July 2, 2025, 3:37 am
মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
কক্সবাজারে যেমন ট্রেন আসা শুরু হয়েছে, তেমনি মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঢাকা-কক্সবাজার সংলগ্ন রেললাইনে আব্দু সাত্তার নামের এক কৃষক ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন।
বুধবার ১০ জানুয়ারী সকাল সাড়ে ৭ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী এলাকায় এই ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি শুভ রঞ্জন চাকমা।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা কক্সবাজার মুখি ট্রেন বর্ণিত এলাকায় পৌঁছালে কৃষক আব্দু সাত্তার নামের বৃদ্ধ পারাপারের সময় কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন।নিহত কৃষক একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের অরলতলী জুম নগর এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ময়না তদন্ত শেষে মর দেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আমাদের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।