ পাওয়া যাবে, যা বাজার মূল্যের তিন ভাগের এক ভাগ দামে বিক্রি করা হবে।”

সায়েদুর রহমান বলেন,“সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ল্যাব ও অন্যান্য সেবা থাকলেও এখন পর্যন্ত কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস ছিল না। নতুন এই ফার্মেসিগুলো সেই শূন্যতা পূরণ করবে।”

সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে এই সাশ্রয়ী ফার্মেসি চালু হবে বলে জানান তিনি। তিনি আরো জানান, রোগীদের চিকিৎসা ব্যয়ের বড় অংশই ওষুধের পেছনে খরচ হয়, যা অনেক সময় দরিদ্র পরিবারগুলোকে দারিদ্র্যসীমার নিচে নামিয়ে দেয়। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ দীর্ঘমেয়াদি অসুখে আক্রান্ত কয়েক কোটি মানুষ এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি ফার্মেসির অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে ওষুধ চুরির প্রবণতা ঠেকানো। তাই পুরো ব্যবস্থা ডিজিটাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Ezoic

বর্তমানে ইডিসিএল (Essential Drugs Company Limited) বছরে প্রায় ১,৩০০ কোটি টাকার ওষুধ সরবরাহ করে। এবার এই উৎপাদন ও সরবরাহ সক্ষমতা আরও বাড়ানো হবে, এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ বাড়াতে বাজেট বৃদ্ধি করা হবে বলেও জানান অধ্যাপক সায়েদুর রহমান।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD