July 2, 2025, 12:13 am
কেএম সোহেব জুয়েল : বরিশাল সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে ফরম কিনছেন তানিয়া আরজুমান ববি এমনটাই লক্ষ করা গেছে।
মুক্তিযোদ্ধা মরহুম শাহাবুদ্দিন আহমেদ সাবু মোল্লার একমাত্র কন্যা তানিয়া আরজুমান ববি। এবং তিনি বাবুগঞ্জের বীরশ্রেষ্ট৷ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মিঞা পরিবারের রায়হান মাহাবুব রনবীর মিঞার স্ত্রী।
যুব মহিলা লীগ নেত্রী তানিয়া আরজুমান ববির পিতা মৃত শাহাবুদ্দিন আহম্মেদ সাবু তৎকালীন সময় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রলীগ মনোনীত প্রথম ভিপি ছিলেন।
এ ছারাও তিনি ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় তৎকালীন সেনাবাহিনী কর্তৃক তাকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল, এবং তৎকালীন সময় দীর্ঘ ৯ মাস তাকে আটক রাখা হয়েছিল বলে একাধিক সুত্রে জানা গেছে।
আমৃত্যু আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে গেছেন তিনি। তারি ধারাবাহিকতা বজায় রেখে তারি কন্যা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেত্রী তানিয়া আরজুমান ববি পিতার ত্যাগ ও আদর্শকে বুকে ধারন করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার রাজনৈতিক আদর্শিক ধারাকে অব্যহত রেখেছেন এই নেত্রী।
তাই এই দীর্ঘদিনের রাজনীতির পথচলা ও যোগ্যাতাকে বিবেচনা করে দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা নেত্রী আরজুমান ববিকে মহিলা সংরক্ষিত আসনে মনোনীত করবেন বলে এমনটাই প্রত্যাশা করছেন বরিশালের সর্বস্হরের মানুষ।