November 12, 2024, 5:32 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কাদিপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ ডালিম রেজা (৩০)। মোঃ ডালিম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের মোঃ তুফানীর ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম ও ফোর্সসহ গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী থানার উজানপাড়া বাইপাস মোড় এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী মডেল থানার কাদিপুর গ্রামস্থ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের এমএসবি ইটভাটা সংলগ্ন জনৈক মোঃ রবিউল ইসলাম এর বাড়ির উত্তরপার্শ্বের ইটের দেওয়াল সংলগ্ন ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানার নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ অভিযুক্ত মোঃ ডালিম রেজাকে আটক করে এবং তার দেখানো মতে পাঁচটি চটের বস্তায় রক্ষিত পলিথিনের ভিতর পোটলা করা মোড়ানো ১৩৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, অভিযুক্ত মোঃ ডালিম রেজার বিরুদ্ধে ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা দায়ের হয়েছে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।