July 2, 2025, 1:05 am
প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ২৮.০২.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন রংপুর এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর মহানগরীতে জেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে- রংপুর মহানগরীর শাপলা চত্বরে অবস্থিত মেসার্স দধি মিষ্টি ভান্ডার প্রতিষ্ঠানকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মিষ্টি পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ইত্যাদি তথ্য উল্লেখ না করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৩০০০/- টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয় এবং অতি সত্বর বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ দুলাল হোসেন। প্রসিকিউটিং হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই এর পরিদর্শক (মেট্রোলজি) জনাব আলমাস মিয়া ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।