July 2, 2025, 12:32 am
কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে রাতের আধারে চার শতাধিকেরও অধিক ছোট বড় লাউয়ের সাথে গাছ কেটে ফেলেছে অজ্ঞত নামারা দুষ্কৃতকারী লোকজন। এ বিষয় থানায় অভিযোগ করেছেন সবজি বাগানের মালিক মিঠু খান।
ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান মিঠু ৪৬ খানের বেলায়। মিঠু জাহাঙ্গীর নগর ইউনিয়নের তিলের চর গ্রামের মৃত মোঃ আলেফ খানের পুত্র।
তিনি ( মিঠু) জানায় তার নিজ বাড়ির সন্নিকটে রাস্তার পশ্চিম পাশে পৈত্রিক সম্পত্তিতে প্রদর্শনি রুপে বাবুগঞ্জ কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের মতাবলম্বনে একশত লাউ গাছের চারা রোপন করেন তিনি।
কিন্তু ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ থেকে সকাল ৫ ঘটিকার মধ্য অজ্ঞত নামা কতিপয় দুষ্কৃতকারীরা তার লাউয়ের বাগানে অনধিকার ভাবে প্রবেশ করে রোপন কৃত ফলজ ১ শত টি লাউ গাছ লাউয়ের সাথে কেটে ফেলায় দের লক্ষাধিক টাকার অধিকতর ক্ষতি গ্রস্হ হন তিনি (মিঠু)।
১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঘুম থেকে জেগে লাউ ক্ষেতে গেলে গাছ গুলি কাটা দেখতে পান মিঠু।
স্হানীয়দের ঘটনাটি বল্লে তারা অনেকেই সরজমিনে গিয়ে লাউ গাছ গুলি কাটা দেখতে পেয়ে দুঃখ প্রকাশ করে দ্রুত আইনি সহয়তা নিতে পরামর্শ দেন তারা।
তাদের পরামর্শ ক্রমে লাউ গাছের মালিক ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে বাবুগঞ্জ থানায় ফলজ লাউয়ের গাছ নিধন অজ্ঞতনামা দুষ্কৃতকারীদের নামে অভিযোগ দায়ের করেন মিঠু এমনটি জানিয়েছেন তিনি।
অপরদিকর বাবুগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহিবুল্লা ঘটনা জানতে পেরে সরজমিনে এসে বলেন, প্রদর্শনি রুপে রাস্তার পাশে অনাবাদি জমিতে সবজি রোপনে পরামর্শ দেই সবজি খেতের মালিক মিঠু খানকে তারি ধারাবাহিকতায় এই অনবাদি জমিতে আমার সার্বিক সহোযোগিতায় মিঠু খান একশত লাউ গাছের চরা রোপন করে পরিচর্যায় সফল উদ্যক্তা হিসেবে বিবেচিত হন তিনি। কিন্তুু কতিপয় অজ্ঞতানামা দুষ্কৃতকারী গাছগুলি কেটে ফেলায় চরম কষ্ট পেয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এরা দেশের দুষমন নিজেরাতো কাজের মনযোগি হবেননা অন্যের কাজেও ব্যাঘাত সৃস্টি করাই তাদের এক মাত্র কাজ।
তাই এদেরকে অতি দ্রুত খুঁজে আইনের আওতায় আনতে প্রশাসনের সর্ব মহলে বিচারের দাবি জানিয়েছেন কৃষি সহকারী কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন মোল্লা সহ স্হানীয় সচেতন মহলের লোকজন।