October 31, 2024, 2:14 am
এম এ আলিম রিপনঃ“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই”-এই প্রতিপাদ্য নিয়ে পাবনার সুজানগরে চলছে ইঁদুর দমন অভিযান। এ উপলক্ষে বুধবার (৩০ অক্টোবর) র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এদিন বেলা ১১টায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বের হওয়া র্যালীটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক ড.মোঃ জামাল উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরীর সঞ্চালনায় জাতীয় ইঁদুর দমন অভিযানের আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক ড. মোঃ জামাল উদ্দিন বলেন, ইঁদুর আমাদের বৈশ্বিক জীববৈচিত্রের একটি অংশ। তাই ইঁদুর দমনের পদ্ধতি হতে হবে পরিবেশ সম্মত, যাতে অন্যান্য উপকারী জীবের কোন ক্ষতি না হয়। ইঁদুর তিনভাবে মানুষের ক্ষতি করে জানিয়ে তিনি বলেন, প্রথমত মাঠের কৃষিশস্য খেয়ে ফেলে, দ্বিতীয়ত গুদামজাত খাদ্যশস্য ভোগ ও কলুষিত (নষ্ট) করে। তৃতীয়ত, মানুষ এবং পশুপাখির মারাত্মক রোগের জীবাণু বহন করে ইঁদুর। শুধু তাই নয় বাংলাদেশে প্রতি বছর অনেক ফসল ইঁদুরের জন্য নষ্ট ও অনেক জমির ফসল ইঁদুরের আক্রমণের শিকার হয়। শাকসবজি, দানাজাতীয়, মূল জাতীয়, ফলসহ প্রায় সবকিছুই ক্ষতি করে থাকে ইঁদুর। সংরক্ষিত ফসলেরও ক্ষতি করে। তাছাড়া ইঁদুর মুরগির খামারে গর্ত করে, খাবার খেয়ে, ডিম ও ছোট মুরগি খেয়ে প্রতি বছর প্রতিটি খামারের অনেক টাকা ক্ষতি করে থাকে। এছাড়া গবাদিপশু ও পোল্ট্রিতে অনেক রোগের বাহক ইঁদুর। তাই ইঁদুর নিধনের প্রযুক্তিগুলো সবার দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। সেগুলোর ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, ক্ষতি বিবেচনায় বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১৯৮৩ সাল থেকে ইঁদুর দমন অভিযান পরিচালনা করে আসছে। সুজানগর উপজেলায় ২০২৪ সালের জানুয়ারী মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৯০৬০টি ইঁদুর দমন করা হয়েছে। এর ফলে ইঁদুরের হাত থেকে ২৯০ মেট্রিক টন ফসল রক্ষা করা সম্ভব হয়েছে । গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া ইঁদুর দমন অভিযান আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।