February 15, 2025, 7:27 pm
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার ৪২টি পূজা মন্ডপে উপস্থিত হয়ে মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে নগদ ৫ হাজার টাকার অর্থ প্রদান করেন।
উপজেলা আ’লীগের সাবেক অন্যতম সদস্য ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল বলেন, মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক ঢাকায় সরকারী কাজ ও সংসদীয় দলের জরুরী সভায় অবস্থান করায়, তার পক্ষ থেকে প্রত্যেক পূজা মন্ডপে ৫ হাজার টাকা প্রদানের নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে নগদ এ অর্থ প্রদান করা হয়।
এসময় পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু, সাবেক সহ-সভাপতি নাডু গোপাল কুন্ডু, রহমত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সাবেক ছাত্রনেতা প্রিতিময় হোসেন পলাশ, যুবলীগ নেতা শাহিনুর ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খায়রুল আলম (মুকুট), ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মুরাদ ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আ’লীগ নেতৃবৃন্দ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।