October 9, 2024, 6:35 pm
ষ্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,বর্তমান সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ময়মনসিংহ সদরের চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে জনকল্যানে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে চাই। সে লক্ষে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে আপনাদের দোয়া ও ভোটের দাবী নিয়ে এসেছি। নির্বাচিত হলে যে সব এলাকা উন্নয়ন বঞ্চিত আছে সেগুলোকে প্রধান্য দিয়ে সদরের উন্নয়নকে আরো তরান্বিত করে উপজেলা পরিষদের সেবাকে আপনাদের মঙ্গলের জন্য স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনতার দোড়গোড়ায় পৌছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
শুক্রবার (১৭মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সদরের চেয়ারম্যান পদে
দিনভর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়কালে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা, সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ্ব আশরাফ হোসাইন। এ সময় তিনি সাধারণ জনগণের কাছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়নের ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন । সকাল -রাত টানা গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে চেয়ারম্যান পদ প্রার্থী আশরাফ হোসাইন কে ঘিরে ।
আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজের সাবেক ভিপি আশরাফ হোসাইন তার ঘোড়া প্রতীকের বিজয় ধরে রাখতে উপজেলার সকল ইউনিয়ন এর প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় তিনি শুক্রবার দিনব্যাপী ঘাগড়া ইউনিয়নের আল কারীমুল বারী মাদ্রাসা ময়দান -সকাল ১১ ঘটিকা,বেলতলী সুইস গেইট -দুপুর ১২ ঘটিকা,চকনজু হাফিজ মেম্বার এর বাড়ী জামে মসজিদে পবিত্র জুন্মার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন, দুপুর ২টায় পাড়াইল বাজারে,২,৩০ টা পাড়াইল নতুন বাজারে,৩.৩০ মিনিটে মাঝিহাটি শান্তি নগর বাজারে,বিকাল ৫ টায় গোপালনগর বাজারে,সন্ধ্যা ৬ টা সুহিলা কারীর মিলে,সাড়ে ৬টায় সুহিলা বুধবাড়ীয়া বাজারে, সন্ধযা ৭ টায় সুহিলা পশ্চিম পাড়ায়,সাড়ে ৭ টায় উজান ঘাগড়া মাদ্রাসা মোড় -সনধ্যা ৭:৩০ ঘটিকায়,রাত ৮টায় তালতলা বাজারে,সাড়ে ৮ টায়
চৌরাস্তা বাজারে ও রাত ৯ টা মরাকুড়ি বাজারসহ
বিভিন্ন জায়গায় পথ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন
উপজেলা চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসাইন বলেন : উপজেলা পরিষদ হচ্ছে জনগণের উন্নয়ন কেন্দ্র বিন্দু । ফলে বর্তমান সরকারের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে সাধারণ জনগণ উপকৃত হবে। তাই সদর উপজেলার সকলের কাছে দোয়া ও সুযোগ চাই , জনগণের কল্যাণে কাজ করার জন্য ।
সবশেষে তিনি রাত ১০টায় তিনি ভাবখালী ইউনিয়নের সিড ষ্টোর বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন।এসময় তার সাথে ঘাগড়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান সরকার সাজু,ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সাত্তার সোহেলসহ ঘাগড়া ও ভাবখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।