April 9, 2025, 12:01 am
এম এ আলিম রিপন : সুজানগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সুজানগর ইউসিসিএ লিমিটেডের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) সভাপতি ইয়াকুব আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অপিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, দারিদ্র্য দূরীকরণে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকারত্ব দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সরকার সমবায়ীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন হচ্ছে। সরকারের গৃহীত উদ্যোগ সফল করতে হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।