October 5, 2024, 3:53 am
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
নলছিটিতে ঘূর্ণঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে রেড ক্রিক্রিসেন্ট”ননফুড সহায়তা প্রদান।
৭ জুন শুক্রবার সকাল সারে ১০টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সহয়তা প্রদান করা হয়।
রেড ক্রিসেন্ট”র ঝালকাঠি জেলার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস, রেড ক্রিসেন্ট”র ইউনিট প্রধান মোঃ জাকির হোসেন, আজীবন সদস্য শাহাদাত হোসেন ফকির, যুব রেড ক্রিসেন্ট”র যুব প্রধান ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলার যুব প্রধান সাথী আক্তার।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।