July 2, 2025, 4:38 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষক অফিসার কৃষ্ণ চন্দ্র রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার খোকন রানা, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার প্রমূখ। এর আগে বিশ্ব হাত ধোঁয়া দিবসের একটি রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রকৃত হাত ধোঁয়া কসরত শিখানো হয়।