December 4, 2023, 12:13 pm
বি এম মনির হোসেনঃ-
টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন এবং নারায়ণগঞ্জ সোনারগাঁ রয়েল রিসোর্ট এর মধ্যে পারস্পরিক সেবা-সহযোগিতা ও নিরাপত্তা সম্পর্কিত এক Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিপত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।টুরিস্ট পুলিশ বাংলাদেশ এর পক্ষে উক্ত Signing অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর প্রদান করেন মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার, ঢাকা রিজিয়ন এবং সোনারগাঁ রয়েল রিসোর্ট এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন মোঃ খাইরুল আলম লাল, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)। এছাড়াও উক্ত সাইনিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোমেনা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন, মোঃ দেলোয়ার হোসেন ইন্সপেক্টর, জোন ইনচার্জ, নারায়ণগঞ্জ জোন সহ টুরিস্ট পুলিশ এবং সোনারগাঁ রয়েল রিসোর্ট এর বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।এ সময় মোঃ নাঈমুল হক পিপিএম পুলিশ সুপার,ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ বলেন, “সোনারগাঁ রয়েল রিসোর্ট দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে দেশ-বিদেশের দর্শনার্থী এবং পর্যটকদের বিভিন্ন সেবা দিয়ে আসছে। এখন থেকে তারা দর্শনার্থী এবং দেশ-বিদেশের পর্যটকদের যে কোন প্রয়োজনে টুরিস্ট পুলিশকে সব সময় পাশে পাবে। টুরিস্ট পুলিশের হেল্প লাইন নম্বরে ২৪ ঘন্টাই দর্শনার্থী ও পর্যটকদের বিভিন্ন পুলিশি সহযোগিতা দেয়া হচ্ছে। উল্লেখযোগ্য উক্ত অনুষ্ঠানে সোনারগাঁ রয়েল রিসোর্ট এর পক্ষ থেকে বাংলাদেশ রুম রেন্ট এবং ফুডের উপর পুলিশের সকল সদস্যদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পুলিশের যেকোন সদস্য আগামী তিন বৎসর তার আইডি কার্ড প্রদর্শন করে উক্ত ডিসকাউন্ট অফার যেকোনো সময় পরিবারের সাথে উপভোগ করতে পারবেন। পাশাপাশি সোনারগাঁ রয়েল রিসোর্ট এ আগত এবং অবস্থানরত সকল দর্শনার্থী এবং পর্যটক বৃন্দ টুরিস্ট পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে অল্প সময়ের ভেতর বিভিন্ন ধরনের পুলিশি সেবা পেয়ে থাকবেন। পরবর্তীতে পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম হোটেল কর্তৃপক্ষকে টুরিস্ট পুলিশের হেল্পলাইন নাম্বার সম্বলিত কাট আউট এক্স ব্যানার এবং ইনফরমেশন ডেস্ক প্রদান করেন।