July 2, 2025, 12:19 am
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় কাকুড়াডাঙ্গা গ্রামে আপন দুই ভাই মিলে চাচাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে নিহত লাল্টু মোল্লা (৩৬) বড় ভাবি রিভা’কে পরকীয়ার জের ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। নিহত লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে। ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আসাদ ও মিরাজ নামের আপন দুই ভাই তার চাচা লাল্টুকে পার্শ্ববর্তী কাকুড়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, নিহত লাল্টু বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিলের ধারে সবুজের মাছের খামারের কাছে পৌছলে ভাতিজা আসাদ ও মিরাজ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় লাল্টু মাটিতে লুটিয়ে পড়ে মৃতুরকোলে ঢলে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষনা করেন।শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিয়াজুল ও মানি নামের দুইজনের বিরুদ্ধে।বুধবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। রাতেই ধর্ষণের শিকার গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি অবগত করা হয়েছে।ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, বুধবার রাত ৯টার দিকে আমি আমার মেয়েকে নিয়ে ঘরে মোবাইল দেখছিলাম। এ সময় রিয়াজুল ও মানি জানালার পাশ থেকে আমাকে ঘরের দরজা খুলতে বলে। কিন্তু আমি দরজা না খোলায় তারা দুইজনে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একজন আমার মেয়ের মুখ চেপে ধরে এবং অপরজন আমাকে ধর্ষণ করে। পরে আমার ও আমার মেয়ের চিৎকারে আমার শাশুড়ি চলে আসলে তারা দ্রুত পালিয়ে যায়।এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মো. রিয়াজুল কবির জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে ভুক্তভোগীর বয়ান অনুসারে মামলা গ্রহণ করে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে।
ঝিনাইদহ
আতিকুর রহমান।।