October 9, 2024, 3:15 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় উৎসবে ১৬৬টি পুজা মন্ডপে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ও ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করলেন জাতির পিতার ভাগ্নে, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সংগঠক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। ১৮ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পুজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ প্রতি পুজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে সরকারী অনুদানের ১৯ হাজার টাকা ও তার নিজস্ব তহবিলের অনুদানের ১২ হাজার টাকাসহ মোট ৩১হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অবুল হাসানাত আবদুল্লাহ বলেন- ২০০১ সালের কথা আপনাদের অবশ্যই মনে আছে? আমরা প্রতিহিংসা পরায়ন না বলেই খালেদা জিয়া আদালতের রায়ে কারাদন্ডের পরেও মানবতার মা শেখ হাসিনা তাকে বাসায় বসে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। অথচ এই জামাত-বিএনপি জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পরে তাদের অত্যাচার নির্যাতনের কারণে এই আগৈলঝাড়ার ৫০ হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদের জীবন বাঁচানোর জন্য রামশীল গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আমি নিজের জন্য ভোট চাই না। তবে আপনারা প্রতিজ্ঞা করেন আর যেনকোন সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসতে না পারে।এ সময় মন্ত্রী বরিশাল বিভাগের সবচেয়ে বেশী পুজা আগৈলঝাড়া উপজেলায় অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনের প্রতি মন্ডপের সার্বিক নিরাপত্তা প্রদানসহ পুজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে কমিটি করে নিরাপত্তা প্রদানের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সমাজ সেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ সভায় অন্যান্যদেরে মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, একুশের পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন জানান, দূর্গা পুজায় সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ৮৩ মেট্টিক টন জিআর চাল বরাদ্দ হিসেবে প্রতি মন্ডপে ৫শ কেজি করে চাল উপ-বরাদ্দ প্রদানের সাথে মন্ত্রী মহোদয়ের নিজস্ব তহবিল থেকে ১২ হাজার টাকাসহ মন্ডপ প্রতি ৩১ হাজার টাকা করে মোট ১৬৬টি মন্ডপে ৫১ লাখ ৪৬ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। আগৈলঝাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন, উপজেলায় ৩৫টি অধিক ঝুঁকিপূণ মন্ডপ, ৫৪টি ঝুঁকিপূর্ণ মন্ডপ এবং ৩৫টি সাধারণ মন্ডপ নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মন্ডপের প্রকারভেদে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ২০ অক্টোবর ষষ্ঠী পুজা থেকে প্রতীমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তা গ্রহন ছাড়াও পুজার পরেও তিন দিন পর্যন্ত আনসার বাহিনীর সদস্যরা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করবে। অনুষ্ঠানে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বোস,
দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, বীর মুক্তিযোদ্ধাগন, জনপ্রতিনিধি,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ১৬৬মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।