July 2, 2025, 1:18 am
স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধি //
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঢেউটিন বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ। মঙ্গলবার সকাল দশটায় স্বরূপকাঠি উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ তার নিজস্ব মিলনায়তনে বসে
ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের প্রথম ধাপে মোট চারশো জনের মাঝে ওই সহায়তা প্রদান করা হয়।
এ সময় স্বরূপকাঠি পৌরসভার বার বার নির্বাচিত মেয়র জনাব গোলাম কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধিদের ঘূর্ণিঝর রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। সে লক্ষ্যে আমাদের পিরোজপুর ২ আসেনর মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন মহারাজা সাহেব সরকারের পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল থেকে আপনাদের মাঝে এই ঢেউটিন বিতরণ করছেন। আপনার সকলে তার জন্য এবং জননেত্রী শেক হাসিনার জন্য দোয়া করবেন।
ঢেউটিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। এ সময় স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শওকত আকবর , প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব পৌরসভার কাউন্সলরগন ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।