July 2, 2025, 3:43 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউপি অফিস বিন্নাডাংগি ইউজেডআর রাস্তা ভায়া উলাট বাজার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে ।রবিবার এ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল ইসলাম আ.লীগ নেতা আহমেদ ফেরদৌস কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জিন্নাহ,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি ।