September 17, 2024, 3:49 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
এতোদিন শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিহত করেছি এখন অদৃশ্য ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে- গয়েশ্বর চন্দ্র রায় ঝিনাইদহে পুলিশ অফিসারের গাড়িতে মিলল ১২০১ বোতল ফেনসিডিল কোন বে-নামাজি লোক মসজিদের সভাপতি থাকতে পারবেন না। জামায়াতের নায়েবে আমীর মুজিবুর রহমান ধামইরহাটে জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষণা ও অগ্রগতি উদযাপন সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ সাভারে বহুল আলোচিত শিক্ষার্থী রোহান হত্যা মামলা ৩ বছর পর সিআইডিতে হস্তান্তর যশোরের ঝিকরগাছায় সড়ক দু*র্ঘটনায় যুবক নিহ*ত খাগড়াছড়িতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ঘের বিরোধে একই পরিবারের গৃহিনীসহ ৩ জনকে পি*টিয়ে জ*খম উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত
পাইকগাছায় ছেলেদের অত্যা*চার থেকে রেহাই পেতে মামলা করে বাড়ি ছাড়া পিতা

পাইকগাছায় ছেলেদের অত্যা*চার থেকে রেহাই পেতে মামলা করে বাড়ি ছাড়া পিতা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 160.14041; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছায় ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেদের নামে মামলা করে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় পিতা ও তার মেয়ে। ছেলেদের মারপিটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ অসহায় পিতা। উপায়ন্তর না পেয়ে নিজের বাড়ির অংশ ভাগ বাটোয়ারা ও ছেলেদের অত্যাচার থেকে মুক্তি পেতে আইনের আশ্রয় নেয় বৃদ্ধ পিতা । এতে ছেলেরা ক্ষিপ্ত হয়ে পিতাকে বাড়ি থেকে মারপিট করে বের করে দেয়। বর্তমানে তিনি এক কন্যাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন।
মামলা সূত্রে জানা গেছে,উপজেলার গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামের মোঃ আবু বকর সরদার তার স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে স্ত্রীর নামে পৈত্রিক রেজিষ্ট্রিকৃত আট শতক জমির উপর শান্তি পূর্ণ ভাবে বসবাস করে আসছিল। যারমধ্যে থেকে চেচুয়া মৌজার এস, এ ৯২ নং খতিয়ান যাহা বি,আর এস ৩৩ নং খতিয়ানের মধ্যে হতে দুই শতক জমি মেয়ে হোসনেয়ারা খাতুনের কাছে গত ৩০/০৩/২০২২ ইং তারিখে ১০১০ নং রেজিস্ট্রি কোবলা দলিলের মাধ্যমে বিক্রি করেন।
ইতিমধ্যে গত ৫ই মে ২০২৪ ইং সালে আবু বকরের স্ত্রী মৃত্যু বরন করেন। এর কিছু দিন পর দুই ছেলে মোঃ আলতাফ হোসেন, আফজাল হোসেন ও তাদের দুই স্ত্রীরা জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে পিতা আবু বকর ও বোন হোসনেয়ারাকে গত ০৪ জুন সকালে বেধম মার পিট করে আহত করে।পরে স্থানীয় লোকজন পিতা আবু বকরকে পাইকগাছা সরকারি হাসপাতালে ভর্তি করে।সেখানে তিনি ০৪ জুন থেকে ০৮ জুন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা গ্রহন করে বাড়িতে আসলে ছেলে আলতাফ ও আফজাল আবারও পিতা আবু বকর কে মারপিট করতে থাকে এ সময় মেয়ে হোসনেয়ারা খাতুন পিতাকে ঠেকাতে আসলে ভাইয়েরা বোন হোসনেয়ারা কে মেরে আহত করে।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি গত ০৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ভাইদের ভয়ে বাড়িতে না যেয়ে পিতাকে নিয়ে বাড়া বাসায় ওঠেন।তাদের ঘর থেকে কোন আসবাব পত্র বের করতে দিচ্ছে না ভায়েরা এমনকি বাড়ির কাছে গেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে ভাইয়েরা।
বর্তমানে ছয় শতক জমি আবু বকরের স্ত্রীর নামে থাকা সত্বেও ছেলেরা তাদের পিতা ও বোনদের কোন জমির ভাগ না দেওয়ার জন্য পিতা ও বোনদের বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। এ ঘটনায় অসহায় পিতা আবু বকর থানায় ছেলেদের নামে অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে গত,০৩ জুন ২০২৪ ইং তারিখ থানা পুলিশ ছেলেদের ডেকে আনেন।এ সময় ছেলে আলতাফ ও আফজাল পিতাকে ভোরন পোষন দেওয়া ও মারধোর করবেনা এবং যে যার যার দখলীয় জমিতে শান্তি পূর্ণ ভাবে বসবাস করবো
বলে মুছলেকা দিয়ে বাড়িতে যায়। পরে থানায় অভিযোগ করার কারনে আবারো বড় বোন হোসনেয়ারা ও পিতা আবু বকরকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে আবু বকর ও তার মেয়ে ভাড়া বাড়িতে বসবাস করছেন। এ ঘটনায়
আবু বকর ছেলেদের অত্যাচার থেকে রক্ষা ও নিজের বাড়িতে শান্তি পূর্ণ ভাবে বসবাস করার জন্য ছেলেদের নামে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।যার নং সি আর ৮৫২ তাং ০৭/০৭/২০২৪ ইং।

ইমদাদুল হক
পাইকগাছা, খুলনা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD