June 13, 2025, 1:24 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বহুল আলোচিত বিদ্যুৎ শক করে সুকৌশলে একাধিক মানুষ হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জমি জমা নিয়ে শত্রুতার জের ধরে অকৌশলে বিদ্যুৎ ব্যবহার করে একাধিক মানুষ হত্যার জঘন্য আসামি হাবিজার রহমানকে পুলিশ সূদুর কুমিল্লা জেলার বুড়িচং থানার ইঠাপুর বাজার থেকে গ্রেফতার করেন।
উল্লেখ্য- আসামি হাবিজার রহমান জায়গা জমি নিয়ে মামলা করে হেরে গেলে কুটবুদ্ধি করেন। কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়।যেই বুদ্ধি সেই কাজ।জমিতে বিদ্যুৎ এর লাইন দিয়ে হত্যা করেন।পরে মামলা হলে আটক হোন।পরবর্তীতে উচ্চ আদালত হতে জামিন প্রাপ্ত হয়ে পলাতক হোন।মৃত্যুদন্ড আদেশ প্রাপ্ত
দায়রা মামলা নং-৩৫৯/২০১৭, জিআর নং-৩৬০/২০১৬, যাহা সুন্দরগঞ্জ থানার মামলা নম্বর-১৯, তারিখ-১২/১১/২০১৬ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি এর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী
এব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই জঘন্য আসামিকে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করতে সক্ষম হই।।