October 15, 2024, 12:05 am
হেলাল শেখঃ পৃথিবীটা অনেক সুন্দর সৃষ্টি করেছেন যিনি, দেখিতে বড় ইচ্ছে হয় না জানি কেমন তিনি।
সোনার মতো রূপটি তোমার কাজল বরণ চুল, সাগর দুটি নয়ন যেন তুমি রাঙা গোলাপ ফুল। চাঁদের মতো মুখটি তোমার মধুর মতো ভাষা, ফুলের মতো মনটি ভেবে তোমায় দিলাম ভালোবাসা।
ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয়, তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয় এক ভালোবাসার স্মৃতির কথা।
সৃষ্টি করেছেন যিনি আমার প্রতি তার আছে সুদৃষ্টি, আল্লাহ ভরসা একদিন হবে দেখা ইনশাআল্লাহ। সেইদিন আর পিছনে চাওয়ার সময় থাকবে না। চিরো বিদায় নেওয়ার আগে আবার হবে কি দেখা, মায়াহীন পৃথিবীতে সবকিছুই যেন ফাঁকা।
প্রিয় আত্মার ভাই বন্ধু তোমাদের কাছে কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করিও, আমি হয়তো থাকবো না, আমার স্মৃতির চিত্র রয়ে যাবে। পৃথিবীতে সবকিছু মিথ্যা শুধু মৃত্যুই চিরসত্য।
ফুলকে আমি ভালোবাসি তাই ছিরতে পারিনা, মানুষকে আমি ভালোবাসি বলে ভুলতে পারিনা