October 13, 2024, 7:17 am
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ০৩ জন পলাতক আসামি গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২৭ জুন ২০২৪ খ্রি. বিকাল ১৭.৪০ ঘটিকার সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির অভিযানে ‘‘নাটোর জেলার সিংড়া থানাধীন শেরকোল আগপাড়া এলাকায়’’ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার কোরবান আলী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ০৩ জন পলাতক আসামি গ্রেফতার করতে সক্ষম হয়।
২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ আব্দুর রাজ্জাক (৬২), পিতা- মৃত জনাব আলী, ২। মোছাঃ আনোয়ারা খাতুন (৫৫), স্বামী- মোঃ আব্দুল রাজ্জাক, ৩। মোঃ আল কামা (১৮), পিতা-মোঃ আব্দুল রাজ্জাক, সর্বসাং-ওমরপুর (হাপানিয়া), থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ।
৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিগণ আরও অন্যান্য আসামিগণের সাথে বাদীর পরিবারের সাথে পারিবারিক এবং জমি সংক্রান্ত কলহ ছিল। সেই শত্রæতার জেরে গত ১৯ জুন ২০২৪ খ্রি. তারিখে আসামিগণসহ আরও অন্যান্য আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টাঙ্গাইলে ভর্তি করায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুন ২০২৪ খ্রিঃ তারিখে ভিকটিম কোরবান আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ভাতিজা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০৯, তারিখ ২০ জুন ২০২৪ ধারাঃ- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোডের ৩০২ ধারায় সংযুক্ত করার আবেদন।
৪। গ্রেফতারকৃত আসামিগণকে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।