April 18, 2025, 10:12 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোটারদের সরাসরি গোপন ভোটে শফিউল্লাহ মনি সভাপতি, হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদক ও শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (০৮ এপ্রিল) বিকেলে ইউনিয়নের পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান বিজয়ীদের নাম ঘোষণা করেন। কাউন্সিলে তঁাতীবন্দ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৮টি ভোট নষ্ট হওয়ায় তা বাতিল করা হয়। বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এ ভোট অনুষ্ঠিত হয়। কাউন্সিলে শফিউল্লাহ মনি ২৬২ ভোট পেয়ে নতুন সভাপতি, ১৬৭ ভোট পেয়ে হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদক এবং ১২৮ ভোট পেয়ে শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের মধ্যে সাদেক মুন্সী ১২৩ ভোট ও নিজাম উদ্দিন পান ৫৭ ভোট, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের মধ্যে খন্দকার গোলাম আযম ৮৯ ভোট, এস এম মাহবুবুর রহমান রাজা ৭৩ ভোট, মজিবুর রহমান খঁান ৬০ ভোট ও ডালিম আহমেদ পান ৫৪ ভোট এবং সাংগঠনিক সম্পাদক প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের মধ্যে মনিরুজ্জামান মান্নান ৯৯ ভোট, আব্দুর রাজ্জাক ৭৫ ভোট, জামাল সরদার ৭১ ভোট ও হালিম শেখ পান ৭০ ভোট। এর আগে এদিন সকালে বিদ্যালয় মাঠে কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান। তঁাতীবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিউল্লাহ মনির সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার গোলাম আযমের সঞ্চালনায় কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম ওবাইদুল, হাজারী হারুন অর রশিদ ও মিজানুর রহমান জালাল। অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা ও পৌর বিএনপি নেতা ইয়াকুব আলী ও সাফা প্রমুখ।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।