March 16, 2025, 11:32 pm
কে এম সোহেব জুয়েল :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল ১ – গৌরনদী – আগৈলঝাড়া -আসনের নির্বাচনী এলাকা সরিকলে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এর নির্বাচনী পথসভার মধ্য দিয়ে লিফলেট বিতরণের কার্যক্রম লক্ষ্য করা গেছে।
এসময় আ’লীগ প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এর সমর্থনে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক পুরুষ নির্বাচনী পথ সভায় যোগদানর মধ্য দিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করন।
বৃহশপতিবার সকাল ১০ টায় গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল বন্দরের আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে পথযাত্রা করে ইউনিয়নের হোসনাবাদ, নলগোরা মেয়ারচর কুড়ির চর শাহাজিরা সাকোকাঠি এলাকা ঘুরে সরিকল দলিয় অফিসে ফিরে এসে সামনের নির্বাচনি দিন গুলির কার্যক্রম সম্পকে আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর হোসেন মোল্লার আয়োজনে পথ সভায় উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মো: ফারুখ হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আকন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্মাদক মো : রেজাউল করিম টিটু, ইউনিয়ন যুবলীগ সভাপতি জানেআলম, সহসভাপতি মো: ইলিয়াচ মিয়া ছাত্রলীগ সাধারনসম্পাদক মো: আজিজুল হক হাওলাদার প্রমুখ।
এ সময় উপস্থিতিরা বলেন, আগামী ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ নির্মানে জননেত্রী শেখ হাসিনার সরকারের মনোনীত তৃতীয় বারের মতো নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে পূর্ণরায় নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে আহবান জানিয়েছেন উপস্থিতিতিরা।