October 13, 2024, 7:14 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গনসংযোগ ও মতবিনিময় করেছেন জাপার কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলা জাতীয় পার্টীর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। তিনি মঙ্গলবার বিকালে পাইকগাছার হরিঢালী ও কপিলমুনিতে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তিনি দুই ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। হরিঢালী ইউনিয়ন জাতীয় পার্টীর কার্যালয়ে ইউনিয়ন জাপার সভাপতি মুনছুর আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও নির্বাচনী সমন্নয়ক সামছুল হুদা খোকন, পৌর জাপার সভাপতি গাজী আব্দুস সামাদ। হরিঢালী ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক সাদেক আলী শেখ, কপিলমুনি ইউনিয়ন জাপার, সভাপতি সরদার ফরিদ আহমেদ, লতা ইউনিয়ন জাপার সভাপতি কৃষ্ণ রায়, মীর ওসমান গনী, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, হরিঢালী ইউনিয়ন জাপার সহ-সভাপতি ইউলাদ গোলদার, আমীর আলী গাজী, ওয়াজেদ গোলদার, যুগ্ন সম্পাদক মাফিকুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল সরদার, যুগ্ন সম্পাদক শুকুর আলী কাগজী, পৌর যুব সংহতির আহ্বায়ক আবু সাঈদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, জাপানেতা দেবাশীষ সানা, পৌরসভা যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, মোঃ নাজিম আহমেদ, আবু সাইদ, মোঃ মনিরুল ইসলাম, সামছুর রহমান, পলাশ হরি, একলাচ সরদার, নূর আলী মোল্লা, আব্দুল হালিম গাজী, মোস্তাজুল সরদার, আনন্দ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ ফজর আলী সরদার, হাসেম বিশ্বাস, আব্দুল হালিম মোড়ল, তাছের গাজী, রফিকুল মোড়ল, ইকবাল গোলদার, সাজ্জাত বিশ্বাস, মশিয়ার সরদার, কামরুল পীর, নুর ইসলাম মোড়ল ও আবুল মোড়ল।
পাইকগাছায় শিক্ষকদের মানববন্ধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি শিক্ষকরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব, পঞ্চানন সরকার, ইমরুল ইসলাম , প্রদীপ শীল, প্রদেশ মল্লিক, রেজাউল ইসলাম ও দীপঙ্কর। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকরা লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তি কে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইমদাদুল হোক,
পাইকগাছা, খুলনা।