July 2, 2025, 12:15 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গাজীপুরে স্বামীর গোপ-নাঙ্গ কে-টে পা-লালেন স্ত্রী কাপাসিয়ায় বাড়ি থেকে তু-লে নিয়ে যুবককে কু-পিয়ে হ-ত্যার অভি-যোগ গোদাগাড়ীর রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বাবু জুলাই গণঅ-ভ্যুত্থানে শহী-দদের রূ-হের মাগ-ফিরাত কামনায় ময়মনসিংহ জেলা প্রশাসনের দোয়া কোন ধরণের অ-পরাধীকে ছাড় দেওয়া হবে না- ওসি শিবিরুল ইসলাম মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই- ইউএনও মাসুদ রানা নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য জুলাই পদযাত্রা নেমেছে এনসিপি সোনাডাঙ্গা থানা নবগঠিত ১৮ নং ওয়ার্ড তাঁতী দলের আংশিক কমিটির সভা অনুষ্ঠিত ধর্মপাশায় বিয়ের প্রলো-ভনে ধর্ষ-ণের অভি-যোগে কনস্টেবল কা-রাগারে তানোরে পানিতে ডু-বে এক যুবকের মৃ-ত্যু
শূন্য পদের বোঝায় বেহাল সুজানগরের প্রাথমিক শিক্ষা

শূন্য পদের বোঝায় বেহাল সুজানগরের প্রাথমিক শিক্ষা

এম এ আলিম রিপন.সুজানগর(পাবনা)ঃ জনবলসঙ্কটে ভুগছে পাবনার সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। যার ফলে ব্যাহত হচ্ছে দাফতরিক কার্যক্রম, স্থবিরতা বিরাজ করছে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে। দেখা দিচ্ছে নানা জটিলতা। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার অবসরে চলে যাওয়ায় বর্তমানে উপজেলা শিক্ষা অফিসার পদটি শূন্য রয়েছে। এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ৭টি শূন্য পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ২ জন, এই দুইজনের মধ্যে আবার মো.শওকত আলী ফকির নামে একজন উপজেলা সহকারী শিক্ষা অফিসার গত আগস্ট মাস থেকে বহিঃবাংলাদেশ ছুটিতে আছেন। এছাড়া উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ এবং উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারীর পদটিও রয়েছে শূন্য। উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯২৫ জন শিক্ষক ও প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর তদারকির দায়িত্বে বর্তমানে রয়েছে মাত্র একজন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার। তিনিও ৪১তম বিসিএস নন-ক্যাডারে জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আগামী ২ মাসের মধ্যে তিনি সেখানে যোগদান করবেন। এদিকে বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঠিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। তদারকির অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা উপজেলা শিক্ষা অফিসারের অভাবে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন না হওয়ায় এগুলোর কার্যক্রম ঠিকমতো চলছে না বলেও জানা গেছে। এ ছাড়া চলমান উন্নয়ন কাজ সঠিক সময়ে দেখভাল করাও সম্ভব হচ্ছেনা। একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলার এ সকল বিদ্যালয়গুলো নিয়ে ৭টি ক্লাস্টার গঠিত। মাসে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার ও ৫ টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় সমন্বয়সভায় কাক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছেনা। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত মুশতাক আহমেদ বলেন, পদ শূন্য থাকলেও তিনিসহ শিক্ষকরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত নিরন্তর চেষ্টা করছেন। এতে তাঁদের কষ্ট হচ্ছে। তবে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য পদগুলো দ্রুত পূরণ করা জরুরি। তাহলে বিদ্যালয়ে লেখাপড়ার মান আরও ভালো হবে। পাবনা জেলা শিক্ষা অফিসার সিদ্দিক মো. ইউসুফ রেজা শনিবার বলেন, সুজানগর উপজেলা শিক্ষা কর্মকর্তার পদসহ অন্যান্য খালি পদ পূরণে লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি ।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD