July 2, 2025, 12:59 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে গ্রেফতার করেছেন।
রবিবার দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে টিম সুন্দরগঞ্জ মামলা নং-১১, তাং-১১/০২/২০২৪ খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন ৩/৪/১১ এর এজাহার নামীয় ধৃত আসামী ১। সাইফুল ইসলাম (৩৫), পিতা-মৃত আবুল কাশেম, ২। হেলাল ফকির (৩৫), পিতা-মোঃ অকফের আলী, ৩। আমিনুল শেখ (৫৭), পিতা-মৃত মশর শেখ, ৪। সাদিকুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আনসার আলী, ৫। বাবলু শেখ (৩৪), পিতা-মৃত কেয়াশ উদ্দিন, সর্বসাং-উত্তর সাহাবাজ, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাদের সুন্দরগঞ্জ থানা এলাকায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করিয়া সুন্দরগঞ্জ থানাধীন উত্তর সাহাবাজ গ্রামস্থ পুরাতন কাউন্সিল মোড় এলাকায় জুয়া খেলার আসর হতে জুয়া খেলার সরঞ্জামাদি সহ গ্রেফতার করা হয়। সোমবার সকাকে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য- ওসি মোঃ মাহবুব আলম সুন্দরগঞ্জে যোগদান করার পর থেকে জুয়ারি ও মাদক করবারিসহ অন্যান্য অপরাধীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে।